নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। উৎসবের আমেজ না থাকলেও বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। বছরের প্রথম দিন শিশুরা বই পাওয়ায় অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ শুরু হয়।
শিক্ষার্থীরা জানিয়েছে, পছন্দের বিষয়ের বইটি প্রথম পড়বে। এই তালিকায় কারোর ক্ষেত্রে বাংলা কেউবা গণিত আবার কেউ বলেছে পছন্দের বিজ্ঞান বই প্রথমে খুলে দেখবে। বরিশাল জিলা স্কুলের ছাত্র আ. রহমান জানায়, সে বড় হয়ে বিজ্ঞানী হতে চায়। তাই বিজ্ঞান বইটি পড়ার ইচ্ছা সবার আগে।

বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম জানান, বছরের শুরুতেই বই পাওয়া শিক্ষার্থীদের জন্য আনন্দের। তাঁর বিদ্যালয়ে নতুন বইয়ের ঘাটতি নেই।
প্রসঙ্গত, বরিশাল জেলায় ১ হাজার ৭২৩টি প্রাথমিক বিদ্যালয়ে ১১ লাখ ৬৭ হাজার ২০৮টি বইয়ের চাহিদার বিপরীতে ১১ লাখ ৬৪ হাজার ৬০০টি নতুন বই পৌঁছেছে। বিভাগে মাধ্যমিক স্তরে ৬৯ লাখ ৬১ হাজার ৯৩০টি বইয়ের চাহিদার বিপরীতে পৌঁছেছে ৪৭ লাখ ১০ হাজার ৫০৩টি। এ ছাড়া কারিগরি ট্রেড, দাখিল, ভোকেশনালসহ অন্যান্য স্তরের মোট চাহিদা ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৬৪৬টি; পৌঁছেছে ১ কোটি ১৮ হাজার ৪৭৭টি। মোট বইয়ের ৭৩ দশমিক ২৩ শতাংশ নতুন বই পৌঁছেছে।

বরিশালে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। উৎসবের আমেজ না থাকলেও বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। বছরের প্রথম দিন শিশুরা বই পাওয়ায় অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ শুরু হয়।
শিক্ষার্থীরা জানিয়েছে, পছন্দের বিষয়ের বইটি প্রথম পড়বে। এই তালিকায় কারোর ক্ষেত্রে বাংলা কেউবা গণিত আবার কেউ বলেছে পছন্দের বিজ্ঞান বই প্রথমে খুলে দেখবে। বরিশাল জিলা স্কুলের ছাত্র আ. রহমান জানায়, সে বড় হয়ে বিজ্ঞানী হতে চায়। তাই বিজ্ঞান বইটি পড়ার ইচ্ছা সবার আগে।

বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম জানান, বছরের শুরুতেই বই পাওয়া শিক্ষার্থীদের জন্য আনন্দের। তাঁর বিদ্যালয়ে নতুন বইয়ের ঘাটতি নেই।
প্রসঙ্গত, বরিশাল জেলায় ১ হাজার ৭২৩টি প্রাথমিক বিদ্যালয়ে ১১ লাখ ৬৭ হাজার ২০৮টি বইয়ের চাহিদার বিপরীতে ১১ লাখ ৬৪ হাজার ৬০০টি নতুন বই পৌঁছেছে। বিভাগে মাধ্যমিক স্তরে ৬৯ লাখ ৬১ হাজার ৯৩০টি বইয়ের চাহিদার বিপরীতে পৌঁছেছে ৪৭ লাখ ১০ হাজার ৫০৩টি। এ ছাড়া কারিগরি ট্রেড, দাখিল, ভোকেশনালসহ অন্যান্য স্তরের মোট চাহিদা ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৬৪৬টি; পৌঁছেছে ১ কোটি ১৮ হাজার ৪৭৭টি। মোট বইয়ের ৭৩ দশমিক ২৩ শতাংশ নতুন বই পৌঁছেছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১০ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৯ দিন আগে