পিরোজপুর প্রতিনিধি

অভিযানে গিয়ে স্থানীয়দের মারধরের শিকার হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও এক সদস্য। ঘটনাটি ঘটেছে পিরোজপুর শহরের শিকারপুরের সাহেবপাড়া এলাকায়। সন্দেহভাজন এক এক যুবককে তল্লাশি করায় হামলা করা হয় বলে দাবি করছেন ওই কর্মকর্তা। তবে স্থানীয়রা বলছেন, মিথ্যা অভিযোগে ওই যুবকের কাছে টাকা দাবি করা হয়েছিল।
এ নিয়ে গতকাল রোববার দিবাগত রাতে ৮ জনের নাম উল্লেখসহ আরও ২৫-৩০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভুক্তভোগী কর্মকর্তা।
এ হামলায় আহতরা হলেন— মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে কর্মরত সহকারী উপপরিদর্শক মাকসুদুর রহমান ও সদস্য সাইফুল। এ অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, রোববার রাত ১০টার দিকে পৌর এলাকার সাহেবপাড়া এলাকায় টহলে গিয়ে এক যুবককে তল্লাশি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।
স্থানীয়রা বলছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এসে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক যুবককে আটক করে তল্লাশি করে। কিছু না পাওয়ার পরেও ২০ হাজার টাকা দাবি করে তাঁকে মারধর শুরু করে। তাঁকে রক্ষা করতে স্থানীয়রা এগিয়ে গেলে তাঁদের ওপর চড়াও হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পরে। পরে বিক্ষুব্ধরা তাঁদের আটকে রেখে পুলিশের কাছে সোপর্দ করে।
এদিকে আহত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক মাকসুদুর রহমান বলছেন, রাতে শহরের সাহেবপাড়া এলাকায় টহলে গিয়ে তাঁরা লিমন নামে সন্দেহভাজন এক যুবকের শরীর তল্লাশি করা শুরু করেন। এ সময় এলাকাবাসী তাঁদের ওপর চড়াও হয়।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি আ জ মো. মাসুদুজ্জামান মিলু বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্যকে হামলার ঘটনায় আটজনের নাম উল্লেখ করে এবং ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’

অভিযানে গিয়ে স্থানীয়দের মারধরের শিকার হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও এক সদস্য। ঘটনাটি ঘটেছে পিরোজপুর শহরের শিকারপুরের সাহেবপাড়া এলাকায়। সন্দেহভাজন এক এক যুবককে তল্লাশি করায় হামলা করা হয় বলে দাবি করছেন ওই কর্মকর্তা। তবে স্থানীয়রা বলছেন, মিথ্যা অভিযোগে ওই যুবকের কাছে টাকা দাবি করা হয়েছিল।
এ নিয়ে গতকাল রোববার দিবাগত রাতে ৮ জনের নাম উল্লেখসহ আরও ২৫-৩০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভুক্তভোগী কর্মকর্তা।
এ হামলায় আহতরা হলেন— মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে কর্মরত সহকারী উপপরিদর্শক মাকসুদুর রহমান ও সদস্য সাইফুল। এ অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, রোববার রাত ১০টার দিকে পৌর এলাকার সাহেবপাড়া এলাকায় টহলে গিয়ে এক যুবককে তল্লাশি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।
স্থানীয়রা বলছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এসে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক যুবককে আটক করে তল্লাশি করে। কিছু না পাওয়ার পরেও ২০ হাজার টাকা দাবি করে তাঁকে মারধর শুরু করে। তাঁকে রক্ষা করতে স্থানীয়রা এগিয়ে গেলে তাঁদের ওপর চড়াও হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পরে। পরে বিক্ষুব্ধরা তাঁদের আটকে রেখে পুলিশের কাছে সোপর্দ করে।
এদিকে আহত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক মাকসুদুর রহমান বলছেন, রাতে শহরের সাহেবপাড়া এলাকায় টহলে গিয়ে তাঁরা লিমন নামে সন্দেহভাজন এক যুবকের শরীর তল্লাশি করা শুরু করেন। এ সময় এলাকাবাসী তাঁদের ওপর চড়াও হয়।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি আ জ মো. মাসুদুজ্জামান মিলু বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্যকে হামলার ঘটনায় আটজনের নাম উল্লেখ করে এবং ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত
৪ ঘণ্টা আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে