তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ ও পোস্টার ছিঁড়ে বিভিন্ন হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত হেলমেট পরে মোটরসাইকেলের বহর নিয়ে এ ঘটনা ঘটায়।
ওই ঘটনার পরপরই দুই প্রার্থী বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ ও জেলা নির্বাচন কর্মকর্তাকে মৌখিকভাবে অভিযোগ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পঞ্চগড় সদর থানার পুলিশ।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান শেখ বলেন, ‘শনিবার রাতে মোটরসাইকেলের বহর আমার বাসভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও গালিগালাজ করে। তাঁরা আমাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। এর আগেও মোটরসাইকেলে কয়েকজন আমার বাসভবনে গিয়ে গালিগালাজ করে। পরে বিষয়টি লিখিতভাবে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছি।’
আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার রহমান দিলু বলেন, ‘একদল দুর্বৃত্ত উচ্চস্বরে শব্দ করে মোটরসাইকেলের বহর নিয়ে আমার বাসভবনে গিয়ে আমাকে খোঁজে এবং গালিগালাজ করে।’
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, ‘দুই প্রার্থীর বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।’
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান শেখের বাড়ির দারোয়ান আব্দুল হাই বলেন, ‘শনিবার রাতে আনুমানিক ৩০-৪০ জন লোক মোটরসাইকেলে এসে দরজায় লাথি মেরে ভাঙার চেষ্টা করে। এ সময় দরজা খুললে আমাকে মারধর করে গালিগালাজ করে এবং ইটপাটকেল মারতে থাকে।’ একই কথা বলেন অপর স্বতন্ত্র প্রার্থী দেলদার রহমান দিলুর স্ত্রী শামীমা নাজনীন। তিনি বলেন, ‘বাসার সামনে মোটরসাইকেলে করে লোকজন এসে উচ্চ শব্দ করে। আমার স্বামীকে বাড়ি থেকে বের হয়ে আসতে বলে। এ সময় তারা গালিগালাজ করে এবং বাইরের দরজায় লাথি মারে।’
এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পুলিশ সুপার এটি নিজেই দেখছেন। যারা এটি করেছে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নির্বাচন পর্যন্ত প্রার্থীদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয়েছে।
আজ সোমবার জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ। এতে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, স্বতন্ত্র প্রার্থী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল হান্নান শেখ ও অধ্যক্ষ দেলদার রহমান দিলু।

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ ও পোস্টার ছিঁড়ে বিভিন্ন হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত হেলমেট পরে মোটরসাইকেলের বহর নিয়ে এ ঘটনা ঘটায়।
ওই ঘটনার পরপরই দুই প্রার্থী বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ ও জেলা নির্বাচন কর্মকর্তাকে মৌখিকভাবে অভিযোগ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পঞ্চগড় সদর থানার পুলিশ।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান শেখ বলেন, ‘শনিবার রাতে মোটরসাইকেলের বহর আমার বাসভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও গালিগালাজ করে। তাঁরা আমাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। এর আগেও মোটরসাইকেলে কয়েকজন আমার বাসভবনে গিয়ে গালিগালাজ করে। পরে বিষয়টি লিখিতভাবে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছি।’
আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার রহমান দিলু বলেন, ‘একদল দুর্বৃত্ত উচ্চস্বরে শব্দ করে মোটরসাইকেলের বহর নিয়ে আমার বাসভবনে গিয়ে আমাকে খোঁজে এবং গালিগালাজ করে।’
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, ‘দুই প্রার্থীর বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।’
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান শেখের বাড়ির দারোয়ান আব্দুল হাই বলেন, ‘শনিবার রাতে আনুমানিক ৩০-৪০ জন লোক মোটরসাইকেলে এসে দরজায় লাথি মেরে ভাঙার চেষ্টা করে। এ সময় দরজা খুললে আমাকে মারধর করে গালিগালাজ করে এবং ইটপাটকেল মারতে থাকে।’ একই কথা বলেন অপর স্বতন্ত্র প্রার্থী দেলদার রহমান দিলুর স্ত্রী শামীমা নাজনীন। তিনি বলেন, ‘বাসার সামনে মোটরসাইকেলে করে লোকজন এসে উচ্চ শব্দ করে। আমার স্বামীকে বাড়ি থেকে বের হয়ে আসতে বলে। এ সময় তারা গালিগালাজ করে এবং বাইরের দরজায় লাথি মারে।’
এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পুলিশ সুপার এটি নিজেই দেখছেন। যারা এটি করেছে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নির্বাচন পর্যন্ত প্রার্থীদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয়েছে।
আজ সোমবার জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ। এতে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, স্বতন্ত্র প্রার্থী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল হান্নান শেখ ও অধ্যক্ষ দেলদার রহমান দিলু।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে