নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলা পৌরসভার চরকৈয়া মহল্লার চরকৈয়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছেন ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন।
গত মঙ্গলবার থেকে রাস্তাটি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে বিদ্যালয়ের শতাধিক কোমলমতি শিক্ষার্থীসহ আশপাশের অনেকগুলো পরিবারের লোকজন। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়েদুল ইসলাম খাঁন গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
জানা গেছে, চরকৈয়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব কোনো রাস্তা না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা যাওয়ায় সমস্যা হত। তিন বছর আগে পৌরমেয়র হাফিজুর রহমান লিটন শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জাহাঙ্গীর হোসেন ও মহল্লাবাসির সঙ্গে আলোচনা করে একটি পাকা রাস্তার ব্যবস্থা করে দেন। তখন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন জাহাঙ্গীর হোসেন। কিন্তু সম্প্রতি নতুন কমিটি গঠনে সরকারি নির্দেশনা মোতাবেক শিক্ষাগত যোগ্যতা না থাকায় বাদ পড়েন জাহাঙ্গীর হোসেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওই রাস্তা নিজেদের জমির ওপর দাবি করে তা বন্ধ করে দেন।
জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমার বাবা মরহুম ফজলুল হক ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি। বাবার মৃত্যুর পর আমি সভাপতি নির্বাচিত হই এবং রাস্তার জন্য জমি দেই। সম্প্রতি আমি দাতা সদস্য হওয়ার জন্য রাস্তার জমি রেজিস্ট্রি করে দিতে চাইলেও বিদ্যালয় কর্তৃপক্ষ তা নেয়নি। তারা চক্রান্ত করে আমাকে দাতা সদস্য করেনি। নিয়ম মাফিক আমার শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও আমার ছোট ভাই বিএ পাস। তাঁকেও সভাপতি করেনি। তাই আমার জমির ওপর রাস্তা আমি বন্ধ করে দিয়েছি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুনন্নেছা বলেন, ‘অভিযোগ পেয়ে পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাস্তাটি খুলে দেওয়ার ব্যবস্থা করা হলেও ২৩ মার্চ বুধবার রাস্তাটি আবারও বন্ধ করে দিয়েছে বলে শুনেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়ে পুলিশের সহযোগিতা নেওয়া হয়েছে। থানার ওসি মুশফিকুর রহমান জাহাঙ্গীর হোসেনের সঙ্গে কথা বলেছেন এবং তিনি রাস্তার ব্যারিকেড খুলে দিতে রাজি হয়েছেন। তবে নতুন করে ঝামেলা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, বুধবার বিকেলে জাহাঙ্গীর হোসনের সঙ্গে যোগাযোগ করে রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার পুণরাবৃত্তি ঘটলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

শেরপুরের নকলা পৌরসভার চরকৈয়া মহল্লার চরকৈয়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছেন ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন।
গত মঙ্গলবার থেকে রাস্তাটি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে বিদ্যালয়ের শতাধিক কোমলমতি শিক্ষার্থীসহ আশপাশের অনেকগুলো পরিবারের লোকজন। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়েদুল ইসলাম খাঁন গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
জানা গেছে, চরকৈয়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব কোনো রাস্তা না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা যাওয়ায় সমস্যা হত। তিন বছর আগে পৌরমেয়র হাফিজুর রহমান লিটন শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জাহাঙ্গীর হোসেন ও মহল্লাবাসির সঙ্গে আলোচনা করে একটি পাকা রাস্তার ব্যবস্থা করে দেন। তখন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন জাহাঙ্গীর হোসেন। কিন্তু সম্প্রতি নতুন কমিটি গঠনে সরকারি নির্দেশনা মোতাবেক শিক্ষাগত যোগ্যতা না থাকায় বাদ পড়েন জাহাঙ্গীর হোসেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওই রাস্তা নিজেদের জমির ওপর দাবি করে তা বন্ধ করে দেন।
জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমার বাবা মরহুম ফজলুল হক ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি। বাবার মৃত্যুর পর আমি সভাপতি নির্বাচিত হই এবং রাস্তার জন্য জমি দেই। সম্প্রতি আমি দাতা সদস্য হওয়ার জন্য রাস্তার জমি রেজিস্ট্রি করে দিতে চাইলেও বিদ্যালয় কর্তৃপক্ষ তা নেয়নি। তারা চক্রান্ত করে আমাকে দাতা সদস্য করেনি। নিয়ম মাফিক আমার শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও আমার ছোট ভাই বিএ পাস। তাঁকেও সভাপতি করেনি। তাই আমার জমির ওপর রাস্তা আমি বন্ধ করে দিয়েছি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুনন্নেছা বলেন, ‘অভিযোগ পেয়ে পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাস্তাটি খুলে দেওয়ার ব্যবস্থা করা হলেও ২৩ মার্চ বুধবার রাস্তাটি আবারও বন্ধ করে দিয়েছে বলে শুনেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়ে পুলিশের সহযোগিতা নেওয়া হয়েছে। থানার ওসি মুশফিকুর রহমান জাহাঙ্গীর হোসেনের সঙ্গে কথা বলেছেন এবং তিনি রাস্তার ব্যারিকেড খুলে দিতে রাজি হয়েছেন। তবে নতুন করে ঝামেলা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, বুধবার বিকেলে জাহাঙ্গীর হোসনের সঙ্গে যোগাযোগ করে রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার পুণরাবৃত্তি ঘটলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে