হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় পটকা ফোটাতে নিষেধ করায় আবু তালেব ও তাঁর ছেলে রাশেদুল আলম সবুজকে মারধরের অভিযোগ উঠেছে ফজু মিয়ার বিরুদ্ধে। আহত বাবা-ছেলে গত বুধবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন।
এই ঘটনায় বুধবার সকালে রাশেদুল আলম সবুজ বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার দালাল পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
অভিযুক্ত ফজু মিয়ার বাড়ি উপজেলার দালাল পাড়া এলাকায়। আহতদের বাড়িও একই এলাকায়।
জানা গেছে, রাশেদুলের দোকানের নির্মাণাধীন দেওয়ালের ওপর ফটকা ফোটায় ফজু মিয়ার ১১ বছরের ছেলে শাকিবুল। এতে রাশেদুল শাকিবকে ফটকা ফুটাতে নিষেধ করেন। এ সময় শাকিব কান্নাকাটি করে বাড়িতে গিয়ে তাঁর বাবা ফজুকে জানায়। এরপরে ফজু ও তাঁর স্ত্রী আমিনা বেগম রাশেদুলের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর শুরু করেন। এ সময় রাশেদুলের চিৎকারে তাঁর বাবা আবু তালেব ছুটে এলে তাঁকেও অভিযুক্তরা মারধর করে আহত করেন।
এ বিষয়ে রাশেদুল ইসলাম বলেন, ‘আমার বাড়ি সংলগ্ন দোকানের দেওয়ালে সিমেন্ট দিয়ে কাজ করছি। এর ওপর শাকিব পটকা ফোটায়। এতে সিমেন্ট খসে পড়ে যায়। শাকিব ছোট মানুষ আমি তাকে শুধু নিষেধ করেছি। সে বাড়িতে গিয়ে কান্নাকাটি করে তার বাবাকে বলছে। তার বাবা কোনো কিছু না শুনে আমাকে ও আমার বাবাকে মারধর করে।’
এ বিষয়ে অভিযুক্ত ফজু মিয়া বলেন, রাশেদুলের দোকানের দেওয়ালে কে বা কারা ঢিল মেরে নষ্ট করেছে। আর সেই দোষ আমার ছেলের ওপর দিয়েছে। আমি শুধু রাশেদুলের কাছে জানার জন্য গিয়েছিলাম। তাঁকে কোনো মারধর করা হয়নি।’
এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ‘এই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

লালমনিরহাটের হাতীবান্ধায় পটকা ফোটাতে নিষেধ করায় আবু তালেব ও তাঁর ছেলে রাশেদুল আলম সবুজকে মারধরের অভিযোগ উঠেছে ফজু মিয়ার বিরুদ্ধে। আহত বাবা-ছেলে গত বুধবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন।
এই ঘটনায় বুধবার সকালে রাশেদুল আলম সবুজ বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার দালাল পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
অভিযুক্ত ফজু মিয়ার বাড়ি উপজেলার দালাল পাড়া এলাকায়। আহতদের বাড়িও একই এলাকায়।
জানা গেছে, রাশেদুলের দোকানের নির্মাণাধীন দেওয়ালের ওপর ফটকা ফোটায় ফজু মিয়ার ১১ বছরের ছেলে শাকিবুল। এতে রাশেদুল শাকিবকে ফটকা ফুটাতে নিষেধ করেন। এ সময় শাকিব কান্নাকাটি করে বাড়িতে গিয়ে তাঁর বাবা ফজুকে জানায়। এরপরে ফজু ও তাঁর স্ত্রী আমিনা বেগম রাশেদুলের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর শুরু করেন। এ সময় রাশেদুলের চিৎকারে তাঁর বাবা আবু তালেব ছুটে এলে তাঁকেও অভিযুক্তরা মারধর করে আহত করেন।
এ বিষয়ে রাশেদুল ইসলাম বলেন, ‘আমার বাড়ি সংলগ্ন দোকানের দেওয়ালে সিমেন্ট দিয়ে কাজ করছি। এর ওপর শাকিব পটকা ফোটায়। এতে সিমেন্ট খসে পড়ে যায়। শাকিব ছোট মানুষ আমি তাকে শুধু নিষেধ করেছি। সে বাড়িতে গিয়ে কান্নাকাটি করে তার বাবাকে বলছে। তার বাবা কোনো কিছু না শুনে আমাকে ও আমার বাবাকে মারধর করে।’
এ বিষয়ে অভিযুক্ত ফজু মিয়া বলেন, রাশেদুলের দোকানের দেওয়ালে কে বা কারা ঢিল মেরে নষ্ট করেছে। আর সেই দোষ আমার ছেলের ওপর দিয়েছে। আমি শুধু রাশেদুলের কাছে জানার জন্য গিয়েছিলাম। তাঁকে কোনো মারধর করা হয়নি।’
এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ‘এই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
২১ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১৫ দিন আগে