নিজস্ব প্রতিবেদক

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর বাসা থেকে দুই নারীকে আটক করা হয়। অভিযানে থাকা র্যাবের গোয়েন্দা কর্মকর্তারা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া, বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।
আটককৃত দুই নারীর পরিচয় জানা যায়নি। তাঁদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে জানানো হয়েছে র্যাবের পক্ষ থেকে।
রাত ১১টা ৪০ মিনিটের দিকে কালো কাচ ও সাদা রঙের একটি হায়েস গাড়িতে করে তাঁদের নিয়ে র্যাব সদর দপ্তরের দিকে নিয়ে যাওয়া হয়। গাড়ি নম্বর ঢাকা মেট্রো চ-৫৩৪৬৫১। এই বহরে আরও তিনটি হায়েস ছাড়াও র্যাবের আরও একাধিক গাড়ি ছিল। এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আশিষ রায় চৌধুরীর বাসায় অভিযান শুরু করে র্যাব।
র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, ‘আশিষ রায় চৌধুরি বিরুদ্ধে ২৮ তারিখে ওয়ারেন্ট জারি হয়। তিনি এখানে আত্মগোপন করে ছিলেন। তাঁর পরিবারের সদস্য ছিল না।’
র্যাবের কাছে সোহেল চৌধুরি হত্যা নিয়ে অনেক তথ্যও আছে উল্লেখ করে র্যাবের মুখপাত্র আরও জানান, আগামীকাল বুধবার দুপুর ১টায় গণমাধ্যমকে জানানো হবে।
খন্দকার আল মঈন জানান, অভিযান চলাকালীন ২৩ বোতল মদ পেয়েছেন তাঁরা। এছাড়া, এ সময় তাঁরা দুই নারীকেও আটক করেন। ওই দুজনের সঙ্গে আশিষ চৌধুরীর কি সম্পর্ক তা জানার সেটার জানার জন্য জেরা করা হবে বলেও জানান তিনি।
এদিকে বাসার মালিক ও র্যাব সূত্রে জানা গেছে, আশিষ চৌধুরীকে যে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা তাঁর নামে নয় বরং একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে ভাড়া নেওয়া হয়েছিল। সেটা আশিষ চৌধুরি নেননি। বাসায় একাধিক নারীর যাতায়াত ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে বাসার মালিক মোখলেছুর রহমান জানান, আশিষ চৌধুরী প্রতিদিন সন্ধ্যার পর মেয়েদের নিয়ে আসতেন। তবে সেটা যে কোম্পানির লোক না, তা তিনি বুঝতে পারেননি।
আরও পড়ুন:

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর বাসা থেকে দুই নারীকে আটক করা হয়। অভিযানে থাকা র্যাবের গোয়েন্দা কর্মকর্তারা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া, বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।
আটককৃত দুই নারীর পরিচয় জানা যায়নি। তাঁদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে জানানো হয়েছে র্যাবের পক্ষ থেকে।
রাত ১১টা ৪০ মিনিটের দিকে কালো কাচ ও সাদা রঙের একটি হায়েস গাড়িতে করে তাঁদের নিয়ে র্যাব সদর দপ্তরের দিকে নিয়ে যাওয়া হয়। গাড়ি নম্বর ঢাকা মেট্রো চ-৫৩৪৬৫১। এই বহরে আরও তিনটি হায়েস ছাড়াও র্যাবের আরও একাধিক গাড়ি ছিল। এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আশিষ রায় চৌধুরীর বাসায় অভিযান শুরু করে র্যাব।
র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, ‘আশিষ রায় চৌধুরি বিরুদ্ধে ২৮ তারিখে ওয়ারেন্ট জারি হয়। তিনি এখানে আত্মগোপন করে ছিলেন। তাঁর পরিবারের সদস্য ছিল না।’
র্যাবের কাছে সোহেল চৌধুরি হত্যা নিয়ে অনেক তথ্যও আছে উল্লেখ করে র্যাবের মুখপাত্র আরও জানান, আগামীকাল বুধবার দুপুর ১টায় গণমাধ্যমকে জানানো হবে।
খন্দকার আল মঈন জানান, অভিযান চলাকালীন ২৩ বোতল মদ পেয়েছেন তাঁরা। এছাড়া, এ সময় তাঁরা দুই নারীকেও আটক করেন। ওই দুজনের সঙ্গে আশিষ চৌধুরীর কি সম্পর্ক তা জানার সেটার জানার জন্য জেরা করা হবে বলেও জানান তিনি।
এদিকে বাসার মালিক ও র্যাব সূত্রে জানা গেছে, আশিষ চৌধুরীকে যে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা তাঁর নামে নয় বরং একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে ভাড়া নেওয়া হয়েছিল। সেটা আশিষ চৌধুরি নেননি। বাসায় একাধিক নারীর যাতায়াত ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে বাসার মালিক মোখলেছুর রহমান জানান, আশিষ চৌধুরী প্রতিদিন সন্ধ্যার পর মেয়েদের নিয়ে আসতেন। তবে সেটা যে কোম্পানির লোক না, তা তিনি বুঝতে পারেননি।
আরও পড়ুন:

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৮ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৯ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২২ দিন আগে