অনলাইন ডেস্ক
ইসরায়েল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর সেই আশঙ্কায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে ৯ শতাংশেরও বেশি, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ মূল্য ব্যারেলপ্রতি একলাফে ৬ ডলারের বেশি বেড়ে এখন ৭৫ ডলার ছাড়িয়েছে। কিছু সময়ের জন্য তা উঠে গিয়েছিল প্রায় ৭৯ ডলারে, যা গত জানুয়ারির পর সবচেয়ে বেশি। আমেরিকার অপর একধরনের অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৬ ডলারের বেশি বেড়ে এখন ৭৪ ডলারের ওপরে। এটিও জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
আজ তেলের দাম যতটা বেড়েছে, তা ২০২২ সালের পর এক দিনে সবচেয়ে বড় উল্লম্ফন। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অবস্থিত সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘প্রশ্ন হলো—এটা কি কেবল বাজারের পক্ষ থেকে একটি সাধারণ ভূরাজনৈতিক প্রতিক্রিয়া, যেখানে অনেক হাইপ তৈরি হয়, কিন্তু বাস্তব ফলাফল হয় না? নাকি যুক্তরাষ্ট্র সত্যিই মধ্যপ্রাচ্যে যুদ্ধের কিনারায় এসে দাঁড়িয়েছে?’
এদিকে বাজারের অন্যান্য খাতে, বিশেষ করে এশিয়ার প্রাথমিক লেনদেনে শেয়ারের দাম ব্যাপক হারে পড়ে গেছে, যেখানে মার্কিন ফিউচারের বিক্রয় চাপ ছিল সবচেয়ে বেশি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বিনিয়োগকারীরা স্বর্ণ ও সুইস ফ্রাঁর মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন।
টোকিওতে এসএমবিসির প্রধান বৈদেশিক মুদ্রা কৌশলবিদ হিরোফুমি সুজুকি বলেন, বৈদেশিক মুদ্রার বাজারেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে উত্তেজনাপূর্ণ ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব। ঝুঁকিমুক্ত সম্পদের চাহিদা বাড়ার ফলে জাপানি ইয়েনের চাহিদাও বাড়তে পারে।
ইসরায়েল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর সেই আশঙ্কায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে ৯ শতাংশেরও বেশি, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ মূল্য ব্যারেলপ্রতি একলাফে ৬ ডলারের বেশি বেড়ে এখন ৭৫ ডলার ছাড়িয়েছে। কিছু সময়ের জন্য তা উঠে গিয়েছিল প্রায় ৭৯ ডলারে, যা গত জানুয়ারির পর সবচেয়ে বেশি। আমেরিকার অপর একধরনের অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৬ ডলারের বেশি বেড়ে এখন ৭৪ ডলারের ওপরে। এটিও জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
আজ তেলের দাম যতটা বেড়েছে, তা ২০২২ সালের পর এক দিনে সবচেয়ে বড় উল্লম্ফন। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অবস্থিত সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘প্রশ্ন হলো—এটা কি কেবল বাজারের পক্ষ থেকে একটি সাধারণ ভূরাজনৈতিক প্রতিক্রিয়া, যেখানে অনেক হাইপ তৈরি হয়, কিন্তু বাস্তব ফলাফল হয় না? নাকি যুক্তরাষ্ট্র সত্যিই মধ্যপ্রাচ্যে যুদ্ধের কিনারায় এসে দাঁড়িয়েছে?’
এদিকে বাজারের অন্যান্য খাতে, বিশেষ করে এশিয়ার প্রাথমিক লেনদেনে শেয়ারের দাম ব্যাপক হারে পড়ে গেছে, যেখানে মার্কিন ফিউচারের বিক্রয় চাপ ছিল সবচেয়ে বেশি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বিনিয়োগকারীরা স্বর্ণ ও সুইস ফ্রাঁর মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন।
টোকিওতে এসএমবিসির প্রধান বৈদেশিক মুদ্রা কৌশলবিদ হিরোফুমি সুজুকি বলেন, বৈদেশিক মুদ্রার বাজারেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে উত্তেজনাপূর্ণ ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব। ঝুঁকিমুক্ত সম্পদের চাহিদা বাড়ার ফলে জাপানি ইয়েনের চাহিদাও বাড়তে পারে।
দক্ষিণ কোরিয়ার দ্রুত বর্ধনশীল সৌন্দর্যচর্চা শিল্পের আন্তর্জাতিক নাম কে-বিউটি। একসময় জেন জি বা এশীয় আমেরিকান ইনফ্লুয়েন্সাররা এর প্রধান ভোক্তা ছিল। কিন্তু এটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে মূলধারায় প্রবেশ করেছে। গত বছর কোরিয়ান বিউটি পণ্যের বিক্রি ৫৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
১১ ঘণ্টা আগেআগামী ১ আগস্ট থেকে কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক কার্যকর করবে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা যদি কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেয় তাহলে শুল্কহার আরও বাড়ানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগেতিন দিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে। দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি-প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ এই আলোচনায় উভয় পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরেছে এবং বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।
১৩ ঘণ্টা আগেরাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও দেশের অর্থনৈতিক বাস্তবতা মাথায় রেখে ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরের লক্ষ্যমাত্রা আগের বছরের তুলনায় কিছুটা কম নির্ধারণ করা হয়েছিল। বছরের শেষে দেখা গেল, এই ছোট লক্ষ্য বন্দর কর্তৃপক্ষ অনায়াসেই ছাড়িয়ে গেছে, অর্জন করেছে কাঙ্ক্ষিত সাফল্য। তবে এখানেই তৈরি হয়েছে...
২১ ঘণ্টা আগে