আজকের পত্রিকা ডেস্ক

ইসরায়েল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর সেই আশঙ্কায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে ৯ শতাংশেরও বেশি, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ মূল্য ব্যারেলপ্রতি একলাফে ৬ ডলারের বেশি বেড়ে এখন ৭৫ ডলার ছাড়িয়েছে। কিছু সময়ের জন্য তা উঠে গিয়েছিল প্রায় ৭৯ ডলারে, যা গত জানুয়ারির পর সবচেয়ে বেশি। আমেরিকার অপর একধরনের অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৬ ডলারের বেশি বেড়ে এখন ৭৪ ডলারের ওপরে। এটিও জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
আজ তেলের দাম যতটা বেড়েছে, তা ২০২২ সালের পর এক দিনে সবচেয়ে বড় উল্লম্ফন। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অবস্থিত সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘প্রশ্ন হলো—এটা কি কেবল বাজারের পক্ষ থেকে একটি সাধারণ ভূরাজনৈতিক প্রতিক্রিয়া, যেখানে অনেক হাইপ তৈরি হয়, কিন্তু বাস্তব ফলাফল হয় না? নাকি যুক্তরাষ্ট্র সত্যিই মধ্যপ্রাচ্যে যুদ্ধের কিনারায় এসে দাঁড়িয়েছে?’
এদিকে বাজারের অন্যান্য খাতে, বিশেষ করে এশিয়ার প্রাথমিক লেনদেনে শেয়ারের দাম ব্যাপক হারে পড়ে গেছে, যেখানে মার্কিন ফিউচারের বিক্রয় চাপ ছিল সবচেয়ে বেশি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বিনিয়োগকারীরা স্বর্ণ ও সুইস ফ্রাঁর মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন।
টোকিওতে এসএমবিসির প্রধান বৈদেশিক মুদ্রা কৌশলবিদ হিরোফুমি সুজুকি বলেন, বৈদেশিক মুদ্রার বাজারেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে উত্তেজনাপূর্ণ ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব। ঝুঁকিমুক্ত সম্পদের চাহিদা বাড়ার ফলে জাপানি ইয়েনের চাহিদাও বাড়তে পারে।

ইসরায়েল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর সেই আশঙ্কায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে ৯ শতাংশেরও বেশি, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ মূল্য ব্যারেলপ্রতি একলাফে ৬ ডলারের বেশি বেড়ে এখন ৭৫ ডলার ছাড়িয়েছে। কিছু সময়ের জন্য তা উঠে গিয়েছিল প্রায় ৭৯ ডলারে, যা গত জানুয়ারির পর সবচেয়ে বেশি। আমেরিকার অপর একধরনের অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৬ ডলারের বেশি বেড়ে এখন ৭৪ ডলারের ওপরে। এটিও জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
আজ তেলের দাম যতটা বেড়েছে, তা ২০২২ সালের পর এক দিনে সবচেয়ে বড় উল্লম্ফন। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অবস্থিত সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘প্রশ্ন হলো—এটা কি কেবল বাজারের পক্ষ থেকে একটি সাধারণ ভূরাজনৈতিক প্রতিক্রিয়া, যেখানে অনেক হাইপ তৈরি হয়, কিন্তু বাস্তব ফলাফল হয় না? নাকি যুক্তরাষ্ট্র সত্যিই মধ্যপ্রাচ্যে যুদ্ধের কিনারায় এসে দাঁড়িয়েছে?’
এদিকে বাজারের অন্যান্য খাতে, বিশেষ করে এশিয়ার প্রাথমিক লেনদেনে শেয়ারের দাম ব্যাপক হারে পড়ে গেছে, যেখানে মার্কিন ফিউচারের বিক্রয় চাপ ছিল সবচেয়ে বেশি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বিনিয়োগকারীরা স্বর্ণ ও সুইস ফ্রাঁর মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন।
টোকিওতে এসএমবিসির প্রধান বৈদেশিক মুদ্রা কৌশলবিদ হিরোফুমি সুজুকি বলেন, বৈদেশিক মুদ্রার বাজারেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে উত্তেজনাপূর্ণ ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব। ঝুঁকিমুক্ত সম্পদের চাহিদা বাড়ার ফলে জাপানি ইয়েনের চাহিদাও বাড়তে পারে।

পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মো. মনির হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব রাসেল। তাঁরা আগামী দুই বছর সংগঠনের নেতৃত্ব দেবেন।
৩ ঘণ্টা আগে
কাস্টমস স্টেশনভিত্তিক শিপিং এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের জন্য আগের মতো এনবিআর থেকে পূর্বানুমোদন নিতে হবে না। ফলে আগের তুলনায় লাইসেন্সিং কর্তৃপক্ষ বর্তমানে আরও কম সময়ের মধ্যে শিপিং এজেন্ট লাইসেন্স প্রদান করতে পারবে।
৬ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদ।
৮ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই পাওয়া গেল দারুণ এক স্বস্তির খবর। সদ্য বিদায়ী বছরে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩২ দশমিক ৮২ বিলিয়ন ডলার; যা আগের বছরের (২০২৪ সাল) তুলনায় প্রায় ৬ বিলিয়ন ডলার বা ২২ দশমিক ১০ শতাংশ বেশি।
২১ ঘণ্টা আগে