এএফপি, লন্ডন

মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভোক্তা মূল্যসূচক প্রকাশের আগে আজ মঙ্গলবার বিশ্বের বেশির ভাগ শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ছিল এবং ডলারের মান কিছুটা হ্রাস পেয়েছে। একই সময়ে চীনের প্রত্যাশিত হারে অর্থনৈতিক প্রবৃদ্ধির তথ্য বাজারে আস্থা জোগায়।
লন্ডনের এফটিএসই ১০০ সূচক ইতিহাসে প্রথমবারের মতো ৯ হাজার পয়েন্টের ওপরে ওঠে। তেলের বাজারে দাম কিছুটা কমে গেলেও প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়াকে ৫০ দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধ বন্ধের আলটিমেটাম দিয়েছেন। তা না হলে রাশিয়ার বিরুদ্ধে নতুন ও ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন তিনি।
বাজার বিশ্লেষক সামার হাসন বলেন, বিনিয়োগকারীরা এখন সবচেয়ে বেশি নজর রাখছে বাণিজ্য আলোচনা এবং প্রকাশিত হতে যাওয়া মার্কিন মুদ্রাস্ফীতির তথ্যের দিকে।
একই সঙ্গে করপোরেট আয় প্রতিবেদন মৌসুম শুরুর ফলে বিনিয়োগকারীদের মধ্যে নতুন আগ্রহ দেখা যাচ্ছে।
মার্কিন বিনিয়োগ ব্যাংক জেপি মর্গান চেজ দ্বিতীয় প্রান্তিকে বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়ে মুনাফা অর্জন করেছে। ব্যাংকটির প্রধান নির্বাহী জেমি ডাইমন বলেন, মার্কিন অর্থনীতি এখনো সহনশীল। তবে এটি নানা ঝুঁকির মুখে রয়েছে; বিশেষ করে ট্রেড ও শুল্ক নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
ওয়াল স্ট্রিট খোলার আগে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেট বেড়েছে; কারণ, প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া আবার চীনে তাদের এইচ ২০ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ বিক্রি শুরু করতে যাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র চিপ রপ্তানিতে লাইসেন্স-সংক্রান্ত বিধিনিষেধ দিয়েছিল, যা এখন তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সোমবার নাসডাক সূচক আবারও নতুন উচ্চতায় পৌঁছে।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো থেকে আমদানি করা টাটকা টমেটোর ওপর অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ বলেছে, মেক্সিকো এই পণ্য খাতে অন্যায্য প্রতিযোগিতায় লিপ্ত।
এর আগে ট্রাম্প ঘোষণা দেন, তিনি মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করবেন, যদি আগামী ১ আগস্টের মধ্যে কোনো বাণিজ্য চুক্তি না হয়। গত সপ্তাহেও তিনি বিভিন্ন অংশীদার দেশের বিরুদ্ধে বেশ কিছু নতুন শুল্ক হুমকি দিয়েছেন।
তবে বাজার বিশ্লেষকদের মতে, এসব হুমকি মূলত আলোচনার চাপ তৈরি করার কৌশল, বাস্তবায়নের সম্ভাবনা কম; কারণ, অতীতেও এমন অনেক ঘোষণা পরে প্রত্যাহার করা হয়েছে।
বিটকয়েনের মূল্য কমে গেছে, যদিও সোমবার এটি ১ লাখ ২৩ হাজার ২০০ ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছিল। যুক্তরাষ্ট্রে সম্ভাব্য নিয়মনীতি সংস্কারের কারণে ক্রিপ্টো সম্পদের প্রতি আশাবাদ থেকেই এই ঊর্ধ্বগতি এসেছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভোক্তা মূল্যসূচক প্রকাশের আগে আজ মঙ্গলবার বিশ্বের বেশির ভাগ শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ছিল এবং ডলারের মান কিছুটা হ্রাস পেয়েছে। একই সময়ে চীনের প্রত্যাশিত হারে অর্থনৈতিক প্রবৃদ্ধির তথ্য বাজারে আস্থা জোগায়।
লন্ডনের এফটিএসই ১০০ সূচক ইতিহাসে প্রথমবারের মতো ৯ হাজার পয়েন্টের ওপরে ওঠে। তেলের বাজারে দাম কিছুটা কমে গেলেও প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়াকে ৫০ দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধ বন্ধের আলটিমেটাম দিয়েছেন। তা না হলে রাশিয়ার বিরুদ্ধে নতুন ও ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন তিনি।
বাজার বিশ্লেষক সামার হাসন বলেন, বিনিয়োগকারীরা এখন সবচেয়ে বেশি নজর রাখছে বাণিজ্য আলোচনা এবং প্রকাশিত হতে যাওয়া মার্কিন মুদ্রাস্ফীতির তথ্যের দিকে।
একই সঙ্গে করপোরেট আয় প্রতিবেদন মৌসুম শুরুর ফলে বিনিয়োগকারীদের মধ্যে নতুন আগ্রহ দেখা যাচ্ছে।
মার্কিন বিনিয়োগ ব্যাংক জেপি মর্গান চেজ দ্বিতীয় প্রান্তিকে বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়ে মুনাফা অর্জন করেছে। ব্যাংকটির প্রধান নির্বাহী জেমি ডাইমন বলেন, মার্কিন অর্থনীতি এখনো সহনশীল। তবে এটি নানা ঝুঁকির মুখে রয়েছে; বিশেষ করে ট্রেড ও শুল্ক নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
ওয়াল স্ট্রিট খোলার আগে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেট বেড়েছে; কারণ, প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া আবার চীনে তাদের এইচ ২০ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ বিক্রি শুরু করতে যাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র চিপ রপ্তানিতে লাইসেন্স-সংক্রান্ত বিধিনিষেধ দিয়েছিল, যা এখন তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সোমবার নাসডাক সূচক আবারও নতুন উচ্চতায় পৌঁছে।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো থেকে আমদানি করা টাটকা টমেটোর ওপর অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ বলেছে, মেক্সিকো এই পণ্য খাতে অন্যায্য প্রতিযোগিতায় লিপ্ত।
এর আগে ট্রাম্প ঘোষণা দেন, তিনি মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করবেন, যদি আগামী ১ আগস্টের মধ্যে কোনো বাণিজ্য চুক্তি না হয়। গত সপ্তাহেও তিনি বিভিন্ন অংশীদার দেশের বিরুদ্ধে বেশ কিছু নতুন শুল্ক হুমকি দিয়েছেন।
তবে বাজার বিশ্লেষকদের মতে, এসব হুমকি মূলত আলোচনার চাপ তৈরি করার কৌশল, বাস্তবায়নের সম্ভাবনা কম; কারণ, অতীতেও এমন অনেক ঘোষণা পরে প্রত্যাহার করা হয়েছে।
বিটকয়েনের মূল্য কমে গেছে, যদিও সোমবার এটি ১ লাখ ২৩ হাজার ২০০ ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছিল। যুক্তরাষ্ট্রে সম্ভাব্য নিয়মনীতি সংস্কারের কারণে ক্রিপ্টো সম্পদের প্রতি আশাবাদ থেকেই এই ঊর্ধ্বগতি এসেছিল।

১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ঘিরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে দেশের দুই শীর্ষ খাত—বস্ত্রকল ও রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের মালিকেরা। দেশীয় সুতাশিল্প সুরক্ষার যুক্তিতে বাণিজ্য মন্ত্রণালয় এ সুবিধা তুলে নেওয়ার পথে হাঁটলেও, তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা
৩ ঘণ্টা আগে
২০২৫-২৬ অর্থবছরের অর্ধেক সময় পেরিয়ে গেলেও সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কার্যত স্থবিরতা কাটেনি। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন সর্বনিম্ন পর্যায়ে নেমে এস
৩ ঘণ্টা আগে
পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হবে—সমালোচিত ও বড় বিনিয়োগকারী হিসেবে পরিচিত আবুল খায়ের হিরুর এমন বার্তার পরই দেশের পুঁজিবাজারে বড় উত্থান দেখা গেছে। গতকাল রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তুলনায় দরবৃদ্ধি হয়েছে প্রায় ৭ গুণ।
৩ ঘণ্টা আগে
বন্ড সুবিধার আড়ালে কেএলডি অ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধে শুল্ক-কর ফাঁকি ও রপ্তানি জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগ উঠে এসেছে কাস্টমসের এক তদন্তে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত তিন বছরে প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় আমদানি করা ১৭৯ টন কাপড় ও অ্যাকসেসরিজ উৎপাদনে ব্যবহার না করে ইসলামপুরসহ বিভিন্ন অনুমোদনহীন বাজারে
৩ ঘণ্টা আগে