আজকের পত্রিকা ডেস্ক

ভিয়েতনামের সঙ্গে নতুন একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। নতুন এই চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপিত হবে। আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
এপ্রিলে ট্রাম্পের ঘোষণা করা পাল্টাপাল্টি শুল্কনীতির আওতায় ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের ওপর ৪৬ শতাংশ শুল্ক ধার্য করেছিল যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহ থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে এসে দুপক্ষের আলোচনার মধ্য দিয়ে কমানো হলো শুল্কের হার। নতুন এই চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কোনো পণ্যের ওপর নতুন করে পাল্টা কোনো শুল্ক আরোপ করছে না ভিয়েতনাম। সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে খোদ প্রেসিডেন্ট ট্রাম্প।
শুল্ক মূলত আমদানি করা পণ্যের ওপর আরোপিত কর। এবং এই কর যে প্রতিষ্ঠান পণ্য ক্রয় করছে তারই পরিশোধ করতে হয়, যে বিক্রয় করছে তার নয়। সেই হিসাবে বিভিন্ন দেশের ওপর ট্রাম্প যে শুল্ক বসিয়েছেন তা পরিশোধ করতে হচ্ছে মার্কিন ব্যবসায়ীদেরই। যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মার্কিনিদের। কারণ, অতিরিক্ত শুল্ক পরিশোধে আমদানিকারকের যে খরচ হয়, তা তারা ভোক্তার কাছ থেকে উশুল করে নেয়।
ট্রেড ও ম্যানুফ্যাকচারিং বিষয়ক ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা পিটার নাভারো বলেছেন, যুক্তরাষ্ট্রে ভিয়েতনাম যে সব পণ্য রপ্তানি করে, তার এক-তৃতীয়াংশই আসলে চীনের তৈরি—শুধু ভিয়েতনাম হয়ে পাঠানো হয়। ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ভিয়েতনাম এমন কিছু করতে রাজি হয়েছে যা তারা আগে কখনো করেনি—তারা যুক্তরাষ্ট্রকে নিজেদের বাজারে সম্পূর্ণ প্রবেশাধিকার দেবে। অর্থাৎ, তারা নিজেদের বাজার আমাদের জন্য খুলে দেবে, ফলে আমরা শূন্য শুল্কে ভিয়েতনামে পণ্য বিক্রি করতে পারব।’
ভিয়েতনাম এখন নাইকি, অ্যাপল, গ্যাপ, লুলুলেমন-এর মতো বড় কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে। ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের ওপর শুল্ক বসানোর পর অনেক প্রতিষ্ঠান তাদের কারখানা চীন থেকে সরিয়ে ভিয়েতনামে এনেছিল।
চুক্তির খবর ছড়াতেই ভিয়েতনামে পণ্য তৈরি করে এমন কোম্পানিগুলোর শেয়ারদর বেড়ে যায়। তবে ২০ শতাংশ শুল্ক বজায় থাকবে—এমন খবরের পর আবার তা কমে যায়।
আরও খবর পড়ুন:

ভিয়েতনামের সঙ্গে নতুন একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। নতুন এই চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপিত হবে। আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
এপ্রিলে ট্রাম্পের ঘোষণা করা পাল্টাপাল্টি শুল্কনীতির আওতায় ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের ওপর ৪৬ শতাংশ শুল্ক ধার্য করেছিল যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহ থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে এসে দুপক্ষের আলোচনার মধ্য দিয়ে কমানো হলো শুল্কের হার। নতুন এই চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কোনো পণ্যের ওপর নতুন করে পাল্টা কোনো শুল্ক আরোপ করছে না ভিয়েতনাম। সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে খোদ প্রেসিডেন্ট ট্রাম্প।
শুল্ক মূলত আমদানি করা পণ্যের ওপর আরোপিত কর। এবং এই কর যে প্রতিষ্ঠান পণ্য ক্রয় করছে তারই পরিশোধ করতে হয়, যে বিক্রয় করছে তার নয়। সেই হিসাবে বিভিন্ন দেশের ওপর ট্রাম্প যে শুল্ক বসিয়েছেন তা পরিশোধ করতে হচ্ছে মার্কিন ব্যবসায়ীদেরই। যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মার্কিনিদের। কারণ, অতিরিক্ত শুল্ক পরিশোধে আমদানিকারকের যে খরচ হয়, তা তারা ভোক্তার কাছ থেকে উশুল করে নেয়।
ট্রেড ও ম্যানুফ্যাকচারিং বিষয়ক ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা পিটার নাভারো বলেছেন, যুক্তরাষ্ট্রে ভিয়েতনাম যে সব পণ্য রপ্তানি করে, তার এক-তৃতীয়াংশই আসলে চীনের তৈরি—শুধু ভিয়েতনাম হয়ে পাঠানো হয়। ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ভিয়েতনাম এমন কিছু করতে রাজি হয়েছে যা তারা আগে কখনো করেনি—তারা যুক্তরাষ্ট্রকে নিজেদের বাজারে সম্পূর্ণ প্রবেশাধিকার দেবে। অর্থাৎ, তারা নিজেদের বাজার আমাদের জন্য খুলে দেবে, ফলে আমরা শূন্য শুল্কে ভিয়েতনামে পণ্য বিক্রি করতে পারব।’
ভিয়েতনাম এখন নাইকি, অ্যাপল, গ্যাপ, লুলুলেমন-এর মতো বড় কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে। ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের ওপর শুল্ক বসানোর পর অনেক প্রতিষ্ঠান তাদের কারখানা চীন থেকে সরিয়ে ভিয়েতনামে এনেছিল।
চুক্তির খবর ছড়াতেই ভিয়েতনামে পণ্য তৈরি করে এমন কোম্পানিগুলোর শেয়ারদর বেড়ে যায়। তবে ২০ শতাংশ শুল্ক বজায় থাকবে—এমন খবরের পর আবার তা কমে যায়।
আরও খবর পড়ুন:

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
৫ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
৫ ঘণ্টা আগে