আজকের পত্রিকা ডেস্ক

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে প্রকাশ্যে সমালোচনা করায় দেশটির আইনপ্রণেতারা তাঁকে নিয়ে এই ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।
গত সপ্তাহে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভেনেজুয়েলায় মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে সরকারের সমালোচনা করেন ফলকার তুর্ক। তিনি বলেন, ভেনেজুয়েলায় নির্বিচারে আটক ও গুমের ঘটনা ঘটছে। এই সমালোচনার প্রতিক্রিয়ায় তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
গত মঙ্গলবার (১ জুলাই) ভেনেজুয়েলার সংসদে এ বিষয়ে ভোটাভুটি হয়। তাতে ফলকার তুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সমর্থন দেয় সংসদ।
ঘোষণার আগে এক মন্তব্যে সংসদের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ অন্যান্য অধিকার লঙ্ঘনের প্রতি তুর্ককে ‘চোখ বন্ধ’ রাখার অভিযোগ করেন।
চলতি বছরের মে মাসে মার্কিন সরকারের এক পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি প্রকাশ করেন তুর্ক। তাতে দৃষ্টান্ত হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভেনেজুয়েলার অভিবাসীদের এল সালভাদরের একটি আটক কেন্দ্রে নির্বাসনের বিষয়টি উল্লেখ করেন তিনি। ভেনেজুয়েলায় কথিত নির্যাতন সম্পর্কে তাঁর মন্তব্য এমন এক সময়ে আসে, যখন বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা ভেনেজুয়েলায় গত জুলাইয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পর রাজনৈতিক বিরোধীদের ওপর মাদুরো সরকারের দমন-পীড়নের নিন্দা জানায়। তুর্ককে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণার তাৎক্ষণিক প্রভাব পড়বে না। তবে পরবর্তী পদক্ষেপ হিসেবে ভেনেজুয়েলা সরকার অতীতের মতো জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের অফিস সরানোর পদক্ষেপ নিতে পারে।
আরও খবর পড়ুন:

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে প্রকাশ্যে সমালোচনা করায় দেশটির আইনপ্রণেতারা তাঁকে নিয়ে এই ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।
গত সপ্তাহে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভেনেজুয়েলায় মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে সরকারের সমালোচনা করেন ফলকার তুর্ক। তিনি বলেন, ভেনেজুয়েলায় নির্বিচারে আটক ও গুমের ঘটনা ঘটছে। এই সমালোচনার প্রতিক্রিয়ায় তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
গত মঙ্গলবার (১ জুলাই) ভেনেজুয়েলার সংসদে এ বিষয়ে ভোটাভুটি হয়। তাতে ফলকার তুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সমর্থন দেয় সংসদ।
ঘোষণার আগে এক মন্তব্যে সংসদের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ অন্যান্য অধিকার লঙ্ঘনের প্রতি তুর্ককে ‘চোখ বন্ধ’ রাখার অভিযোগ করেন।
চলতি বছরের মে মাসে মার্কিন সরকারের এক পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি প্রকাশ করেন তুর্ক। তাতে দৃষ্টান্ত হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভেনেজুয়েলার অভিবাসীদের এল সালভাদরের একটি আটক কেন্দ্রে নির্বাসনের বিষয়টি উল্লেখ করেন তিনি। ভেনেজুয়েলায় কথিত নির্যাতন সম্পর্কে তাঁর মন্তব্য এমন এক সময়ে আসে, যখন বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা ভেনেজুয়েলায় গত জুলাইয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পর রাজনৈতিক বিরোধীদের ওপর মাদুরো সরকারের দমন-পীড়নের নিন্দা জানায়। তুর্ককে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণার তাৎক্ষণিক প্রভাব পড়বে না। তবে পরবর্তী পদক্ষেপ হিসেবে ভেনেজুয়েলা সরকার অতীতের মতো জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের অফিস সরানোর পদক্ষেপ নিতে পারে।
আরও খবর পড়ুন:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ঘোষণা দিয়েছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চালানো যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রণীত পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া...
১ ঘণ্টা আগে
সশস্ত্র কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরাক থেকে সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশের চেষ্টা করেছে। রয়টার্সকে এমনটি জানিয়েছে সংশ্লিষ্ট তিনটি সূত্র। ইরানে সরকারবিরোধী বিক্ষোভের ওপর কয়েক দিনের কঠোর দমনপীড়নের পর সৃষ্ট অস্থিরতার সুযোগ নেওয়ার জন্য দেশটিতে বিদেশি শক্তিগুলোর সম্ভাব্য অস্থিরতা...
২ ঘণ্টা আগে
আর্কটিক মহাদেশের উত্তরের বৃহৎ দ্বীপগুলোর মধ্যে গ্রিনল্যান্ড শুধু ভৌগোলিক দিক থেকে নয়, কৌশলগত এবং জিওপলিটিক মাত্রায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অবস্থান, আঞ্চলিক নিরাপত্তাকাঠামোতে বাফার ভূমিকা, উত্তরের সমুদ্রপথে প্রভাব এবং সম্ভাব্য প্রাকৃতিক সম্পদ—সব মিলিয়ে এটি এখন আন্তর্জাতিক শক্তি...
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য শান্তিচুক্তির পথে রাশিয়া নয়, বরং ইউক্রেন বাধা হয়ে দাঁড়িয়েছে। তাঁর এই বক্তব্য ইউরোপীয় মিত্রদের অবস্থানের সম্পূর্ণ বিপরীত, যারা ক্রমাগত যুক্তি দিয়ে আসছে, ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোর আগ্রহ খুবই সামান্য।
২ ঘণ্টা আগে