নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বড় পতন হলেও একিদন পর সোমবার অনেকটা ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। তবে সোমবার পুঁজিবাজারে সূচক বৃদ্ধি এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমেছে ৪১১ কোটি টাকা।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, এর আগে সরকারের পক্ষ থেকে সোমবার থেকে বুধবার পর্যন্ত সীমিত লকডাউন এবং বৃহস্পতিবার থেকে দেশব্যাপী কঠোর লকডাউনের সরকারি ঘোষণার পর বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কের কারণে গত রোববার পুঁজিবাজারে বড় দরপতন হয়। ওই দিন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০০ পয়েন্ট কমে যায়।
এদিকে, রোববার সন্ধ্যার পর লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, বুধবার পর্যন্ত সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে রিকশা ও পণ্যবাহী যানবাহন চলাচল করবে। এ ছাড়া এ সময় ব্যাংকসহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।
অবশ্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা–বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে জানানো হয়েছে, ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারে লেনদেন চলবে। পাশাপাশি সংস্থাটির পক্ষ থেকে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসইর শরিয়াহ্ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৪ পয়েন্টে।
সোমবার ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩১ টির, দাম কমেছে ১০৮ টির এবং ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সোমবার ডিএসইতে ১ হাজার ৩২৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রোববার লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭৪০ কোটি ১৮ লাখ টাকা। এ হিসেবে লেনদেনের পরিমাণ ৪১১ কোটি ৬৯ লাখ টাকা কমেছে।
সোমবার টাকার অঙ্কে ডিএসইতে শীর্ষ লেনদেনকৃত প্রতিষ্ঠান হচ্ছে ডেলটা লাইফ। প্রতিষ্ঠানটির ১৩৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। প্রতিষ্ঠানটির ৪৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-মালেক স্পিনিং, ডাচ-বাংলা ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, রিং সাইন টেক্সটাইল, জিবিবি পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ড্রাগন সোয়েটার।
এছাড়া সোমবার ডিএসইতে ব্যাংক খাতের ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ২২ টির দাম বেড়েছে, আর কমেছে ৪ টির। আর ৫ টির দাম অপরিবর্তিত ছিল। পাশাপাশি ২৩টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ১৮ টির দাম বেড়েছে এবং ৩ টির দাম কমেছে। অপরিবর্তিত ছিল ২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সোমবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ৭৯ পয়েন্ট বেড়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৫৫ লাখ টাকা। সোমবার সিএসইতে লেনদেনকৃত ৩১১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬৯ টির, দাম কমেছে ১০৮ টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বড় পতন হলেও একিদন পর সোমবার অনেকটা ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। তবে সোমবার পুঁজিবাজারে সূচক বৃদ্ধি এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমেছে ৪১১ কোটি টাকা।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, এর আগে সরকারের পক্ষ থেকে সোমবার থেকে বুধবার পর্যন্ত সীমিত লকডাউন এবং বৃহস্পতিবার থেকে দেশব্যাপী কঠোর লকডাউনের সরকারি ঘোষণার পর বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কের কারণে গত রোববার পুঁজিবাজারে বড় দরপতন হয়। ওই দিন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০০ পয়েন্ট কমে যায়।
এদিকে, রোববার সন্ধ্যার পর লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, বুধবার পর্যন্ত সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে রিকশা ও পণ্যবাহী যানবাহন চলাচল করবে। এ ছাড়া এ সময় ব্যাংকসহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।
অবশ্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা–বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে জানানো হয়েছে, ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারে লেনদেন চলবে। পাশাপাশি সংস্থাটির পক্ষ থেকে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসইর শরিয়াহ্ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৪ পয়েন্টে।
সোমবার ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩১ টির, দাম কমেছে ১০৮ টির এবং ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সোমবার ডিএসইতে ১ হাজার ৩২৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রোববার লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭৪০ কোটি ১৮ লাখ টাকা। এ হিসেবে লেনদেনের পরিমাণ ৪১১ কোটি ৬৯ লাখ টাকা কমেছে।
সোমবার টাকার অঙ্কে ডিএসইতে শীর্ষ লেনদেনকৃত প্রতিষ্ঠান হচ্ছে ডেলটা লাইফ। প্রতিষ্ঠানটির ১৩৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। প্রতিষ্ঠানটির ৪৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-মালেক স্পিনিং, ডাচ-বাংলা ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, রিং সাইন টেক্সটাইল, জিবিবি পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ড্রাগন সোয়েটার।
এছাড়া সোমবার ডিএসইতে ব্যাংক খাতের ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ২২ টির দাম বেড়েছে, আর কমেছে ৪ টির। আর ৫ টির দাম অপরিবর্তিত ছিল। পাশাপাশি ২৩টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ১৮ টির দাম বেড়েছে এবং ৩ টির দাম কমেছে। অপরিবর্তিত ছিল ২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সোমবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ৭৯ পয়েন্ট বেড়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৫৫ লাখ টাকা। সোমবার সিএসইতে লেনদেনকৃত ৩১১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬৯ টির, দাম কমেছে ১০৮ টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
১১ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
১১ ঘণ্টা আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
১১ ঘণ্টা আগে
দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১১ ঘণ্টা আগে