নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের পুঁজিবাজারে কিছুটা চাঙাভাব ফিরেছে। আজ বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। আর ডিএসইতে প্রধান মূল্যসূচক সামান্য বাড়লেও কমেছে অন্য সূচকগুলো। পাশাপাশি আজ পুঁজিবাজারে লেনদেনকৃত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে। সব মিলিয়ে পুঁজিবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, আজ প্রধান পুঁজিবাজার ডিএসই এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান মূল্যসূচক বাড়লেও কমেছে অন্য সূচকগুলো। এর আগে গতকাল মঙ্গলবার পুঁজিবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছিল। ডিএসইর প্রধান মূল্যসূচক ১১৫ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২ হাজার ৬৮৩ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে আজ মোট ১ হাজার ৫০৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ১৫ কোটি ১৭ লাখ টাকা।
বুধবার ডিএসইতে লেনদেনকৃত ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৭৭টির, বেড়েছে ১৫২টির এবং ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল।
আজ ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় দশ প্রতিষ্ঠান হলো-আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, এনআরবিসি ব্যাংক, ফরচুন সুজ, জিনেক্স ইনফোসিস, ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং কাট্টালী টেক্সটাইল।
বুধবার দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৪২ পয়েন্টে দাড়িয়েছে। সিএসইতে আজ মোট ৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকা কম। আগের দিন মঙ্গলবার সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৬৫ কোটি ৯৩ লাখ টাকার। আজ সিএসইতে লেনদেনকৃত ২৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

দেশের পুঁজিবাজারে কিছুটা চাঙাভাব ফিরেছে। আজ বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। আর ডিএসইতে প্রধান মূল্যসূচক সামান্য বাড়লেও কমেছে অন্য সূচকগুলো। পাশাপাশি আজ পুঁজিবাজারে লেনদেনকৃত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে। সব মিলিয়ে পুঁজিবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, আজ প্রধান পুঁজিবাজার ডিএসই এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান মূল্যসূচক বাড়লেও কমেছে অন্য সূচকগুলো। এর আগে গতকাল মঙ্গলবার পুঁজিবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছিল। ডিএসইর প্রধান মূল্যসূচক ১১৫ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২ হাজার ৬৮৩ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে আজ মোট ১ হাজার ৫০৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ১৫ কোটি ১৭ লাখ টাকা।
বুধবার ডিএসইতে লেনদেনকৃত ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৭৭টির, বেড়েছে ১৫২টির এবং ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল।
আজ ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় দশ প্রতিষ্ঠান হলো-আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, এনআরবিসি ব্যাংক, ফরচুন সুজ, জিনেক্স ইনফোসিস, ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং কাট্টালী টেক্সটাইল।
বুধবার দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৪২ পয়েন্টে দাড়িয়েছে। সিএসইতে আজ মোট ৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকা কম। আগের দিন মঙ্গলবার সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৬৫ কোটি ৯৩ লাখ টাকার। আজ সিএসইতে লেনদেনকৃত ২৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
১০ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
১১ ঘণ্টা আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
১১ ঘণ্টা আগে
দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১১ ঘণ্টা আগে