নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের প্রভাবে আগের দিন বড় পতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এতে সূচক বেড়েছে ১০০ পয়েন্টের মতো।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭৭টি কোম্পানির শেয়ারের, বিপরীতে দর কমেছে ১০ টির। পাশাপাশি ৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে আগের দরে।
এর প্রভাবে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৯ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ২৬.২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭.০৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২০ পয়েন্টে দাঁড়িয়েছে।
তবে বৃহস্পতিবার ডিএসইতে শেয়ারের সূচক বাড়লেও লেনদেন কমেছে। দিনভর মোট ৩৬৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যা বুধাবর ছিল ৫১৬ কোটি ৪৬ লাখ টাকা।
এদিকে ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬০.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩৬৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১১৩.৬৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭০৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ৭.৩৬ পয়েন্ট বেড়ে ৮৮৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১০৩.০৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৭২ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৯টি কোম্পানির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত আছে ১৫টির।
সিএসইতে ২১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের প্রভাবে আগের দিন বড় পতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এতে সূচক বেড়েছে ১০০ পয়েন্টের মতো।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭৭টি কোম্পানির শেয়ারের, বিপরীতে দর কমেছে ১০ টির। পাশাপাশি ৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে আগের দরে।
এর প্রভাবে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৯ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ২৬.২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭.০৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২০ পয়েন্টে দাঁড়িয়েছে।
তবে বৃহস্পতিবার ডিএসইতে শেয়ারের সূচক বাড়লেও লেনদেন কমেছে। দিনভর মোট ৩৬৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যা বুধাবর ছিল ৫১৬ কোটি ৪৬ লাখ টাকা।
এদিকে ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬০.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩৬৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১১৩.৬৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭০৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ৭.৩৬ পয়েন্ট বেড়ে ৮৮৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১০৩.০৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৭২ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৯টি কোম্পানির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত আছে ১৫টির।
সিএসইতে ২১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার দেশের সব পোশাক কারখানা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে পোশাকমালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আজ মঙ্গলবার পোশাকমালিকদের কাছে পাঠানো এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়। একই সঙ্গে জানাজার আগপর্যন্ত দেশের বিপণ
১ দিন আগে
জ্বালানি তেল প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের উপপরিচালক (মানি লন্ডারিং) মো. জাহাঙ্গীর আলম মামলাটি করেন।
২ দিন আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ।
২ দিন আগে
শীতের রাত পেরিয়ে ভোরের আলো ফোটার আগেই যশোরের গ্রামাঞ্চলে শুরু হয় ব্যস্ততা। খেজুরগাছের নিচে হাজির হন গাছিরা। আগের বিকেলে কাটা গাছের ‘চোখ’ বেয়ে সারা রাত মাটির হাঁড়িতে জমেছে সুমিষ্ট খেজুর রস।
৩ দিন আগে