বিজ্ঞপ্তি
রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালে দুই দিনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। গত ২০ ও ২১ জুন তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ফুটস্টেপস বাংলাদেশের সঙ্গে যৌথভাবে এই কার্যক্রমে অংশ নেয় আইডিএলসি ফাইন্যান্স।
আইডিএলসি এক বিজ্ঞপ্তিতে জানায়, অতীতে নিকটবর্তী অঞ্চলের যথাযথ পানি নিষ্কাশন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিনের আবর্জনা জমে রামচন্দ্রপুর খালে প্রায় পাঁচ ফুট পুরু একটি স্তর তৈরি হয়। এই ময়লা-আবর্জনার স্তূপ আশপাশের এলাকায় এটি পরিবেশগত ঝুঁকি তৈরি করে, বিশেষত পার্শ্ববর্তী আদাবর ১০ নম্বর রোডের স্কুলগামী শিশুদের স্বাস্থ্যের ওপর এটি বিরূপ প্রভাব ফেলে।
প্রতিষ্ঠানের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে গৃহীত এই উদ্যোগের আওতায় অতিরিক্ত ময়লা জমার ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ প্রায় বন্ধ গিয়েছিল এমন ৮০০ মিটার অংশ পরিষ্কার করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে বদ্ধ খালের পানিপ্রবাহ স্বাভাবিক করতে এবং আশপাশের এলাকার পরিবেশ উন্নয়নে অর্থায়ন করে আইডিএলসি। ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবক এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অভিযানের স্থান পরিদর্শন করে এই উদ্যোগের প্রশংসা করেন।
আইডিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন—গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মাসুদ করিম মজুমদার, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব বিজনেস সৈয়দ জাভেদ নূর এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ রিস্ক অফিসার আসিফ সাদ বিন শামস।
এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং ফুটস্টেপস বাংলাদেশের কো-ফাউন্ডার ও প্রেসিডেন্ট শাহ রাফায়েত চৌধুরী আয়োজনে উপস্থিত ছিলেন।
স্থানীয় জনগণকে দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করার জন্য অভিযান পরিচালনার আগে প্রয়োজনীয় ব্রিফিং প্রদান করে ফুটস্টেপস বাংলাদেশ।
স্বেচ্ছাসেবীদের জন্য আয়োজিত বিশেষ নলেজ-শেয়ারিং সেশনে গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনা দেন এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিত্ব শিল্পী ও সমাজকর্মী মোরশেদ মিশু, ফুটস্টেপস বাংলাদেশের কো-ফাউন্ডার ও প্রেসিডেন্ট শাহ রাফায়েত চৌধুরী এবং রেডঅরেঞ্জ কমিউনিকেশনের অপারেশনস ম্যানেজার মাহফুজুল হাসিব অনি।
ভবিষ্যতে এ ধরনের দূষণ ঠেকাতে এই উদ্যোগের আওতায় খালের পাশে ডাস্টবিন ও সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন, এবং সুরক্ষা বেষ্টনী তৈরির মতো কিছু অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালে দুই দিনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। গত ২০ ও ২১ জুন তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ফুটস্টেপস বাংলাদেশের সঙ্গে যৌথভাবে এই কার্যক্রমে অংশ নেয় আইডিএলসি ফাইন্যান্স।
আইডিএলসি এক বিজ্ঞপ্তিতে জানায়, অতীতে নিকটবর্তী অঞ্চলের যথাযথ পানি নিষ্কাশন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিনের আবর্জনা জমে রামচন্দ্রপুর খালে প্রায় পাঁচ ফুট পুরু একটি স্তর তৈরি হয়। এই ময়লা-আবর্জনার স্তূপ আশপাশের এলাকায় এটি পরিবেশগত ঝুঁকি তৈরি করে, বিশেষত পার্শ্ববর্তী আদাবর ১০ নম্বর রোডের স্কুলগামী শিশুদের স্বাস্থ্যের ওপর এটি বিরূপ প্রভাব ফেলে।
প্রতিষ্ঠানের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে গৃহীত এই উদ্যোগের আওতায় অতিরিক্ত ময়লা জমার ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ প্রায় বন্ধ গিয়েছিল এমন ৮০০ মিটার অংশ পরিষ্কার করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে বদ্ধ খালের পানিপ্রবাহ স্বাভাবিক করতে এবং আশপাশের এলাকার পরিবেশ উন্নয়নে অর্থায়ন করে আইডিএলসি। ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবক এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অভিযানের স্থান পরিদর্শন করে এই উদ্যোগের প্রশংসা করেন।
আইডিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন—গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মাসুদ করিম মজুমদার, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব বিজনেস সৈয়দ জাভেদ নূর এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ রিস্ক অফিসার আসিফ সাদ বিন শামস।
এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং ফুটস্টেপস বাংলাদেশের কো-ফাউন্ডার ও প্রেসিডেন্ট শাহ রাফায়েত চৌধুরী আয়োজনে উপস্থিত ছিলেন।
স্থানীয় জনগণকে দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করার জন্য অভিযান পরিচালনার আগে প্রয়োজনীয় ব্রিফিং প্রদান করে ফুটস্টেপস বাংলাদেশ।
স্বেচ্ছাসেবীদের জন্য আয়োজিত বিশেষ নলেজ-শেয়ারিং সেশনে গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনা দেন এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিত্ব শিল্পী ও সমাজকর্মী মোরশেদ মিশু, ফুটস্টেপস বাংলাদেশের কো-ফাউন্ডার ও প্রেসিডেন্ট শাহ রাফায়েত চৌধুরী এবং রেডঅরেঞ্জ কমিউনিকেশনের অপারেশনস ম্যানেজার মাহফুজুল হাসিব অনি।
ভবিষ্যতে এ ধরনের দূষণ ঠেকাতে এই উদ্যোগের আওতায় খালের পাশে ডাস্টবিন ও সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন, এবং সুরক্ষা বেষ্টনী তৈরির মতো কিছু অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার দ্রুত বর্ধনশীল সৌন্দর্যচর্চা শিল্পের আন্তর্জাতিক নাম কে-বিউটি। একসময় জেন জি বা এশীয় আমেরিকান ইনফ্লুয়েন্সাররা এর প্রধান ভোক্তা ছিল। কিন্তু এটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে মূলধারায় প্রবেশ করেছে। গত বছর কোরিয়ান বিউটি পণ্যের বিক্রি ৫৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
১১ ঘণ্টা আগেআগামী ১ আগস্ট থেকে কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক কার্যকর করবে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা যদি কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেয় তাহলে শুল্কহার আরও বাড়ানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগেতিন দিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে। দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি-প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ এই আলোচনায় উভয় পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরেছে এবং বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।
১৩ ঘণ্টা আগেরাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও দেশের অর্থনৈতিক বাস্তবতা মাথায় রেখে ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরের লক্ষ্যমাত্রা আগের বছরের তুলনায় কিছুটা কম নির্ধারণ করা হয়েছিল। বছরের শেষে দেখা গেল, এই ছোট লক্ষ্য বন্দর কর্তৃপক্ষ অনায়াসেই ছাড়িয়ে গেছে, অর্জন করেছে কাঙ্ক্ষিত সাফল্য। তবে এখানেই তৈরি হয়েছে...
২১ ঘণ্টা আগে