
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন মো. নাজমুস সায়াদাত। তিনি এই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে তাঁর রয়েছে ২৭ বছরের দীর্ঘ অভিজ্ঞতা।
প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৯৫ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে যোগদানের মাধ্যমে নাজমুস সায়াদাত ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। সেখানে লোকাল অফিস ও বৈদেশিক বিনিময় শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এ ছাড়া নাজমুস সায়াদাত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দিলকুশা শাখা ও মতিঝিল শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ের মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশন ও করপোরেট ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
২০১৪ সালে নাজমুস সায়াদাত সোশ্যাল ইসলামী ব্যাংকে যোগদান করেন এবং তাঁর মেধা ও প্রজ্ঞা কাজে লাগিয়ে ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন ও প্রিন্সিপাল শাখার প্রধান হিসেবে সুনিপুণভাবে শাখা ও বিভাগ পরিচালনা করেন।
২০১৭ সালে সোশ্যাল ইসলামী ব্যাংক এস আলমের দখলে চলে যাওয়ার পর ব্যাংকের বিভিন্ন অনিয়ম তাঁর দৃষ্টিগোচর হওয়ায় ২০২০ সালে নাজমুস সায়াদাত এই ব্যাংক থেকে পদত্যাগ করেন। গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক এস আলমমুক্ত হয় এবং বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ পুনর্গঠন করলে তিনি আবারও এই ব্যাংকে এসইভিপি এবং এমডিএস ও ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান হিসেবে যোগদান করেন। গত অক্টোবরে তিনি উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান। তাঁর দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ তাঁকে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেন।

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন মো. নাজমুস সায়াদাত। তিনি এই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে তাঁর রয়েছে ২৭ বছরের দীর্ঘ অভিজ্ঞতা।
প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৯৫ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে যোগদানের মাধ্যমে নাজমুস সায়াদাত ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। সেখানে লোকাল অফিস ও বৈদেশিক বিনিময় শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এ ছাড়া নাজমুস সায়াদাত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দিলকুশা শাখা ও মতিঝিল শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ের মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশন ও করপোরেট ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
২০১৪ সালে নাজমুস সায়াদাত সোশ্যাল ইসলামী ব্যাংকে যোগদান করেন এবং তাঁর মেধা ও প্রজ্ঞা কাজে লাগিয়ে ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন ও প্রিন্সিপাল শাখার প্রধান হিসেবে সুনিপুণভাবে শাখা ও বিভাগ পরিচালনা করেন।
২০১৭ সালে সোশ্যাল ইসলামী ব্যাংক এস আলমের দখলে চলে যাওয়ার পর ব্যাংকের বিভিন্ন অনিয়ম তাঁর দৃষ্টিগোচর হওয়ায় ২০২০ সালে নাজমুস সায়াদাত এই ব্যাংক থেকে পদত্যাগ করেন। গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক এস আলমমুক্ত হয় এবং বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ পুনর্গঠন করলে তিনি আবারও এই ব্যাংকে এসইভিপি এবং এমডিএস ও ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান হিসেবে যোগদান করেন। গত অক্টোবরে তিনি উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান। তাঁর দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ তাঁকে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেন।

ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, নতুন নিয়মে উৎপাদন প্রক্রিয়ার শর্ত অনেক শিথিল করা হয়েছে। আগে নিয়ম ছিল, পোশাক তৈরির অন্তত দুটি বড় ধাপ বা প্রক্রিয়া অবশ্যই শ্রীলঙ্কার ভেতরে সম্পন্ন হতে হবে। এখন সেই বাধ্যবাধকতা আর থাকছে না।
১৫ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার ওপর ভারতের জ্বালানি তেলের ক্রমবর্ধমান নির্ভরতা কমিয়ে আনতে বড় ধরনের কৌশলগত চাল দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এখন সেই তেল ভারতের কাছে বিক্রির প্রস্তাব দিতে চলেছে যুক্তরাষ্ট্র।
১৯ ঘণ্টা আগে
বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তা যখন ক্রমেই বড় উদ্বেগ আর কৌশলগত ইস্যুতে পরিণত হচ্ছে, তখন কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যের মানসম্মত উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি—উভয় ক্ষেত্রেই দেশের সামনে এক বিরল সুযোগ তৈরি হয়েছে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, বৈশ্বিক কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানির বাজারের আকার ৪ ট্রিলিয়ন...
১ দিন আগে
‘সরবরাহ সংকটের’ কারণে এমনিতেই নৈরাজ্য চলছিল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বাজারে। এর মধ্যে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির ডাকা ধর্মঘটের কারণে গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চরম সংকট দেখা দেয়। এ সুযোগে মজুত করা সিলিন্ডার ইচ্ছামতো দামে বিক্রি করেন কিছু খুচরা ও পাইকারি...
১ দিন আগে