
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ডিজিটাল আর্থিক সেবা গ্রহণের নতুন দুয়ার উন্মোচন করতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও লংকাবাংলা ফাইন্যান্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে চুক্তিটি সম্পন্ন হয়।
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা শাহরিয়ার এবং ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় শহর ও প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকেরা এখন থেকে ‘নগদ’-এর মাধ্যমে লংকাবাংলার ডিপিএস সুবিধা, ক্রেডিট কার্ড ও ঋণের জন্য আবেদন করতে পারবেন। দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্ত করাই চুক্তিটির মূল লক্ষ্য।
এ বিষয়ে ‘নগদ’ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ বলেন, ‘নগদই একমাত্র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, যেটি শহর-গ্রামনির্বিশেষে সব গ্রাহকের জীবনকে সহজ করার জন্য সব ধরনের আর্থিক সেবা তৈরি করে যাচ্ছে। আমরা শিগগিরই উন্নত দেশ হতে চলেছি। ফলে দেশের যেকোনো স্থানে বসেই সব আর্থিক সেবাগ্রহণের প্রয়োজনীয়তাও বাড়ছে। এই চুক্তি মানুষের ডিজিটাল আর্থিক সেবাগ্রহণকে ব্যাপকভাবে উৎসাহিত করবে এবং তৃণমূল পর্যায়ের মানুষকে আর্থিক অন্তর্ভুক্তিতে নিয়ে আসবে।’
চুক্তির বিষয়ে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা শাহরিয়ার বলেন, ‘লংকাবাংলা সব সময়ই আর্থিক উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করে এবং আমরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী আর্থিক সেবা সরবরাহ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ডিজিটাল ব্যাংকিং দেশের আর্থিক খাত পরিবর্তন করছে। চতুর্থ শিল্পবিপ্লব এবং ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের সঙ্গে সংগতি রেখে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশে আমাদের উপস্থিতি প্রসারিত করে আরও দ্রুত গ্রাহকসেবা নিশ্চিত করতে আমরা ডিজিটাল ট্রান্সফরমেশন ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করেছি। আমরা বিশ্বাস করি এই নতুন অংশীদারত্ব শহর ও প্রত্যন্ত অঞ্চলে নারী উদ্যোক্তা ও প্রান্তিক মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ‘নগদ’-এর সহায়তায় আমরা বাংলাদেশের সব অঞ্চলের সাড়ে ৬ কোটি ‘নগদ’ গ্রাহকের কাছে পৌঁছাতে পারব।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘নগদ’-এর চিফ সেলস অফিসার মো. শিহাব উদ্দিন চৌধুরী, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু, হেড অব ইনস্যুরেন্স ও এনবিএফআই মো. বায়েজিদ এবং লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব অপারেশন এ কে এম কামরুজ্জামান, হেড অব রিটেইল বিজনেস খুরশেদ আলম, হেড অব এসএমই মো. কামরুজ্জামান খান ও হেড অব আইসিটি শেইখ মোহাম্মদ ফুয়াদ।

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ডিজিটাল আর্থিক সেবা গ্রহণের নতুন দুয়ার উন্মোচন করতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও লংকাবাংলা ফাইন্যান্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে চুক্তিটি সম্পন্ন হয়।
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা শাহরিয়ার এবং ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় শহর ও প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকেরা এখন থেকে ‘নগদ’-এর মাধ্যমে লংকাবাংলার ডিপিএস সুবিধা, ক্রেডিট কার্ড ও ঋণের জন্য আবেদন করতে পারবেন। দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্ত করাই চুক্তিটির মূল লক্ষ্য।
এ বিষয়ে ‘নগদ’ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ বলেন, ‘নগদই একমাত্র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, যেটি শহর-গ্রামনির্বিশেষে সব গ্রাহকের জীবনকে সহজ করার জন্য সব ধরনের আর্থিক সেবা তৈরি করে যাচ্ছে। আমরা শিগগিরই উন্নত দেশ হতে চলেছি। ফলে দেশের যেকোনো স্থানে বসেই সব আর্থিক সেবাগ্রহণের প্রয়োজনীয়তাও বাড়ছে। এই চুক্তি মানুষের ডিজিটাল আর্থিক সেবাগ্রহণকে ব্যাপকভাবে উৎসাহিত করবে এবং তৃণমূল পর্যায়ের মানুষকে আর্থিক অন্তর্ভুক্তিতে নিয়ে আসবে।’
চুক্তির বিষয়ে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা শাহরিয়ার বলেন, ‘লংকাবাংলা সব সময়ই আর্থিক উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করে এবং আমরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী আর্থিক সেবা সরবরাহ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ডিজিটাল ব্যাংকিং দেশের আর্থিক খাত পরিবর্তন করছে। চতুর্থ শিল্পবিপ্লব এবং ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের সঙ্গে সংগতি রেখে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশে আমাদের উপস্থিতি প্রসারিত করে আরও দ্রুত গ্রাহকসেবা নিশ্চিত করতে আমরা ডিজিটাল ট্রান্সফরমেশন ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করেছি। আমরা বিশ্বাস করি এই নতুন অংশীদারত্ব শহর ও প্রত্যন্ত অঞ্চলে নারী উদ্যোক্তা ও প্রান্তিক মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ‘নগদ’-এর সহায়তায় আমরা বাংলাদেশের সব অঞ্চলের সাড়ে ৬ কোটি ‘নগদ’ গ্রাহকের কাছে পৌঁছাতে পারব।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘নগদ’-এর চিফ সেলস অফিসার মো. শিহাব উদ্দিন চৌধুরী, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু, হেড অব ইনস্যুরেন্স ও এনবিএফআই মো. বায়েজিদ এবং লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব অপারেশন এ কে এম কামরুজ্জামান, হেড অব রিটেইল বিজনেস খুরশেদ আলম, হেড অব এসএমই মো. কামরুজ্জামান খান ও হেড অব আইসিটি শেইখ মোহাম্মদ ফুয়াদ।

এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
৯ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
৯ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
১২ ঘণ্টা আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
১৩ ঘণ্টা আগে