নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থবছরের শুরুতেই রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে হিমশিম খাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথম তিন মাসেই (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৮ হাজার ১৯৫ কোটি টাকা। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, সবচেয়ে বেশি রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে আয়কর খাতে। এই খাতে ঘাটতির পরিমাণ ৩ হাজার ৫২৭ কোটি টাকা। পণ্যের মূল্যবৃদ্ধির পরও ভ্যাটে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৫৪ কোটি টাকা।
সূত্র জানায়, চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। আর সেই হিসাবে অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ হাজার ৯৪৬ কোটি টাকা। এ সময়ে এনবিআরের আয়কর, ভ্যাট ও কাস্টমস—সব মিলিয়ে আদায় করেছে ৭৬ হাজার ৭৫১ কোটি টাকা। অর্থাৎ অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৮ হাজার ১৯৫ কোটি টাকা।
রাজস্ব আদায়ে ঘাটতি থাকলেও গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৩৪ শতাংশ। এ ক্ষেত্রে শুধু ভ্যাটের প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক শূন্য ৭ শতাংশ। মূলত ভ্যাটের ওপর ভরসা করে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে মনে করেন এনবিআর কর্মকর্তারা। তাঁরা বলছেন, দেশে রেকর্ড মূল্যস্ফীতি বিরাজ করছে। আর মূল্যস্ফীতির কারণে বিভিন্ন পণ্যের দাম দ্বিগুণ থেকে ক্ষেত্রবিশেষে কয়েক গুণ বেড়ে গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভ্যাট আদায়ে। ফলে গত কয়েক বছরের তুলনায় ভ্যাট আদায় রেকর্ড হারে বেড়েছে।

অর্থবছরের শুরুতেই রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে হিমশিম খাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথম তিন মাসেই (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৮ হাজার ১৯৫ কোটি টাকা। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, সবচেয়ে বেশি রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে আয়কর খাতে। এই খাতে ঘাটতির পরিমাণ ৩ হাজার ৫২৭ কোটি টাকা। পণ্যের মূল্যবৃদ্ধির পরও ভ্যাটে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৫৪ কোটি টাকা।
সূত্র জানায়, চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। আর সেই হিসাবে অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ হাজার ৯৪৬ কোটি টাকা। এ সময়ে এনবিআরের আয়কর, ভ্যাট ও কাস্টমস—সব মিলিয়ে আদায় করেছে ৭৬ হাজার ৭৫১ কোটি টাকা। অর্থাৎ অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৮ হাজার ১৯৫ কোটি টাকা।
রাজস্ব আদায়ে ঘাটতি থাকলেও গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৩৪ শতাংশ। এ ক্ষেত্রে শুধু ভ্যাটের প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক শূন্য ৭ শতাংশ। মূলত ভ্যাটের ওপর ভরসা করে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে মনে করেন এনবিআর কর্মকর্তারা। তাঁরা বলছেন, দেশে রেকর্ড মূল্যস্ফীতি বিরাজ করছে। আর মূল্যস্ফীতির কারণে বিভিন্ন পণ্যের দাম দ্বিগুণ থেকে ক্ষেত্রবিশেষে কয়েক গুণ বেড়ে গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভ্যাট আদায়ে। ফলে গত কয়েক বছরের তুলনায় ভ্যাট আদায় রেকর্ড হারে বেড়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল ও আমদানি বন্ধের প্রতিশ্রুতি চেয়েছে ক্যাব যুব সংসদ।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে বিনিয়োগ, প্রযুক্তি ও অংশীদারিত্বে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।
৯ ঘণ্টা আগে
কাস্টমস শুল্ক হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ ধার্য্য করে আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
১ দিন আগে