নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে ঢাকা মহানগর নাট্য পর্ষদ। আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি এমনটি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ কিঞ্চিৎ বাড়ানো হয়েছে যা সামগ্রিক অর্থে প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলেই মনে করি। সংস্কৃতি একটি রাষ্ট্র ও জাতির এমন অপরিহার্য অঙ্গ, যার নিরন্তর চর্চা ও বিকাশ একটি জাতির যেমন মানবিক মূল্যবোধ গঠনে বিশেষ ভূমিকা রাখে তেমনি স্বকীয় আত্মপরিচয় ও মর্যাদাকে তুলে ধরে বিশ্বময়। কিন্তু আমরা লক্ষ্য করছি, এই গুরুত্বপূর্ণ খাতটি সব সময় অবহেলিত।
বাংলাদেশে বিভিন্ন শিল্প মাধ্যমের সঙ্গে যুক্ত সাংস্কৃতিক কর্মীরা উল্লেখযোগ্য কোন রকম আর্থিক প্রণোদনা ছাড়াই অতি সীমিত সুবিধাদি নিয়ে বছরের পর বছর এদেশের সাংস্কৃতিক কাঠামো বিনির্মানে ভূমিকা রেখে চলেছেন। সাংস্কৃতিক কর্মীদের এই অক্লান্ত পরিশ্রমের ফলে শুরু হয়েছে সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক শিল্প চর্চা। এ ক্ষেত্রে থিয়েটার সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি সংগঠনগুলোর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এতো কিছুর পরও আমরা লক্ষ্য করছি, বর্তমান সময়ে আমাদের সাংস্কৃতিক কর্মকান্ডে এক ধরণের স্থবিরতা বিরাজ করছে। কোন এক কুচক্রি মহল আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত।
ঢাকা মহানগর নাট্য পর্ষদের পক্ষ থেকে আমরা মনে করি, সংস্কৃতি চর্চার এই স্থবিরতা থেকে উত্তরণের জন্যে ১ শতাংশ বাজেট যথেষ্ট নয়। আমরা সরকারকে আহবান জানাচ্ছি, সাংস্কৃতিক কর্মীদের সাথে আলোচনা সাপেক্ষে একটি ভবিষ্যত কর্ম-পরিকল্পনা প্রনয়ন করুন এবং স্বচ্ছতা ও জবাবদিহীতার আলোকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করুন, যাতে সারা দেশে নবনির্মিত শিল্পকলা একাডেমির ভবনগুলো শিল্প চর্চার প্রাণকেন্দ্র হয়ে ওঠে।

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে ঢাকা মহানগর নাট্য পর্ষদ। আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি এমনটি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ কিঞ্চিৎ বাড়ানো হয়েছে যা সামগ্রিক অর্থে প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলেই মনে করি। সংস্কৃতি একটি রাষ্ট্র ও জাতির এমন অপরিহার্য অঙ্গ, যার নিরন্তর চর্চা ও বিকাশ একটি জাতির যেমন মানবিক মূল্যবোধ গঠনে বিশেষ ভূমিকা রাখে তেমনি স্বকীয় আত্মপরিচয় ও মর্যাদাকে তুলে ধরে বিশ্বময়। কিন্তু আমরা লক্ষ্য করছি, এই গুরুত্বপূর্ণ খাতটি সব সময় অবহেলিত।
বাংলাদেশে বিভিন্ন শিল্প মাধ্যমের সঙ্গে যুক্ত সাংস্কৃতিক কর্মীরা উল্লেখযোগ্য কোন রকম আর্থিক প্রণোদনা ছাড়াই অতি সীমিত সুবিধাদি নিয়ে বছরের পর বছর এদেশের সাংস্কৃতিক কাঠামো বিনির্মানে ভূমিকা রেখে চলেছেন। সাংস্কৃতিক কর্মীদের এই অক্লান্ত পরিশ্রমের ফলে শুরু হয়েছে সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক শিল্প চর্চা। এ ক্ষেত্রে থিয়েটার সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি সংগঠনগুলোর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এতো কিছুর পরও আমরা লক্ষ্য করছি, বর্তমান সময়ে আমাদের সাংস্কৃতিক কর্মকান্ডে এক ধরণের স্থবিরতা বিরাজ করছে। কোন এক কুচক্রি মহল আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত।
ঢাকা মহানগর নাট্য পর্ষদের পক্ষ থেকে আমরা মনে করি, সংস্কৃতি চর্চার এই স্থবিরতা থেকে উত্তরণের জন্যে ১ শতাংশ বাজেট যথেষ্ট নয়। আমরা সরকারকে আহবান জানাচ্ছি, সাংস্কৃতিক কর্মীদের সাথে আলোচনা সাপেক্ষে একটি ভবিষ্যত কর্ম-পরিকল্পনা প্রনয়ন করুন এবং স্বচ্ছতা ও জবাবদিহীতার আলোকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করুন, যাতে সারা দেশে নবনির্মিত শিল্পকলা একাডেমির ভবনগুলো শিল্প চর্চার প্রাণকেন্দ্র হয়ে ওঠে।

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
২ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
২ ঘণ্টা আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
২ ঘণ্টা আগে
সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারপত্র ও ব্যানার টাঙানোর কাজ শুরু করেছে ব্যাংকগুলো। তবে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতের অর্থ হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য বেসরকারি সংস্থাকে (এনজিও) দিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান...
৫ ঘণ্টা আগে