অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ছে। দেশের বাজারে এবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা বাড়ল। ফলে ভালো মানের অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩৫ হাজার টাকা ছাড়িয়ে গেছে। দেশের ইতিহাসে এটিই সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে সোনার নতুন দাম নির্ধারণের কথা জানায়। নতুন দর বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে বলে বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে সর্বশেষ গত রোববার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
অবশ্য রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। হলমার্ক করা ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি দাম ২ হাজার ১০০ টাকাই থাকছে।
জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি বুধবার থেকে বেড়ে হবে ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা। একইভাবে হলমার্ক করা ২১ ক্যারেট ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৯১ হাজার ৩৮ টাকা হচ্ছে।
মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি ছিল ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ২৬ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮ হাজার ৮৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ৮৯ হাজার ২১৮ টাকা। তার মানে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটে ২ হাজার ৬১৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৫০৭ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ১৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় বাড়ছে ১ হাজার ৮২০ টাকা।
এদিকে বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স (৩১ দশমিক ১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। সোনার মূল্যবৃদ্ধির মূল কারণ যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো এবং লেবাননের ইসরায়েলি হামলার জেরে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ছে। দেশের বাজারে এবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা বাড়ল। ফলে ভালো মানের অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩৫ হাজার টাকা ছাড়িয়ে গেছে। দেশের ইতিহাসে এটিই সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে সোনার নতুন দাম নির্ধারণের কথা জানায়। নতুন দর বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে বলে বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে সর্বশেষ গত রোববার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
অবশ্য রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। হলমার্ক করা ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি দাম ২ হাজার ১০০ টাকাই থাকছে।
জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি বুধবার থেকে বেড়ে হবে ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা। একইভাবে হলমার্ক করা ২১ ক্যারেট ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৯১ হাজার ৩৮ টাকা হচ্ছে।
মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি ছিল ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ২৬ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮ হাজার ৮৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ৮৯ হাজার ২১৮ টাকা। তার মানে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটে ২ হাজার ৬১৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৫০৭ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ১৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় বাড়ছে ১ হাজার ৮২০ টাকা।
এদিকে বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স (৩১ দশমিক ১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। সোনার মূল্যবৃদ্ধির মূল কারণ যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো এবং লেবাননের ইসরায়েলি হামলার জেরে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা।
ঈদ মানে আনন্দ। আর সেই আনন্দের বড় একটা অংশজুড়ে থাকে সেমাই। তাই ঈদ ঘনিয়ে আসায় রাজবাড়ীর সেমাই কারখানাগুলোয় লেগেছে ব্যস্ততার ছোঁয়া। ভোরের আলো ফোটার আগে কারিগরদের হাত চলে সেমাই তৈরির কাজে, যা গোধূলির রংমাখা সন্ধ্যা পেরিয়ে গভীর রাতেও থামে না। রাজবাড়ীর চাহিদা মিটিয়ে কুষ্টিয়া, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহসহ
১ ঘণ্টা আগেবেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে ৪১ একর জমিতে আধুনিক সুবিধাসম্পন্ন পূর্ণাঙ্গ বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের বাধায় বন্ধ থাকা ১৬ একরের নির্মাণকাজ শেষ হওয়ার পর এখন বন্দরটি পূর্ণ সক্ষমতায় পরিচালিত হচ্ছে। এর আগে ২৫ একর জায়গায় কাজ সম্পন্ন হলেও বাকি অংশ চালু কর
১ ঘণ্টা আগেঋণ পরিশোধের ক্ষেত্রে ২০২৪ সালে ডেফারেল (বিলম্ব পরিশোধ) সুবিধা গ্রহণকারী ব্যাংকগুলোর জন্য ডিভিডেন্ড বিতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এই নিষেধাজ্ঞা শিথিলের দাবি তুলেছে বেসরকারি ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)। তারা মনে করছে, ২০২৪ সাল পর্যন্ত এই শর্ত শ
২ ঘণ্টা আগেমদজাতীয় পণ্য আমদানি করতে গিয়ে উচ্চ করের পাশাপাশি নানা সমস্যায় পড়তে হচ্ছে দেশের তারকা হোটেলগুলোকে। তাই মদ আমদানিতে শুল্ক কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)। এ ছাড়া গরুর মাংস আমদানির সুযোগ না থাকায় তাদের ব্যবসায় নানা সমস্যা দেখা দিয়েছে। মাংস আমদানি করতে না
৫ ঘণ্টা আগে