টয় এক্সপো উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের তৈরি খেলনা এখন রপ্তানি হচ্ছে ৮৮টি দেশে। ২০২৩-২৪ অর্থবছরে এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। দেশের অভ্যন্তরীণ বাজারও দ্রুত সম্প্রসারিত হচ্ছে—যার বর্তমান আকার প্রায় ৪০ হাজার কোটি টাকা। বর্তমানে প্রায় ৫ হাজার প্রতিষ্ঠান খেলনা উৎপাদনে যুক্ত, যার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় দেড় লাখ মানুষ।
এ সাফল্যের চিত্র উঠে আসে গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত দুই দিনব্যাপী ‘টয় এক্সপো ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে। এক্সপোর উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। এর আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্প।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসিফোরজের ডেপুটি প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ আবদুর রহমান, বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনে ফেরদৌস সুমি, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস সালাহউদ্দিন শিকদার প্রমুখ। এতে প্রাণ-আরএফএল গ্রুপের আরএফএল প্লাস্টিক লিমিটেডসহ ৩০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা শেষ হবে আজ শুক্রবার।
বাণিজ্যসচিব বলেন, ‘বাংলাদেশের প্লাস্টিকের খেলনা এত দূর এগিয়েছে, এটা আমার ধারণা বাইরে ছিল। আমাদের আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা গাজীপুরে লাইট ইঞ্জিনিয়ারিং ও খেলনার ব্যাকওয়ার্ড লিংকেজ তৈরির জন্য কারখানা করছি। আশা করছি, আগামী এক বছর পর প্লাস্টিকের খেলনা শিল্প আরও দ্রুতগতিতে এগোতে পারবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নীতি-সহায়তা দেওয়া হবে।’
বিপিজিএমইএ সভাপতি বলেন, প্রতিনিয়ত বাংলাদেশে তৈরি খেলনার রপ্তানি বাড়ছে। ২০৩০ সাল নাগাদ খেলনা রপ্তানির প্রবৃদ্ধি হবে ২৪ শতাংশ, যা বর্তমানে ১৫ শতাংশ। সরকারের নীতি-সহায়তা ও কাঁচামাল আমদানিতে কর সুবিধা পেলে দেশের খেলনা শিল্প এগিয়ে যাবে। ২০৩০ সাল নাগাদ দেশের খেলনা রপ্তানি থেকে আয় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশের তৈরি খেলনা এখন রপ্তানি হচ্ছে ৮৮টি দেশে। ২০২৩-২৪ অর্থবছরে এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। দেশের অভ্যন্তরীণ বাজারও দ্রুত সম্প্রসারিত হচ্ছে—যার বর্তমান আকার প্রায় ৪০ হাজার কোটি টাকা। বর্তমানে প্রায় ৫ হাজার প্রতিষ্ঠান খেলনা উৎপাদনে যুক্ত, যার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় দেড় লাখ মানুষ।
এ সাফল্যের চিত্র উঠে আসে গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত দুই দিনব্যাপী ‘টয় এক্সপো ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে। এক্সপোর উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। এর আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্প।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসিফোরজের ডেপুটি প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ আবদুর রহমান, বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনে ফেরদৌস সুমি, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস সালাহউদ্দিন শিকদার প্রমুখ। এতে প্রাণ-আরএফএল গ্রুপের আরএফএল প্লাস্টিক লিমিটেডসহ ৩০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা শেষ হবে আজ শুক্রবার।
বাণিজ্যসচিব বলেন, ‘বাংলাদেশের প্লাস্টিকের খেলনা এত দূর এগিয়েছে, এটা আমার ধারণা বাইরে ছিল। আমাদের আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা গাজীপুরে লাইট ইঞ্জিনিয়ারিং ও খেলনার ব্যাকওয়ার্ড লিংকেজ তৈরির জন্য কারখানা করছি। আশা করছি, আগামী এক বছর পর প্লাস্টিকের খেলনা শিল্প আরও দ্রুতগতিতে এগোতে পারবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নীতি-সহায়তা দেওয়া হবে।’
বিপিজিএমইএ সভাপতি বলেন, প্রতিনিয়ত বাংলাদেশে তৈরি খেলনার রপ্তানি বাড়ছে। ২০৩০ সাল নাগাদ খেলনা রপ্তানির প্রবৃদ্ধি হবে ২৪ শতাংশ, যা বর্তমানে ১৫ শতাংশ। সরকারের নীতি-সহায়তা ও কাঁচামাল আমদানিতে কর সুবিধা পেলে দেশের খেলনা শিল্প এগিয়ে যাবে। ২০৩০ সাল নাগাদ দেশের খেলনা রপ্তানি থেকে আয় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

রেগুলেটরি অথরিটি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রতিনিধিদের উপস্থিতিতে গত ১৭ ডিসেম্বর জনতা ব্যাংক পিএলসির সম্মানিত ডিরেক্টরদের সঙ্গে ‘অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন এএমএল অ্যান্ড সিএফটি ফর দ্য বোর্ড অব ডিরেক্টরস’ শীর্ষক একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩২ মিনিট আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ গ্রুপ পরিচালকেরা। গত সোমবার রাত আনুমানিক ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
দেশের শীর্ষ ননব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ‘আইডিএলসি ফাইন্যান্সে’র নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী মাহমুদ সাত্তার। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত প্রতিষ্ঠানের ৩৬০তম পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর আগে তিনি আইডিএলসি ফাইন্যান্সের অন্যতম নমিনেটেড ডিরেক্টর ছিলেন।
২ ঘণ্টা আগে
এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে।
২ ঘণ্টা আগে