টয় এক্সপো উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের তৈরি খেলনা এখন রপ্তানি হচ্ছে ৮৮টি দেশে। ২০২৩-২৪ অর্থবছরে এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। দেশের অভ্যন্তরীণ বাজারও দ্রুত সম্প্রসারিত হচ্ছে—যার বর্তমান আকার প্রায় ৪০ হাজার কোটি টাকা। বর্তমানে প্রায় ৫ হাজার প্রতিষ্ঠান খেলনা উৎপাদনে যুক্ত, যার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় দেড় লাখ মানুষ।
এ সাফল্যের চিত্র উঠে আসে গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত দুই দিনব্যাপী ‘টয় এক্সপো ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে। এক্সপোর উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। এর আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্প।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসিফোরজের ডেপুটি প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ আবদুর রহমান, বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনে ফেরদৌস সুমি, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস সালাহউদ্দিন শিকদার প্রমুখ। এতে প্রাণ-আরএফএল গ্রুপের আরএফএল প্লাস্টিক লিমিটেডসহ ৩০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা শেষ হবে আজ শুক্রবার।
বাণিজ্যসচিব বলেন, ‘বাংলাদেশের প্লাস্টিকের খেলনা এত দূর এগিয়েছে, এটা আমার ধারণা বাইরে ছিল। আমাদের আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা গাজীপুরে লাইট ইঞ্জিনিয়ারিং ও খেলনার ব্যাকওয়ার্ড লিংকেজ তৈরির জন্য কারখানা করছি। আশা করছি, আগামী এক বছর পর প্লাস্টিকের খেলনা শিল্প আরও দ্রুতগতিতে এগোতে পারবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নীতি-সহায়তা দেওয়া হবে।’
বিপিজিএমইএ সভাপতি বলেন, প্রতিনিয়ত বাংলাদেশে তৈরি খেলনার রপ্তানি বাড়ছে। ২০৩০ সাল নাগাদ খেলনা রপ্তানির প্রবৃদ্ধি হবে ২৪ শতাংশ, যা বর্তমানে ১৫ শতাংশ। সরকারের নীতি-সহায়তা ও কাঁচামাল আমদানিতে কর সুবিধা পেলে দেশের খেলনা শিল্প এগিয়ে যাবে। ২০৩০ সাল নাগাদ দেশের খেলনা রপ্তানি থেকে আয় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশের তৈরি খেলনা এখন রপ্তানি হচ্ছে ৮৮টি দেশে। ২০২৩-২৪ অর্থবছরে এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। দেশের অভ্যন্তরীণ বাজারও দ্রুত সম্প্রসারিত হচ্ছে—যার বর্তমান আকার প্রায় ৪০ হাজার কোটি টাকা। বর্তমানে প্রায় ৫ হাজার প্রতিষ্ঠান খেলনা উৎপাদনে যুক্ত, যার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় দেড় লাখ মানুষ।
এ সাফল্যের চিত্র উঠে আসে গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত দুই দিনব্যাপী ‘টয় এক্সপো ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে। এক্সপোর উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। এর আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্প।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসিফোরজের ডেপুটি প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ আবদুর রহমান, বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনে ফেরদৌস সুমি, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস সালাহউদ্দিন শিকদার প্রমুখ। এতে প্রাণ-আরএফএল গ্রুপের আরএফএল প্লাস্টিক লিমিটেডসহ ৩০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা শেষ হবে আজ শুক্রবার।
বাণিজ্যসচিব বলেন, ‘বাংলাদেশের প্লাস্টিকের খেলনা এত দূর এগিয়েছে, এটা আমার ধারণা বাইরে ছিল। আমাদের আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা গাজীপুরে লাইট ইঞ্জিনিয়ারিং ও খেলনার ব্যাকওয়ার্ড লিংকেজ তৈরির জন্য কারখানা করছি। আশা করছি, আগামী এক বছর পর প্লাস্টিকের খেলনা শিল্প আরও দ্রুতগতিতে এগোতে পারবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নীতি-সহায়তা দেওয়া হবে।’
বিপিজিএমইএ সভাপতি বলেন, প্রতিনিয়ত বাংলাদেশে তৈরি খেলনার রপ্তানি বাড়ছে। ২০৩০ সাল নাগাদ খেলনা রপ্তানির প্রবৃদ্ধি হবে ২৪ শতাংশ, যা বর্তমানে ১৫ শতাংশ। সরকারের নীতি-সহায়তা ও কাঁচামাল আমদানিতে কর সুবিধা পেলে দেশের খেলনা শিল্প এগিয়ে যাবে। ২০৩০ সাল নাগাদ দেশের খেলনা রপ্তানি থেকে আয় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার দেশের সব পোশাক কারখানা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে পোশাকমালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আজ মঙ্গলবার পোশাকমালিকদের কাছে পাঠানো এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়। একই সঙ্গে জানাজার আগপর্যন্ত দেশের বিপণ
১ দিন আগে
জ্বালানি তেল প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের উপপরিচালক (মানি লন্ডারিং) মো. জাহাঙ্গীর আলম মামলাটি করেন।
২ দিন আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ।
২ দিন আগে
শীতের রাত পেরিয়ে ভোরের আলো ফোটার আগেই যশোরের গ্রামাঞ্চলে শুরু হয় ব্যস্ততা। খেজুরগাছের নিচে হাজির হন গাছিরা। আগের বিকেলে কাটা গাছের ‘চোখ’ বেয়ে সারা রাত মাটির হাঁড়িতে জমেছে সুমিষ্ট খেজুর রস।
৩ দিন আগে