নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদত্যাগ নিয়ে বারবার গুজব ছড়ানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেছেন, ‘সারা দিন শুধু গুজব—আমি নাকি পদত্যাগ করছি। বাজারে কি এসবের কোনো প্রভাব পড়ে না?’
আজ সোমবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
গতকাল রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ করতে যাচ্ছেন। এ দিন সকালে সচিবালয়ে আসেন তিনি, যা গুজবকে আরও উসকে দেয়।
এ প্রসঙ্গে রাশেদ মাকসুদ বলেন, ‘আমি এসেছি অর্থ উপদেষ্টার দেওয়া পাঁচটি নির্দেশনা নিয়ে আলোচনা করতে। অথচ আপনারা বানিয়ে দিলেন—আমি পদত্যাগ করছি! এসবের বাজারে কোনো প্রতিক্রিয়া হয় না?’
রাশেদ মাকসুদ বলেন, ‘আপনারা (কিছু সংবাদমাধ্যম) নিউজ বানিয়ে দেন। কোথা থেকে এসব খবর পান? সারা দিন শুধু এগুলোই ঘোরে। ভালো কোনো খবর কি নেই? একজন মানুষ কাজ করতে চাইলেও পারেন না, কারণ, তাঁর পেছনে গুজব তাড়া করে।’
পদত্যাগ কিংবা বিদেশে চলে যাওয়ার গুজব নিয়েও খণ্ডন দেন বিএসইসি চেয়ারম্যান। বলেন, ‘গুজব ছড়ায় আমি নাকি আমেরিকায় চলে গেছি। অথচ আমি আমেরিকায় ১২ বছর ট্যাক্স ফাইল করেছি। সাত বছর নিউইয়র্কে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি করেছি। পে-রোল, বোনাস সব ছিল সেখানে। আমি চাইলে আর কখনো দেশে ফিরতাম না।’

পদত্যাগ নিয়ে বারবার গুজব ছড়ানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেছেন, ‘সারা দিন শুধু গুজব—আমি নাকি পদত্যাগ করছি। বাজারে কি এসবের কোনো প্রভাব পড়ে না?’
আজ সোমবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
গতকাল রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ করতে যাচ্ছেন। এ দিন সকালে সচিবালয়ে আসেন তিনি, যা গুজবকে আরও উসকে দেয়।
এ প্রসঙ্গে রাশেদ মাকসুদ বলেন, ‘আমি এসেছি অর্থ উপদেষ্টার দেওয়া পাঁচটি নির্দেশনা নিয়ে আলোচনা করতে। অথচ আপনারা বানিয়ে দিলেন—আমি পদত্যাগ করছি! এসবের বাজারে কোনো প্রতিক্রিয়া হয় না?’
রাশেদ মাকসুদ বলেন, ‘আপনারা (কিছু সংবাদমাধ্যম) নিউজ বানিয়ে দেন। কোথা থেকে এসব খবর পান? সারা দিন শুধু এগুলোই ঘোরে। ভালো কোনো খবর কি নেই? একজন মানুষ কাজ করতে চাইলেও পারেন না, কারণ, তাঁর পেছনে গুজব তাড়া করে।’
পদত্যাগ কিংবা বিদেশে চলে যাওয়ার গুজব নিয়েও খণ্ডন দেন বিএসইসি চেয়ারম্যান। বলেন, ‘গুজব ছড়ায় আমি নাকি আমেরিকায় চলে গেছি। অথচ আমি আমেরিকায় ১২ বছর ট্যাক্স ফাইল করেছি। সাত বছর নিউইয়র্কে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি করেছি। পে-রোল, বোনাস সব ছিল সেখানে। আমি চাইলে আর কখনো দেশে ফিরতাম না।’

১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ঘিরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে দেশের দুই শীর্ষ খাত—বস্ত্রকল ও রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের মালিকেরা। দেশীয় সুতাশিল্প সুরক্ষার যুক্তিতে বাণিজ্য মন্ত্রণালয় এ সুবিধা তুলে নেওয়ার পথে হাঁটলেও, তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা
৩ ঘণ্টা আগে
২০২৫-২৬ অর্থবছরের অর্ধেক সময় পেরিয়ে গেলেও সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কার্যত স্থবিরতা কাটেনি। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন সর্বনিম্ন পর্যায়ে নেমে এস
৩ ঘণ্টা আগে
পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হবে—সমালোচিত ও বড় বিনিয়োগকারী হিসেবে পরিচিত আবুল খায়ের হিরুর এমন বার্তার পরই দেশের পুঁজিবাজারে বড় উত্থান দেখা গেছে। গতকাল রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তুলনায় দরবৃদ্ধি হয়েছে প্রায় ৭ গুণ।
৩ ঘণ্টা আগে
বন্ড সুবিধার আড়ালে কেএলডি অ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধে শুল্ক-কর ফাঁকি ও রপ্তানি জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগ উঠে এসেছে কাস্টমসের এক তদন্তে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত তিন বছরে প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় আমদানি করা ১৭৯ টন কাপড় ও অ্যাকসেসরিজ উৎপাদনে ব্যবহার না করে ইসলামপুরসহ বিভিন্ন অনুমোদনহীন বাজারে
৩ ঘণ্টা আগে