নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পদত্যাগ নিয়ে বারবার গুজব ছড়ানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেছেন, ‘সারা দিন শুধু গুজব—আমি নাকি পদত্যাগ করছি। বাজারে কি এসবের কোনো প্রভাব পড়ে না?’
আজ সোমবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
গতকাল রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ করতে যাচ্ছেন। এ দিন সকালে সচিবালয়ে আসেন তিনি, যা গুজবকে আরও উসকে দেয়।
এ প্রসঙ্গে রাশেদ মাকসুদ বলেন, ‘আমি এসেছি অর্থ উপদেষ্টার দেওয়া পাঁচটি নির্দেশনা নিয়ে আলোচনা করতে। অথচ আপনারা বানিয়ে দিলেন—আমি পদত্যাগ করছি! এসবের বাজারে কোনো প্রতিক্রিয়া হয় না?’
রাশেদ মাকসুদ বলেন, ‘আপনারা (কিছু সংবাদমাধ্যম) নিউজ বানিয়ে দেন। কোথা থেকে এসব খবর পান? সারা দিন শুধু এগুলোই ঘোরে। ভালো কোনো খবর কি নেই? একজন মানুষ কাজ করতে চাইলেও পারেন না, কারণ, তাঁর পেছনে গুজব তাড়া করে।’
পদত্যাগ কিংবা বিদেশে চলে যাওয়ার গুজব নিয়েও খণ্ডন দেন বিএসইসি চেয়ারম্যান। বলেন, ‘গুজব ছড়ায় আমি নাকি আমেরিকায় চলে গেছি। অথচ আমি আমেরিকায় ১২ বছর ট্যাক্স ফাইল করেছি। সাত বছর নিউইয়র্কে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি করেছি। পে-রোল, বোনাস সব ছিল সেখানে। আমি চাইলে আর কখনো দেশে ফিরতাম না।’
পদত্যাগ নিয়ে বারবার গুজব ছড়ানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেছেন, ‘সারা দিন শুধু গুজব—আমি নাকি পদত্যাগ করছি। বাজারে কি এসবের কোনো প্রভাব পড়ে না?’
আজ সোমবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
গতকাল রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ করতে যাচ্ছেন। এ দিন সকালে সচিবালয়ে আসেন তিনি, যা গুজবকে আরও উসকে দেয়।
এ প্রসঙ্গে রাশেদ মাকসুদ বলেন, ‘আমি এসেছি অর্থ উপদেষ্টার দেওয়া পাঁচটি নির্দেশনা নিয়ে আলোচনা করতে। অথচ আপনারা বানিয়ে দিলেন—আমি পদত্যাগ করছি! এসবের বাজারে কোনো প্রতিক্রিয়া হয় না?’
রাশেদ মাকসুদ বলেন, ‘আপনারা (কিছু সংবাদমাধ্যম) নিউজ বানিয়ে দেন। কোথা থেকে এসব খবর পান? সারা দিন শুধু এগুলোই ঘোরে। ভালো কোনো খবর কি নেই? একজন মানুষ কাজ করতে চাইলেও পারেন না, কারণ, তাঁর পেছনে গুজব তাড়া করে।’
পদত্যাগ কিংবা বিদেশে চলে যাওয়ার গুজব নিয়েও খণ্ডন দেন বিএসইসি চেয়ারম্যান। বলেন, ‘গুজব ছড়ায় আমি নাকি আমেরিকায় চলে গেছি। অথচ আমি আমেরিকায় ১২ বছর ট্যাক্স ফাইল করেছি। সাত বছর নিউইয়র্কে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি করেছি। পে-রোল, বোনাস সব ছিল সেখানে। আমি চাইলে আর কখনো দেশে ফিরতাম না।’
রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালে দুই দিনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। গত ২০ ও ২১ জুন তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ফুটস্টেপস বাংলাদেশের সঙ্গে যৌথভাবে এই কার্যক্রমে অংশ নেয় আইডিএলসি ফাইন্যান্স।
২৯ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদিত হয়েছে। আজ রোববার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগেদেশীয় মৌসুমি ফলের সরবরাহ বেড়ে যাওয়ায় রাজধানীর ফলের বাজারে নেমেছে স্বস্তির ছোঁয়া। আম, কাঁঠাল, লিচু, লটকন, পেয়ারা, আনারস, ড্রাগনের মতো ফলের প্রাচুর্যে শুধু দেশীয় ফল নয়; দাম কমেছে আমদানিকৃত আপেল, মাল্টা, আঙুরেরও।
১০ ঘণ্টা আগেবেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে ব্যবসায়ীদের খরচ বাড়ছে। হ্যান্ডলিংয়ের আগে পণ্য চালান পরীক্ষার নামে এই অতিরিক্ত খরচ চাপ দিচ্ছে। প্রতিটি চালানে ১৫-২৫ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয় হচ্ছে। কখনো কখনো রিপোর্ট পেতে সময় লাগছে এক মাসেরও বেশি, আর ওই সময় পণ্য বন্দরে আটকা পড়ে।
১৪ ঘণ্টা আগে