Ajker Patrika

সরকারের ১০০ দিনের অর্জন প্রত্যাশামাফিক: বাণিজ্য উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­
বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। ছবি: সংগৃহীত
বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। ছবি: সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশে এখন ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ বিরাজ করছে। ছাত্র-জনতার অভ্যুত্থান বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখান থেকে পেছনে ফেরা যাবে না। বর্তমান সরকারের ১০০ দিনের অর্জন প্রত্যাশামাফিক হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন বাণিজ্য উপদেষ্টা। সাক্ষাৎকালে তাঁরা দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য, মুক্ত বাণিজ্য চুক্তি এবং বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

সেখ বশির উদ্দিন বলেন, বাংলাদেশ-কোরিয়া মুক্ত বাণিজ্য চুক্তি হলে দুই দেশই লাভবান হবে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ছাড়াও দুই দেশের জনগণের সম্পর্কোন্নয়ন হবে।

বাণিজ্য উপদেষ্টা কোরিয়ার রাষ্ট্রদূতকে লাইট ইঞ্জিনিয়ারিং ও চামড়াশিল্পে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কোরিয়ার আরও বেশি বিনিয়োগ প্রত্যাশা করেন।

কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের যুব শ্রেণির সংখ্যা বেশি। প্রযুক্তিতে তাদের দক্ষতা বাড়াতে কাজ করতে চায় কোরিয়া। এ সময় তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে তাঁদের চলমান কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।

রাষ্ট্রদূত বলেন, পৃথিবীর অন্যান্য দেশ বাংলাদেশে দু-একটি সিলেক্টেড খাতে বিনিয়োগ করলেও কোরিয়া এরই মধ্যে অনেক খাতে বিনিয়োগ করেছে। ভবিষ্যতে বিনিয়োগ আরও বাড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত