আজকের পত্রিকা ডেস্ক

গ্যাসের দাম দ্বিগুণ করা হলে দেশের টেক্সটাইল কারখানাগুলো একের পর একটা বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ। তিনি সতর্ক করে বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি বাস্তবায়িত হলে বাংলাদেশের বস্ত্র খাত টেকসই থাকবে না, নতুন বিনিয়োগ আসবে না এবং ব্যাংকগুলো নতুন প্রকল্পে অর্থায়নে আগ্রহ হারাবে।
বস্ত্র খাতের সর্ব বৃহৎ প্রদর্শনী ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শওকত আজিজ। আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিটিএমএর পরিচালক আবদুল্লাহ আল মামুন।
সম্প্রতি শিল্প ও ক্যাপটিভ গ্যাসের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৩১ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা, যা দ্বিগুণের বেশি। এই প্রস্তাবের বিরোধিতায় বিটিএমএ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার থেকে চার দিনব্যাপী ডিটিজি ২০২৫ শুরু হবে। এবারের প্রদর্শনীতে ৩৩টি দেশের ১ হাজার ৬০০ স্টল থাকবে, যেখানে সর্বাধুনিক টেক্সটাইল যন্ত্রপাতি, ফ্যাব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি ও অ্যাকসেসরিজ প্রদর্শিত হবে। এ ছাড়া প্রদর্শনীতে টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে সেমিনার আয়োজন করা হবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ডিটিজি ফ্যাশন শো, যা ২১ ও ২২ ফেব্রুয়ারি আইসিসিবির ৩ নম্বর হলে অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে থাকছে চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্কসহ দেশি-বিদেশি পেশাদার, উৎপাদক ও সরবরাহকারীদের একত্র হওয়ার সুযোগ।
প্রদর্শনীর মূল লক্ষ্য হলো স্থানীয় উদ্যোক্তাদের শিল্প খাতে বিনিয়োগে উৎসাহিত করা এবং সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করানো।
২০০৪ সাল থেকে বিটিএমএ ও ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং, লিমিটেড, হংকং যৌথভাবে ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) আয়োজন করে আসছে।

গ্যাসের দাম দ্বিগুণ করা হলে দেশের টেক্সটাইল কারখানাগুলো একের পর একটা বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ। তিনি সতর্ক করে বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি বাস্তবায়িত হলে বাংলাদেশের বস্ত্র খাত টেকসই থাকবে না, নতুন বিনিয়োগ আসবে না এবং ব্যাংকগুলো নতুন প্রকল্পে অর্থায়নে আগ্রহ হারাবে।
বস্ত্র খাতের সর্ব বৃহৎ প্রদর্শনী ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শওকত আজিজ। আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিটিএমএর পরিচালক আবদুল্লাহ আল মামুন।
সম্প্রতি শিল্প ও ক্যাপটিভ গ্যাসের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৩১ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা, যা দ্বিগুণের বেশি। এই প্রস্তাবের বিরোধিতায় বিটিএমএ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার থেকে চার দিনব্যাপী ডিটিজি ২০২৫ শুরু হবে। এবারের প্রদর্শনীতে ৩৩টি দেশের ১ হাজার ৬০০ স্টল থাকবে, যেখানে সর্বাধুনিক টেক্সটাইল যন্ত্রপাতি, ফ্যাব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি ও অ্যাকসেসরিজ প্রদর্শিত হবে। এ ছাড়া প্রদর্শনীতে টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে সেমিনার আয়োজন করা হবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ডিটিজি ফ্যাশন শো, যা ২১ ও ২২ ফেব্রুয়ারি আইসিসিবির ৩ নম্বর হলে অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে থাকছে চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্কসহ দেশি-বিদেশি পেশাদার, উৎপাদক ও সরবরাহকারীদের একত্র হওয়ার সুযোগ।
প্রদর্শনীর মূল লক্ষ্য হলো স্থানীয় উদ্যোক্তাদের শিল্প খাতে বিনিয়োগে উৎসাহিত করা এবং সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করানো।
২০০৪ সাল থেকে বিটিএমএ ও ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং, লিমিটেড, হংকং যৌথভাবে ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) আয়োজন করে আসছে।

রাজশাহীর গ্রামে গ্রামে ঘুরে আম কিনে বিক্রি করতেন মুন্তাজ আলী। সেই ঐতিহ্যগত ব্যবসাকেই আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে ছেলে মুরাদ পারভেজ তৈরি করেছেন একটি সফল ই-কমার্স উদ্যোগ। ঝুড়িতে আম নিয়ে হাটে না গিয়ে তিনি ফেসবুক ও অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার নিয়ে সারা দেশে খাঁটি আম, খেজুরের গুড় ও লিচু পৌঁছে দিচ্ছে
১০ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সাধারণত একটি রেওয়াজ অনুসরণ করা হয়—প্রার্থীদের নির্বাচনী সুবিধা নেওয়ার সুযোগ যাতে না থাকে, সে কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নতুন কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হয় না। এ সময়টাতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকও সাধারণত আর বসে না।
১০ ঘণ্টা আগে
ইসলামি সামাজিক অর্থ-সংস্থানকে একটি কার্যকর ও টেকসই উন্নয়নমূলক হাতিয়ারে রূপান্তরের লক্ষ্যে একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকাঠামোর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন (জিজিএফ)’। জাকাত, সদকা, ওয়াকফ ও করদে হাসানাহর সুসংগঠিত ব্যবহারের মাধ্যমে দারিদ্র্যবিমোচনই এই ফাউন্ডেশনের মূল
১৩ ঘণ্টা আগে
জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগের বিপরীতে সুদহার কমানোর সিদ্ধান্ত স্থগিত করায় পূর্বের সুদে বিক্রি আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে। সরকারের সিদ্ধান্ত পরিবর্তন করায় গত সপ্তাহে সঞ্চয়পত্র বিক্রয় বন্ধ রেখেছিল তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলো। আগের সুদহারে সঞ্চয়পত্র বিক্রি-সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোকে...
১৫ ঘণ্টা আগে