আজকের পত্রিকা ডেস্ক

গ্যাসের দাম দ্বিগুণ করা হলে দেশের টেক্সটাইল কারখানাগুলো একের পর একটা বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ। তিনি সতর্ক করে বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি বাস্তবায়িত হলে বাংলাদেশের বস্ত্র খাত টেকসই থাকবে না, নতুন বিনিয়োগ আসবে না এবং ব্যাংকগুলো নতুন প্রকল্পে অর্থায়নে আগ্রহ হারাবে।
বস্ত্র খাতের সর্ব বৃহৎ প্রদর্শনী ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শওকত আজিজ। আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিটিএমএর পরিচালক আবদুল্লাহ আল মামুন।
সম্প্রতি শিল্প ও ক্যাপটিভ গ্যাসের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৩১ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা, যা দ্বিগুণের বেশি। এই প্রস্তাবের বিরোধিতায় বিটিএমএ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার থেকে চার দিনব্যাপী ডিটিজি ২০২৫ শুরু হবে। এবারের প্রদর্শনীতে ৩৩টি দেশের ১ হাজার ৬০০ স্টল থাকবে, যেখানে সর্বাধুনিক টেক্সটাইল যন্ত্রপাতি, ফ্যাব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি ও অ্যাকসেসরিজ প্রদর্শিত হবে। এ ছাড়া প্রদর্শনীতে টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে সেমিনার আয়োজন করা হবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ডিটিজি ফ্যাশন শো, যা ২১ ও ২২ ফেব্রুয়ারি আইসিসিবির ৩ নম্বর হলে অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে থাকছে চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্কসহ দেশি-বিদেশি পেশাদার, উৎপাদক ও সরবরাহকারীদের একত্র হওয়ার সুযোগ।
প্রদর্শনীর মূল লক্ষ্য হলো স্থানীয় উদ্যোক্তাদের শিল্প খাতে বিনিয়োগে উৎসাহিত করা এবং সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করানো।
২০০৪ সাল থেকে বিটিএমএ ও ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং, লিমিটেড, হংকং যৌথভাবে ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) আয়োজন করে আসছে।

গ্যাসের দাম দ্বিগুণ করা হলে দেশের টেক্সটাইল কারখানাগুলো একের পর একটা বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ। তিনি সতর্ক করে বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি বাস্তবায়িত হলে বাংলাদেশের বস্ত্র খাত টেকসই থাকবে না, নতুন বিনিয়োগ আসবে না এবং ব্যাংকগুলো নতুন প্রকল্পে অর্থায়নে আগ্রহ হারাবে।
বস্ত্র খাতের সর্ব বৃহৎ প্রদর্শনী ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শওকত আজিজ। আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিটিএমএর পরিচালক আবদুল্লাহ আল মামুন।
সম্প্রতি শিল্প ও ক্যাপটিভ গ্যাসের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৩১ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা, যা দ্বিগুণের বেশি। এই প্রস্তাবের বিরোধিতায় বিটিএমএ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার থেকে চার দিনব্যাপী ডিটিজি ২০২৫ শুরু হবে। এবারের প্রদর্শনীতে ৩৩টি দেশের ১ হাজার ৬০০ স্টল থাকবে, যেখানে সর্বাধুনিক টেক্সটাইল যন্ত্রপাতি, ফ্যাব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি ও অ্যাকসেসরিজ প্রদর্শিত হবে। এ ছাড়া প্রদর্শনীতে টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে সেমিনার আয়োজন করা হবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ডিটিজি ফ্যাশন শো, যা ২১ ও ২২ ফেব্রুয়ারি আইসিসিবির ৩ নম্বর হলে অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে থাকছে চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্কসহ দেশি-বিদেশি পেশাদার, উৎপাদক ও সরবরাহকারীদের একত্র হওয়ার সুযোগ।
প্রদর্শনীর মূল লক্ষ্য হলো স্থানীয় উদ্যোক্তাদের শিল্প খাতে বিনিয়োগে উৎসাহিত করা এবং সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করানো।
২০০৪ সাল থেকে বিটিএমএ ও ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং, লিমিটেড, হংকং যৌথভাবে ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) আয়োজন করে আসছে।

২০২৫ সাল জুড়ে একের পর শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্কের আঘাত সয়ে নিয়েই চীন রেকর্ড বাণিজ্য করে দেখাল। আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে শক্তিশালী রপ্তানি প্রবৃদ্ধি ধরে রেখেছে চীন। গত বছর দেশটির বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১.২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা
২৬ মিনিট আগে
নতুন বিধিমালায় অধিক্ষেত্র সংযোজনের সুযোগ রাখা হয়েছে। এর ফলে লাইসেন্সধারী সিঅ্যান্ডএফ এজেন্টরা অন্য যে কোনো সচল কাস্টমস স্টেশনে ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
৪৪ মিনিট আগে
দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার যাত্রী পরিবহন ছিল আলোচিত ও বিতর্কিত এস আলম গ্রুপের অন্যতম বড় ব্যবসা। পুরোনো সেই তথ্যের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি আর্থিক জটিলতা। গ্রুপটি সংকটে পড়ার ঠিক এক বছর আগে, আগের প্রায় ২০০টি বাসের সঙ্গে আরও ১৩৪টি বিলাসবহুল হিনো বাস নামানোর পরিকল্পনায় বড় অঙ্কের বিনিয়োগ...
১০ ঘণ্টা আগে
শিল্প ও কর্মসংস্থানের আশায় দীর্ঘ ৩৮ বছর অপেক্ষার পর এখনো কার্যকর শিল্পাঞ্চলে রূপ পায়নি কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরী। কাগজ-কলমে একে প্রায় পূর্ণ শিল্পনগরী বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে নেই শিল্পের গতি ও বিনিয়োগবান্ধব পরিবেশ। অব্যবস্থাপনা, সেবার ঘাটতি আর প্রশাসনিক জটিলতায়...
১০ ঘণ্টা আগে