নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের প্রত্যক্ষ কর ব্যবস্থাকে আরও আধুনিক, ন্যায্য, করদাতাবান্ধব এবং বিনিয়োগবান্ধব করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়করে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে করদাতারা আগামী তিন করবর্ষের জন্য প্রযোজ্য করহার সম্পর্কে আগাম ধারণা পেতে পারেন। তবে, প্রস্তাবিত এই করহারগুলো পরবর্তী সরকার পরিবর্তন করতে পারবে।
তিন বছরের জন্য অগ্রিম করহার ও সারচার্জ নির্ধারণ
অর্থ আইন, ২০২৪-এর মাধ্যমে ২০২৫-২৬ করবর্ষের জন্য ভবিষ্যাপেক্ষ (prospective) করহার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছিল। এর ধারাবাহিকতায় অর্থ অধ্যাদেশ, ২০২৫-এর মাধ্যমে ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ করবর্ষের করহার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছে। এর ফলে, করদাতারা ২০২৫-২৬, ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ এই তিন করবর্ষের জন্য প্রযোজ্য করহার সম্পর্কে আগাম ধারণা লাভ করতে সক্ষম হবেন।
করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি ও ‘জুলাই যোদ্ধা’দের জন্য বিশেষ সুবিধা
২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে। একইসঙ্গে, গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত ‘জুলাই যোদ্ধা’ করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ন্যূনতম করের হার সরলীকরণ
বর্তমানে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ এলাকা নির্বিশেষে ৫ হাজার নির্ধারণ করা হয়েছে। নতুন করদাতাদের জন্য এই ন্যূনতম করের পরিমাণ ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
কর পরিপালন সহজীকরণ ও পুঁজিবাজারে সুবিধা
কর পরিপালন সহজ করার লক্ষ্যে লিস্টেড কোম্পানিসমূহের ক্ষেত্রে ২ দশমিক ৫ শতাংশ কর হার সুবিধা প্রাপ্তির শর্ত শিথিল করা হয়েছে। এখন আয়, ব্যয় ও বিনিয়োগের পরিবর্তে কেবল সকল প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করার শর্ত আরোপ করা হয়েছে।
এছাড়া, পুঁজিবাজারে মধ্যস্থতাকারী (intermediary) হিসেবে কাজ করা মার্চেন্ট ব্যাংকের করহার ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই পদক্ষেপ পুঁজিবাজারে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

দেশের প্রত্যক্ষ কর ব্যবস্থাকে আরও আধুনিক, ন্যায্য, করদাতাবান্ধব এবং বিনিয়োগবান্ধব করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়করে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে করদাতারা আগামী তিন করবর্ষের জন্য প্রযোজ্য করহার সম্পর্কে আগাম ধারণা পেতে পারেন। তবে, প্রস্তাবিত এই করহারগুলো পরবর্তী সরকার পরিবর্তন করতে পারবে।
তিন বছরের জন্য অগ্রিম করহার ও সারচার্জ নির্ধারণ
অর্থ আইন, ২০২৪-এর মাধ্যমে ২০২৫-২৬ করবর্ষের জন্য ভবিষ্যাপেক্ষ (prospective) করহার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছিল। এর ধারাবাহিকতায় অর্থ অধ্যাদেশ, ২০২৫-এর মাধ্যমে ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ করবর্ষের করহার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছে। এর ফলে, করদাতারা ২০২৫-২৬, ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ এই তিন করবর্ষের জন্য প্রযোজ্য করহার সম্পর্কে আগাম ধারণা লাভ করতে সক্ষম হবেন।
করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি ও ‘জুলাই যোদ্ধা’দের জন্য বিশেষ সুবিধা
২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে। একইসঙ্গে, গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত ‘জুলাই যোদ্ধা’ করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ন্যূনতম করের হার সরলীকরণ
বর্তমানে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ এলাকা নির্বিশেষে ৫ হাজার নির্ধারণ করা হয়েছে। নতুন করদাতাদের জন্য এই ন্যূনতম করের পরিমাণ ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
কর পরিপালন সহজীকরণ ও পুঁজিবাজারে সুবিধা
কর পরিপালন সহজ করার লক্ষ্যে লিস্টেড কোম্পানিসমূহের ক্ষেত্রে ২ দশমিক ৫ শতাংশ কর হার সুবিধা প্রাপ্তির শর্ত শিথিল করা হয়েছে। এখন আয়, ব্যয় ও বিনিয়োগের পরিবর্তে কেবল সকল প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করার শর্ত আরোপ করা হয়েছে।
এছাড়া, পুঁজিবাজারে মধ্যস্থতাকারী (intermediary) হিসেবে কাজ করা মার্চেন্ট ব্যাংকের করহার ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই পদক্ষেপ পুঁজিবাজারে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

রাজশাহীর গ্রামে গ্রামে ঘুরে আম কিনে বিক্রি করতেন মুন্তাজ আলী। সেই ঐতিহ্যগত ব্যবসাকেই আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে ছেলে মুরাদ পারভেজ তৈরি করেছেন একটি সফল ই-কমার্স উদ্যোগ। ঝুড়িতে আম নিয়ে হাটে না গিয়ে তিনি ফেসবুক ও অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার নিয়ে সারা দেশে খাঁটি আম, খেজুরের গুড় ও লিচু পৌঁছে দিচ্ছে
১১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সাধারণত একটি রেওয়াজ অনুসরণ করা হয়—প্রার্থীদের নির্বাচনী সুবিধা নেওয়ার সুযোগ যাতে না থাকে, সে কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নতুন কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হয় না। এ সময়টাতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকও সাধারণত আর বসে না।
১১ ঘণ্টা আগে
ইসলামি সামাজিক অর্থ-সংস্থানকে একটি কার্যকর ও টেকসই উন্নয়নমূলক হাতিয়ারে রূপান্তরের লক্ষ্যে একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকাঠামোর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন (জিজিএফ)’। জাকাত, সদকা, ওয়াকফ ও করদে হাসানাহর সুসংগঠিত ব্যবহারের মাধ্যমে দারিদ্র্যবিমোচনই এই ফাউন্ডেশনের মূল
১৪ ঘণ্টা আগে
জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগের বিপরীতে সুদহার কমানোর সিদ্ধান্ত স্থগিত করায় পূর্বের সুদে বিক্রি আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে। সরকারের সিদ্ধান্ত পরিবর্তন করায় গত সপ্তাহে সঞ্চয়পত্র বিক্রয় বন্ধ রেখেছিল তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলো। আগের সুদহারে সঞ্চয়পত্র বিক্রি-সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোকে...
১৫ ঘণ্টা আগে