নিজস্ব প্রতিবেদক ঢাকা

দেশে এক যুগের মধ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এই অবস্থায় সকলকে ব্যয়ে সংযমী হতে এবং সংশ্লিষ্টদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নজরদারি বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন।
আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা তুলে ধরেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গত আগস্টে দেশে মূল্যস্ফীতি ৯ দশমিক ৫২ শতাংশে উঠেছিল, সেপ্টেম্বরে তা কমে ৯ দশমিক ১ শতাংশে নেমেছে। একনেক সভায় আমরা প্রধানমন্ত্রীর কাছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি উপস্থাপন করেছি। প্রধানমন্ত্রী আগে থেকে এসব বিষয়ে অবগত। নিত্য পণ্যের বাজার যেন আর চড়া না হয়, সে জন্য বাজারে নজরদারি জোরদার করতে বলেছেন প্রধানমন্ত্রী।’
‘এটা নির্বাহীভাবে করা যায়, অথবা পলিসিতেও করা যায়। কেউ যেন কোথাও বেশি মজুতদারি না করতে পারে সেদিকেও নজর দিতে হবে। সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী সকলকে সঞ্চয়ের পরামর্শও দিয়েছেন; প্রকল্পের ক্ষেত্রে সাশ্রয়ী ও মিতব্যয়ী হতে বলেছেন।’
পরিকল্পনা কমিশনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে যাচাই-বাছাইয়ের পর যেন প্রকল্প অনুমোদন দেয়া হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন বলে মন্ত্রী জানান।
অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ‘বাজারে নজরদারি জোরালো’ মন্তব্য করে মান্নান বলেন, খাদ্য সংকট মোকাবেলায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে হবে। কৃষির উপর আরো জোর দিতে হবে। যেখানে যত অনাবাদি জমি আছে, সব জায়গায় কৃষি উৎপাদন করতে হবে। বৈদ্যুতিক উপকরণ, বীজ, সার-পানি-কীটনাশক এসব সরবরাহ বাড়ানো হবে।

দেশে এক যুগের মধ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এই অবস্থায় সকলকে ব্যয়ে সংযমী হতে এবং সংশ্লিষ্টদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নজরদারি বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন।
আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা তুলে ধরেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গত আগস্টে দেশে মূল্যস্ফীতি ৯ দশমিক ৫২ শতাংশে উঠেছিল, সেপ্টেম্বরে তা কমে ৯ দশমিক ১ শতাংশে নেমেছে। একনেক সভায় আমরা প্রধানমন্ত্রীর কাছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি উপস্থাপন করেছি। প্রধানমন্ত্রী আগে থেকে এসব বিষয়ে অবগত। নিত্য পণ্যের বাজার যেন আর চড়া না হয়, সে জন্য বাজারে নজরদারি জোরদার করতে বলেছেন প্রধানমন্ত্রী।’
‘এটা নির্বাহীভাবে করা যায়, অথবা পলিসিতেও করা যায়। কেউ যেন কোথাও বেশি মজুতদারি না করতে পারে সেদিকেও নজর দিতে হবে। সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী সকলকে সঞ্চয়ের পরামর্শও দিয়েছেন; প্রকল্পের ক্ষেত্রে সাশ্রয়ী ও মিতব্যয়ী হতে বলেছেন।’
পরিকল্পনা কমিশনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে যাচাই-বাছাইয়ের পর যেন প্রকল্প অনুমোদন দেয়া হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন বলে মন্ত্রী জানান।
অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ‘বাজারে নজরদারি জোরালো’ মন্তব্য করে মান্নান বলেন, খাদ্য সংকট মোকাবেলায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে হবে। কৃষির উপর আরো জোর দিতে হবে। যেখানে যত অনাবাদি জমি আছে, সব জায়গায় কৃষি উৎপাদন করতে হবে। বৈদ্যুতিক উপকরণ, বীজ, সার-পানি-কীটনাশক এসব সরবরাহ বাড়ানো হবে।

বেজার সঙ্গে চুক্তি অনুযায়ী, জ্যান্ট অ্যাকসেসরিজ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পাঁচ একর জমিতে একটি পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী শিল্প ইউনিট স্থাপন করবে, যেখানে তুলনামূলকভাবে কম পানি ও বিদ্যুৎ ব্যবহার করা হবে এবং গ্যাসের প্রয়োজন হবে না।
১ ঘণ্টা আগে
উন্নয়নশীল বিশ্বের প্রতি চারটি দেশের মধ্যে একটি দেশ এখনো ২০১৯ সালের তুলনায় দরিদ্র। ২০১৯ সাল ছিল কোভিড-১৯ মহামারির আগের সময়। এমনটাই জানিয়েছে, বিশ্ব ব্যাংক। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি বলেছে, নিম্নআয়ের অনেক দেশ গত বছরের শেষ পর্যন্ত ৬ বছরে বড় ধরনের নেতিবাচক ধাক্কা খেয়েছে।
৪ ঘণ্টা আগে
আবুল কালাম বলেন, ‘নতুন কমিশন দায়িত্ব নিয়েই পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে উদ্যোগ নেয়। কিন্তু ইস্যুয়ার কোম্পানি ও ইস্যু ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি, এখানে ভালো কোম্পানি তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে প্রাইসিংসহ আরও কয়েকটি সমস্যা বিদ্যমান। পরে টাস্কফোর্সের পরামর্শ ও সুপারিশ অনুযায়ী আইপিও
৫ ঘণ্টা আগে
২০২৫ সাল জুড়ে একের পর শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্কের আঘাত সয়ে নিয়েই চীন রেকর্ড বাণিজ্য করে দেখাল। আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে শক্তিশালী রপ্তানি প্রবৃদ্ধি ধরে রেখেছে চীন। গত বছর দেশটির বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১.২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা
৮ ঘণ্টা আগে