নিজস্ব প্রতিবেদক ঢাকা

দেশে এক যুগের মধ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এই অবস্থায় সকলকে ব্যয়ে সংযমী হতে এবং সংশ্লিষ্টদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নজরদারি বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন।
আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা তুলে ধরেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গত আগস্টে দেশে মূল্যস্ফীতি ৯ দশমিক ৫২ শতাংশে উঠেছিল, সেপ্টেম্বরে তা কমে ৯ দশমিক ১ শতাংশে নেমেছে। একনেক সভায় আমরা প্রধানমন্ত্রীর কাছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি উপস্থাপন করেছি। প্রধানমন্ত্রী আগে থেকে এসব বিষয়ে অবগত। নিত্য পণ্যের বাজার যেন আর চড়া না হয়, সে জন্য বাজারে নজরদারি জোরদার করতে বলেছেন প্রধানমন্ত্রী।’
‘এটা নির্বাহীভাবে করা যায়, অথবা পলিসিতেও করা যায়। কেউ যেন কোথাও বেশি মজুতদারি না করতে পারে সেদিকেও নজর দিতে হবে। সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী সকলকে সঞ্চয়ের পরামর্শও দিয়েছেন; প্রকল্পের ক্ষেত্রে সাশ্রয়ী ও মিতব্যয়ী হতে বলেছেন।’
পরিকল্পনা কমিশনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে যাচাই-বাছাইয়ের পর যেন প্রকল্প অনুমোদন দেয়া হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন বলে মন্ত্রী জানান।
অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ‘বাজারে নজরদারি জোরালো’ মন্তব্য করে মান্নান বলেন, খাদ্য সংকট মোকাবেলায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে হবে। কৃষির উপর আরো জোর দিতে হবে। যেখানে যত অনাবাদি জমি আছে, সব জায়গায় কৃষি উৎপাদন করতে হবে। বৈদ্যুতিক উপকরণ, বীজ, সার-পানি-কীটনাশক এসব সরবরাহ বাড়ানো হবে।

দেশে এক যুগের মধ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এই অবস্থায় সকলকে ব্যয়ে সংযমী হতে এবং সংশ্লিষ্টদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নজরদারি বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন।
আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা তুলে ধরেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গত আগস্টে দেশে মূল্যস্ফীতি ৯ দশমিক ৫২ শতাংশে উঠেছিল, সেপ্টেম্বরে তা কমে ৯ দশমিক ১ শতাংশে নেমেছে। একনেক সভায় আমরা প্রধানমন্ত্রীর কাছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি উপস্থাপন করেছি। প্রধানমন্ত্রী আগে থেকে এসব বিষয়ে অবগত। নিত্য পণ্যের বাজার যেন আর চড়া না হয়, সে জন্য বাজারে নজরদারি জোরদার করতে বলেছেন প্রধানমন্ত্রী।’
‘এটা নির্বাহীভাবে করা যায়, অথবা পলিসিতেও করা যায়। কেউ যেন কোথাও বেশি মজুতদারি না করতে পারে সেদিকেও নজর দিতে হবে। সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী সকলকে সঞ্চয়ের পরামর্শও দিয়েছেন; প্রকল্পের ক্ষেত্রে সাশ্রয়ী ও মিতব্যয়ী হতে বলেছেন।’
পরিকল্পনা কমিশনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে যাচাই-বাছাইয়ের পর যেন প্রকল্প অনুমোদন দেয়া হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন বলে মন্ত্রী জানান।
অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ‘বাজারে নজরদারি জোরালো’ মন্তব্য করে মান্নান বলেন, খাদ্য সংকট মোকাবেলায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে হবে। কৃষির উপর আরো জোর দিতে হবে। যেখানে যত অনাবাদি জমি আছে, সব জায়গায় কৃষি উৎপাদন করতে হবে। বৈদ্যুতিক উপকরণ, বীজ, সার-পানি-কীটনাশক এসব সরবরাহ বাড়ানো হবে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার দেশের সব পোশাক কারখানা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে পোশাকমালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আজ মঙ্গলবার পোশাকমালিকদের কাছে পাঠানো এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়। একই সঙ্গে জানাজার আগপর্যন্ত দেশের বিপণ
২ দিন আগে
জ্বালানি তেল প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের উপপরিচালক (মানি লন্ডারিং) মো. জাহাঙ্গীর আলম মামলাটি করেন।
২ দিন আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ।
৩ দিন আগে
শীতের রাত পেরিয়ে ভোরের আলো ফোটার আগেই যশোরের গ্রামাঞ্চলে শুরু হয় ব্যস্ততা। খেজুরগাছের নিচে হাজির হন গাছিরা। আগের বিকেলে কাটা গাছের ‘চোখ’ বেয়ে সারা রাত মাটির হাঁড়িতে জমেছে সুমিষ্ট খেজুর রস।
৩ দিন আগে