নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সংসদ সদস্যদের (এমপি) গাড়ি আমদানির ওপর শুল্ক বসানোর প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। এ জন্য ১৯৭৩ সালের প্রেসিডেনশিয়াল অর্ডার সংশোধন করতে হবে। কিন্তু সংসদের বাজেট অধিবেশনে আইনটি সংশোধন নিয়ে কোনো কথাই হয়নি। ফলে এমপিদের আগের মতো বিনা শুল্কে গাড়ি আমদানির সুবিধা বহাল রেখেই অর্থবিল পাস হয়েছে জাতীয় সংসদে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বেশির ভাগ সংসদ সদস্যের হ্যাঁ সূচক কণ্ঠভোটে অর্থবিলটি পাস হয়। বিল পাসের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইটেক পার্ক ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শুল্ক-করসংক্রান্ত আগের সুবিধা বহাল রাখার প্রস্তাব করলে অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সেটি গ্রহণ করেন। এ ছাড়া প্রস্তাবিত বাজেটের আর কোনো সংশোধনী গ্রহণ করা হয়নি। এমনকি কম কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ বাতিলসহ বেশ কিছু প্রস্তাব সংশোধনের দাবি থাকলেও অর্থমন্ত্রী তাতে গা করেননি। ফলে অর্থমন্ত্রী ৬ জুন সংসদে প্রস্তাবিত বাজেটের যে অর্থবিলটি এনেছিলেন, বলা যায় তার প্রায় পুরোটাই অবিকৃতভাবে পাস হলো।
বিকেলে সংসদ অধিবেশন শুরু হলে প্রথমে বিরোধীদলীয় নেতা জি এম কাদের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটের ওপর সমাপনী বক্তব্য দেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের একপর্যায়ে দেশের আইটি খাতের প্রসার ও বিদেশি বিনিয়োগের ধারা বজায় রাখতে হাইটেক পার্কের কর অব্যাহতি-সুবিধা আগে যা ছিল তা অব্যাহত রাখার প্রস্তাব করেন। একইভাবে তিনি হাইটেক পার্ক ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শূন্য শুল্কে শিল্পের যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির সুবিধাও বহাল রাখার সুপারিশ করেন। পরে অর্থমন্ত্রী তা আগের মতো বহাল রাখার পক্ষে মত দেন।
অর্থমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী তাঁর বাজেটের ওপর দেওয়া বক্তব্যে বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক অবস্থা, উচ্চ মূল্যস্ফীতি ও ডলারের দর, সুদের হারসহ নানা বিষয়ে কথা বলেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বাজেট দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করা হয়েছে। নীতি সুদহার বাড়িয়ে সাড়ে ৮ শতাংশে উন্নীত করা হয়েছে। ব্যাংক সুদের হার সম্পূর্ণরূপে বাজারভিত্তিক করা হয়েছে। তা ছাড়া রিজার্ভ বৃদ্ধির লক্ষ্যে ক্রলিং পেগ পদ্ধতি চালু করা হয়েছে। মুদ্রানীতির সংকোচনমূলক উদ্যোগের সাথে সংগতি রেখে রাজস্ব নীতিতেও সংস্কার করা হয়েছে। একই সাথে বিভিন্ন খাতে কৃচ্ছ্রসাধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব নীতি-কৌশলের ফলে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে আশা করি।’
প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থানসহায়ক অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা সম্পদ সঞ্চালনের পরিকল্পনা করেছি। এসব উদ্যোগের ফলে জিডিপি প্রবৃদ্ধি আগামী অর্থবছরে ৬ দশমিক ৭৫ শতাংশে এবং মধ্য মেয়াদে ৭ দশমিক ২৫ শতাংশে পৌঁছাবে বলে আমরা আশা রাখছি।’
বাজেটে সামাজিক সুরক্ষা জালের আওতা বাড়ানো হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ বাবদ বরাদ্দ ১ লাখ ৩৬ হাজার ২৬ কোটি টাকায় উন্নীত করা হয়েছে, যা চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১২ দশমিক ২ শতাংশ বেশি।
অর্থমন্ত্রীর বক্তব্যের পর বেশ কয়েকজন সংসদ সদস্যের সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে দেওয়া হলে তা বেশির ভাগ সদস্য নাকচ করে দেন। পরে অর্থমন্ত্রী বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা সদস্যদের কণ্ঠভোটে পাস হয়।

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সংসদ সদস্যদের (এমপি) গাড়ি আমদানির ওপর শুল্ক বসানোর প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। এ জন্য ১৯৭৩ সালের প্রেসিডেনশিয়াল অর্ডার সংশোধন করতে হবে। কিন্তু সংসদের বাজেট অধিবেশনে আইনটি সংশোধন নিয়ে কোনো কথাই হয়নি। ফলে এমপিদের আগের মতো বিনা শুল্কে গাড়ি আমদানির সুবিধা বহাল রেখেই অর্থবিল পাস হয়েছে জাতীয় সংসদে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বেশির ভাগ সংসদ সদস্যের হ্যাঁ সূচক কণ্ঠভোটে অর্থবিলটি পাস হয়। বিল পাসের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইটেক পার্ক ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শুল্ক-করসংক্রান্ত আগের সুবিধা বহাল রাখার প্রস্তাব করলে অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সেটি গ্রহণ করেন। এ ছাড়া প্রস্তাবিত বাজেটের আর কোনো সংশোধনী গ্রহণ করা হয়নি। এমনকি কম কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ বাতিলসহ বেশ কিছু প্রস্তাব সংশোধনের দাবি থাকলেও অর্থমন্ত্রী তাতে গা করেননি। ফলে অর্থমন্ত্রী ৬ জুন সংসদে প্রস্তাবিত বাজেটের যে অর্থবিলটি এনেছিলেন, বলা যায় তার প্রায় পুরোটাই অবিকৃতভাবে পাস হলো।
বিকেলে সংসদ অধিবেশন শুরু হলে প্রথমে বিরোধীদলীয় নেতা জি এম কাদের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটের ওপর সমাপনী বক্তব্য দেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের একপর্যায়ে দেশের আইটি খাতের প্রসার ও বিদেশি বিনিয়োগের ধারা বজায় রাখতে হাইটেক পার্কের কর অব্যাহতি-সুবিধা আগে যা ছিল তা অব্যাহত রাখার প্রস্তাব করেন। একইভাবে তিনি হাইটেক পার্ক ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শূন্য শুল্কে শিল্পের যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির সুবিধাও বহাল রাখার সুপারিশ করেন। পরে অর্থমন্ত্রী তা আগের মতো বহাল রাখার পক্ষে মত দেন।
অর্থমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী তাঁর বাজেটের ওপর দেওয়া বক্তব্যে বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক অবস্থা, উচ্চ মূল্যস্ফীতি ও ডলারের দর, সুদের হারসহ নানা বিষয়ে কথা বলেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বাজেট দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করা হয়েছে। নীতি সুদহার বাড়িয়ে সাড়ে ৮ শতাংশে উন্নীত করা হয়েছে। ব্যাংক সুদের হার সম্পূর্ণরূপে বাজারভিত্তিক করা হয়েছে। তা ছাড়া রিজার্ভ বৃদ্ধির লক্ষ্যে ক্রলিং পেগ পদ্ধতি চালু করা হয়েছে। মুদ্রানীতির সংকোচনমূলক উদ্যোগের সাথে সংগতি রেখে রাজস্ব নীতিতেও সংস্কার করা হয়েছে। একই সাথে বিভিন্ন খাতে কৃচ্ছ্রসাধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব নীতি-কৌশলের ফলে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে আশা করি।’
প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থানসহায়ক অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা সম্পদ সঞ্চালনের পরিকল্পনা করেছি। এসব উদ্যোগের ফলে জিডিপি প্রবৃদ্ধি আগামী অর্থবছরে ৬ দশমিক ৭৫ শতাংশে এবং মধ্য মেয়াদে ৭ দশমিক ২৫ শতাংশে পৌঁছাবে বলে আমরা আশা রাখছি।’
বাজেটে সামাজিক সুরক্ষা জালের আওতা বাড়ানো হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ বাবদ বরাদ্দ ১ লাখ ৩৬ হাজার ২৬ কোটি টাকায় উন্নীত করা হয়েছে, যা চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১২ দশমিক ২ শতাংশ বেশি।
অর্থমন্ত্রীর বক্তব্যের পর বেশ কয়েকজন সংসদ সদস্যের সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে দেওয়া হলে তা বেশির ভাগ সদস্য নাকচ করে দেন। পরে অর্থমন্ত্রী বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা সদস্যদের কণ্ঠভোটে পাস হয়।

সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল—রাষ্ট্রায়ত্ত এই ৬ ব্যাংকের ১ লাখ ৪৮ হাজার ২৮৮ কোটি টাকা আর হিসাবে ফিরে আসার সম্ভাবনা নেই; যা এই ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক বা ৪৬ দশমিক ৩৭ শতাংশ।
১২ ঘণ্টা আগে
মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ বাস্তবতাই এবার আসন্ন মুদ্রানীতির মূল সুর নির্ধারণ করে দিচ্ছে। গত বছরের অক্টোবরের পর নভেম্বর ও ডিসেম্বর টানা দুই মাস মূল্যস্ফীতি বাড়ায় বাংলাদেশ ব্যাংক আপাতত নীতি সুদহার কমানোর ঝুঁকিতে যেতে চাইছে না।
১২ ঘণ্টা আগে
উন্নয়ন বিবেচনায় বাংলাদেশের পুঁজিবাজার এখনো আঞ্চলিক প্রতিযোগী পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় দুই থেকে তিন বছর বা তারও বেশি সময় পিছিয়ে আছে বলে মনে করছেন বিদেশি বিনিয়োগকারীরা। মঙ্গলবার রাজধানীর বনানীতে একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের উদ্যোগে অনুষ্ঠিত ‘নির্বাচন-পরবর্তী ২০২৬ দিগন্ত...
১২ ঘণ্টা আগে
অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় থাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) শেয়ার হঠাৎ করেই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন দরপতনের পর এক টাকার নিচে নেমে যাওয়া এসব শেয়ার আজ মঙ্গলবার সর্বোচ্চ সার্কিট ব্রেকারে ঠেকে যায়। এতে প্রশ্ন উঠেছে, আর্থিকভাবে দেউলিয়া
১৬ ঘণ্টা আগে