
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রত্যাশা অনুযায়ী ১৩০ কোটি ডলার জরুরি সহায়তা ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিশ্বজুড়ে খাদ্যসংকটের মধ্যে সদ্য চালু খাদ্যসহায়তা কর্মসূচির আওতায় এই অর্থ দেওয়া হয়েছে বলে বৈশ্বিক আর্থিক খাতের নেতৃত্বে থাকা সংস্থাটির বিবৃতিতে জানানো হয়েছে।
ইউক্রেনের ‘ব্যালেন্স অব পেমেন্ট বা লেনদেনে ভারসাম্য রক্ষার জরুরি চাহিদা মেটানোর’ পাশাপাশি অন্যদের কাছ থেকে ‘ভবিষ্যতে আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রেও’ মধ্যস্ততায় সহায়তা করবে এই প্যাকেজ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল ওয়াশিংটনে এই প্যাকেজ উদ্বোধন করেছেন। এর অর্থ ছাড় করাও শুরু হয়েছে।
আইএমএফের বিবৃতিতে বলা হয়, ‘সাত মাসেরও আগে ইউক্রেনের বিরুদ্ধে শুরু করা রাশিয়ার যুদ্ধ চরম মানবিক ভোগান্তি ও অর্থনৈতিক সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরে দেশটির প্রকৃত জিডিপি ৩৫ শতাংশ সংকুচিত হবে। ফলে অর্থায়নের প্রয়োজন ব্যাপকই থাকবে।’
ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পরপর জরুরি ভিত্তিতে ইউক্রেনকে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে আইএমএফ। গত সপ্তাহে বিশ্বব্যাংক দেশটির জন্য ৫৩ কোটি ডলারের বাড়তি সহায়তা মঞ্জুর করে। এর আগে ইউক্রেনের জন্য জরুরি তহবিল হিসেবে প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলার দেওয়া হয়েছে, যার মধ্যে ১ হাজার ১০০ কোটি ডলার ছাড় করা হয়েছে বলে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি বলেছে।
একই দিন যুক্তরাষ্ট্রও ইউক্রেনের জন্য ১ হাজার ২৩০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে, যার আওতায় ৩৭০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে। রুশ আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্র সর্বমোট ৬ হাজার ৫০০ কোটি ডলার দিয়েছে ইউক্রেনকে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনেরে দক্ষিণ ও পশ্চিমের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে জুড়ে নেওয়া হয়েছে বলে ঘোষণা দেন। তবে কিয়েভের বাহিনী সম্প্রতি দনেৎস্কের কিছু অংশসহ লড়াইয়ের সম্মুখভাগজুড়ে রুশ সেনাদের পিছু হটতে বাধ্য করেছে।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রত্যাশা অনুযায়ী ১৩০ কোটি ডলার জরুরি সহায়তা ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিশ্বজুড়ে খাদ্যসংকটের মধ্যে সদ্য চালু খাদ্যসহায়তা কর্মসূচির আওতায় এই অর্থ দেওয়া হয়েছে বলে বৈশ্বিক আর্থিক খাতের নেতৃত্বে থাকা সংস্থাটির বিবৃতিতে জানানো হয়েছে।
ইউক্রেনের ‘ব্যালেন্স অব পেমেন্ট বা লেনদেনে ভারসাম্য রক্ষার জরুরি চাহিদা মেটানোর’ পাশাপাশি অন্যদের কাছ থেকে ‘ভবিষ্যতে আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রেও’ মধ্যস্ততায় সহায়তা করবে এই প্যাকেজ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল ওয়াশিংটনে এই প্যাকেজ উদ্বোধন করেছেন। এর অর্থ ছাড় করাও শুরু হয়েছে।
আইএমএফের বিবৃতিতে বলা হয়, ‘সাত মাসেরও আগে ইউক্রেনের বিরুদ্ধে শুরু করা রাশিয়ার যুদ্ধ চরম মানবিক ভোগান্তি ও অর্থনৈতিক সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরে দেশটির প্রকৃত জিডিপি ৩৫ শতাংশ সংকুচিত হবে। ফলে অর্থায়নের প্রয়োজন ব্যাপকই থাকবে।’
ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পরপর জরুরি ভিত্তিতে ইউক্রেনকে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে আইএমএফ। গত সপ্তাহে বিশ্বব্যাংক দেশটির জন্য ৫৩ কোটি ডলারের বাড়তি সহায়তা মঞ্জুর করে। এর আগে ইউক্রেনের জন্য জরুরি তহবিল হিসেবে প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলার দেওয়া হয়েছে, যার মধ্যে ১ হাজার ১০০ কোটি ডলার ছাড় করা হয়েছে বলে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি বলেছে।
একই দিন যুক্তরাষ্ট্রও ইউক্রেনের জন্য ১ হাজার ২৩০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে, যার আওতায় ৩৭০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে। রুশ আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্র সর্বমোট ৬ হাজার ৫০০ কোটি ডলার দিয়েছে ইউক্রেনকে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনেরে দক্ষিণ ও পশ্চিমের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে জুড়ে নেওয়া হয়েছে বলে ঘোষণা দেন। তবে কিয়েভের বাহিনী সম্প্রতি দনেৎস্কের কিছু অংশসহ লড়াইয়ের সম্মুখভাগজুড়ে রুশ সেনাদের পিছু হটতে বাধ্য করেছে।

বাংলাদেশে হিসাববিজ্ঞান পেশার ইতিহাসে এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। ১৭ জানুয়ারি ঢাকার হোটেল লো মেরিডিয়েনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬’। এই সম্মেলনে যোগ দিতে প্রথমবারের মতো ঢাকা আসছেন...
৩ ঘণ্টা আগে
বেজার সঙ্গে চুক্তি অনুযায়ী, জ্যান্ট অ্যাকসেসরিজ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পাঁচ একর জমিতে একটি পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী শিল্প ইউনিট স্থাপন করবে, যেখানে তুলনামূলকভাবে কম পানি ও বিদ্যুৎ ব্যবহার করা হবে এবং গ্যাসের প্রয়োজন হবে না।
৭ ঘণ্টা আগে
উন্নয়নশীল বিশ্বের প্রতি চারটি দেশের মধ্যে একটি দেশ এখনো ২০১৯ সালের তুলনায় দরিদ্র। ২০১৯ সাল ছিল কোভিড-১৯ মহামারির আগের সময়। এমনটাই জানিয়েছে, বিশ্ব ব্যাংক। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি বলেছে, নিম্নআয়ের অনেক দেশ গত বছরের শেষ পর্যন্ত ৬ বছরে বড় ধরনের নেতিবাচক ধাক্কা খেয়েছে।
১০ ঘণ্টা আগে
আবুল কালাম বলেন, ‘নতুন কমিশন দায়িত্ব নিয়েই পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে উদ্যোগ নেয়। কিন্তু ইস্যুয়ার কোম্পানি ও ইস্যু ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি, এখানে ভালো কোম্পানি তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে প্রাইসিংসহ আরও কয়েকটি সমস্যা বিদ্যমান। পরে টাস্কফোর্সের পরামর্শ ও সুপারিশ অনুযায়ী আইপিও
১২ ঘণ্টা আগে