
জুলাই মাসে চীন ও জাপানে তেলের উৎপাদন কম হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। এদিকে তেল সরবরাহে সামঞ্জস্য রক্ষায় ওপেক ও অন্যান্য শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিনিয়োগকারীরা। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আজ বিশ্ববাজারে রেড ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ১০৩ দশমিক ১৫ ডলার হয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ১৮ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৯৭ দশমিক ৪৪ ডলার হয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ চীনে করোনাভাইরাসজনিত লকডাউনের কারণে জুলাইয়ে উৎপাদন কমেছে। ক্যাক্সিন/মার্কিট ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স সূচক (পিএমআই) আগের মাসের ৫১ দশমিক ৭ থেকে জুলাই মাসে ৫০ দশমিক ৪ এ নেমে এসেছে।
অন্যদিকে জাপানের উৎপাদনও গত ১০ মাসের মধ্যে জুলাইয়ে সবচেয়ে কমেছে। বাজারবিশ্লেষক টিনা টিং বলেছেন, তেলের দাম কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে চীনের তেল উৎপাদন হতাশাজনকভাবে কমে যাওয়া।
টিনা টিং অরও বলেছেন, তথ্য-উপাত্ত থেকে দেখা যাচ্ছে, চীনের অর্থনৈতিক কার্যকলাপ আশ্চর্যজনকভাবে সংকুচিত হয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, লকডাউন থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি পুনরুদ্ধার কার্যক্রম প্রত্যাশা অনুযায়ী ইতিবাচক না-ও হতে পারে। এ কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের চাহিদা কমেছে।’
রয়টার্স জানিয়েছে, পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক, রাশিয়াসহ মিত্র দেশগুলোর সংস্থা ওপেক প্লাস সেপ্টেম্বরের উৎপাদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বুধবার বৈঠক করবে।

জুলাই মাসে চীন ও জাপানে তেলের উৎপাদন কম হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। এদিকে তেল সরবরাহে সামঞ্জস্য রক্ষায় ওপেক ও অন্যান্য শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিনিয়োগকারীরা। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আজ বিশ্ববাজারে রেড ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ১০৩ দশমিক ১৫ ডলার হয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ১৮ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৯৭ দশমিক ৪৪ ডলার হয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ চীনে করোনাভাইরাসজনিত লকডাউনের কারণে জুলাইয়ে উৎপাদন কমেছে। ক্যাক্সিন/মার্কিট ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স সূচক (পিএমআই) আগের মাসের ৫১ দশমিক ৭ থেকে জুলাই মাসে ৫০ দশমিক ৪ এ নেমে এসেছে।
অন্যদিকে জাপানের উৎপাদনও গত ১০ মাসের মধ্যে জুলাইয়ে সবচেয়ে কমেছে। বাজারবিশ্লেষক টিনা টিং বলেছেন, তেলের দাম কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে চীনের তেল উৎপাদন হতাশাজনকভাবে কমে যাওয়া।
টিনা টিং অরও বলেছেন, তথ্য-উপাত্ত থেকে দেখা যাচ্ছে, চীনের অর্থনৈতিক কার্যকলাপ আশ্চর্যজনকভাবে সংকুচিত হয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, লকডাউন থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি পুনরুদ্ধার কার্যক্রম প্রত্যাশা অনুযায়ী ইতিবাচক না-ও হতে পারে। এ কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের চাহিদা কমেছে।’
রয়টার্স জানিয়েছে, পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক, রাশিয়াসহ মিত্র দেশগুলোর সংস্থা ওপেক প্লাস সেপ্টেম্বরের উৎপাদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বুধবার বৈঠক করবে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের পর বিশ্ববাজারে ভূরাজনৈতিক ঝুঁকি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে। এর প্রভাব পড়েছে মূল্যবান ধাতু ও প্রতিরক্ষা খাতের শেয়ারে। এ ঘটনায় নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সম্পদের দিকে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা।
৯ মিনিট আগে
শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংককে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামি ব্যাংকের লেনদেন শুরুর প্রথম দুই দিনে আমানতকারীরা ১০৭ কোটি টাকার বেশি উত্তোলন করেছেন। সবচেয়ে বেশি আমানত তুলেছেন এক্সিম ব্যাংকের গ্রাহকেরা।
১ ঘণ্টা আগে
সদ্যবিদায়ী বছরের ডিসেম্বর মাসে জাতীয় পর্যায়ে পয়েন্ট-টু-পয়েন্ট গড় মূল্যস্ফীতি বেড়ে ৮.৪৯ শতাংশে উঠেছে। আজ সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে।
২ ঘণ্টা আগে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ কোম্পানিগুলোর আর্থিক স্বাস্থ্যচিত্র এখন শুধু দুর্বল তকমার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এদের ব্যবসার ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ টিকে থাকা নিয়েই তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। কোম্পানির সঙ্গে সরকারি ক্রয় চুক্তি (পিপিএ) মেয়াদ শেষ ও নতুন চুক্তির অনিশ্চয়তা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ
১৮ ঘণ্টা আগে