বিশেষ প্রতিনিধি, ঢাকা

আগামী বছরের মার্চ-এপ্রিল মাস পর্যন্ত দুবাই বা ভায়া দুবাই ভ্রমণকারী এমিরেটস যাত্রীরা দুবাই এবং ইউএইতে বিভিন্ন আকর্ষণীয় অফার উপভোগ করবেন। ‘মাই এমিরেটস পাস’ ব্যবহার করে ভ্রমণকারীরা এই সুবিধা নিতে পারবেন। এই পাস মূলত যাত্রীর এমিরেটস বোর্ডিং পাস এবং একটি বৈধ পরিচয়পত্র।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনস।
এতে বলা হয়েছ, মাই এমিরেটস পাসের মাধ্যমে যাত্রীরা বিভিন্ন রেস্টুরেন্ট, ফ্যামিলি ডে আউট, স্পা, বিলাসবহুল শপিং আউটলেট, প্রাইভেট পুলসহ বিভিন্ন স্থানে এক্সক্লুসিভ ডিসকাউন্ট পাবেন। দুবাইয়ের অন্যতম আকর্ষণ ‘এট দ্য টপ বুর্জ খলিফা’, ‘আইএমজি ওয়ার্ল্ডস অব অ্যাডভেঞ্চার অ্যান্ড অ্যাকুয়াভেঞ্চার ওয়াটার পার্ক’-এর ক্ষেত্রেও বিশেষ ডিসকাউন্ট প্রদান করা হবে।
রিটেইল, অবকাশ, ডাইনিং, সুপরিচিত অ্যাট্রাকশন, বিলাসবহুল স্পার জন্য ছয় শতাঅধিক বিশেষ অফার এবং ডিসকাউন্ট ছাড়াও চলতি শীত মৌসুমে যাত্রীরা এক্সপো সিটিতে অবস্থিত ‘ভিশন প্যাভিলিয়ন অ্যান্ড এক্সপো মিউজিয়াম’ বিনা মূল্যে ভিজিট করতে পারবেন।
উল্লেখ্য, চলতি শীত মৌসুমেই ৬ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১২ জানুয়ারি পর্যন্ত দুবাইজুড়ে আয়োজিত হচ্ছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও বৃহত্তম ‘দুবাই শপিং ফেস্টিভ্যাল’-এর ৩০তম আসর। ফেস্টিভ্যাল চলাকালেও এমিরেটস যাত্রীরা অসংখ্য অভাবনীয় সব অফার উপভোগ করতে পারবেন।
গ্রাহকেরা এমিরেটস হলিডেজের মাধ্যমে দুবাই প্যাকেজ বুক করতে পারেন। এ ক্ষেত্রে তারা অতিরিক্ত কিছু সুবিধা পাবেন যেমন—ফ্লেক্সিবল বুকিং অপশন সুবিধা। এ ছাড়াও এমিরেটস হলিডেজের সার্ভিস টিম দিন-রাত ২৪ ঘণ্টা যেকোনো প্রয়োজনে গ্রাহকদের সেবা প্রদান করবে।
দুবাই অবস্থানকালে এমিরেটসের লয়ালটি প্রোগ্রাম ‘স্কাইওয়ার্ডস’ সদস্যরা এয়ারলাইনটির বিভিন্ন পার্টনারের সেবা গ্রহণ করলে ‘মাইল’ বা পয়েন্ট অর্জন করার সুবিধা পাবেন। এসব পার্টনারের মধ্যে রয়েছে দুবাই মল, এরাবিয়ান অ্যাডভেঞ্চার, এমিরেটস হলিডেজ ইত্যাদি।
এমিরেটস বর্তমানে ঢাকায় প্রতি সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ১৪০টির অধিক গন্তব্যে ভ্রমণের জন্য সুবিধাজনক সংযোগ পাচ্ছেন।

আগামী বছরের মার্চ-এপ্রিল মাস পর্যন্ত দুবাই বা ভায়া দুবাই ভ্রমণকারী এমিরেটস যাত্রীরা দুবাই এবং ইউএইতে বিভিন্ন আকর্ষণীয় অফার উপভোগ করবেন। ‘মাই এমিরেটস পাস’ ব্যবহার করে ভ্রমণকারীরা এই সুবিধা নিতে পারবেন। এই পাস মূলত যাত্রীর এমিরেটস বোর্ডিং পাস এবং একটি বৈধ পরিচয়পত্র।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনস।
এতে বলা হয়েছ, মাই এমিরেটস পাসের মাধ্যমে যাত্রীরা বিভিন্ন রেস্টুরেন্ট, ফ্যামিলি ডে আউট, স্পা, বিলাসবহুল শপিং আউটলেট, প্রাইভেট পুলসহ বিভিন্ন স্থানে এক্সক্লুসিভ ডিসকাউন্ট পাবেন। দুবাইয়ের অন্যতম আকর্ষণ ‘এট দ্য টপ বুর্জ খলিফা’, ‘আইএমজি ওয়ার্ল্ডস অব অ্যাডভেঞ্চার অ্যান্ড অ্যাকুয়াভেঞ্চার ওয়াটার পার্ক’-এর ক্ষেত্রেও বিশেষ ডিসকাউন্ট প্রদান করা হবে।
রিটেইল, অবকাশ, ডাইনিং, সুপরিচিত অ্যাট্রাকশন, বিলাসবহুল স্পার জন্য ছয় শতাঅধিক বিশেষ অফার এবং ডিসকাউন্ট ছাড়াও চলতি শীত মৌসুমে যাত্রীরা এক্সপো সিটিতে অবস্থিত ‘ভিশন প্যাভিলিয়ন অ্যান্ড এক্সপো মিউজিয়াম’ বিনা মূল্যে ভিজিট করতে পারবেন।
উল্লেখ্য, চলতি শীত মৌসুমেই ৬ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১২ জানুয়ারি পর্যন্ত দুবাইজুড়ে আয়োজিত হচ্ছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও বৃহত্তম ‘দুবাই শপিং ফেস্টিভ্যাল’-এর ৩০তম আসর। ফেস্টিভ্যাল চলাকালেও এমিরেটস যাত্রীরা অসংখ্য অভাবনীয় সব অফার উপভোগ করতে পারবেন।
গ্রাহকেরা এমিরেটস হলিডেজের মাধ্যমে দুবাই প্যাকেজ বুক করতে পারেন। এ ক্ষেত্রে তারা অতিরিক্ত কিছু সুবিধা পাবেন যেমন—ফ্লেক্সিবল বুকিং অপশন সুবিধা। এ ছাড়াও এমিরেটস হলিডেজের সার্ভিস টিম দিন-রাত ২৪ ঘণ্টা যেকোনো প্রয়োজনে গ্রাহকদের সেবা প্রদান করবে।
দুবাই অবস্থানকালে এমিরেটসের লয়ালটি প্রোগ্রাম ‘স্কাইওয়ার্ডস’ সদস্যরা এয়ারলাইনটির বিভিন্ন পার্টনারের সেবা গ্রহণ করলে ‘মাইল’ বা পয়েন্ট অর্জন করার সুবিধা পাবেন। এসব পার্টনারের মধ্যে রয়েছে দুবাই মল, এরাবিয়ান অ্যাডভেঞ্চার, এমিরেটস হলিডেজ ইত্যাদি।
এমিরেটস বর্তমানে ঢাকায় প্রতি সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ১৪০টির অধিক গন্তব্যে ভ্রমণের জন্য সুবিধাজনক সংযোগ পাচ্ছেন।

প্রতিবেশী দেশগুলোতে কয়লা রপ্তানি বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘কোল ইন্ডিয়া লিমিটেড’ (সিআইএল)। এখন থেকে বাংলাদেশ, ভুটান ও নেপালের ক্রেতারা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি কোল ইন্ডিয়ার ই-নিলামে অংশ নিতে পারবেন।
৩ ঘণ্টা আগে
গত ডিসেম্বর মাসে ১ লাখ ৩১ হাজার প্রতিষ্ঠানকে নতুন করে ভ্যাট নিবন্ধনের আওতায় এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার। আজ শনিবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।
৩ ঘণ্টা আগে
পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মো. মনির হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব রাসেল। তাঁরা আগামী দুই বছর সংগঠনের নেতৃত্ব দেবেন।
১৭ ঘণ্টা আগে
কাস্টমস স্টেশনভিত্তিক শিপিং এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের জন্য আগের মতো এনবিআর থেকে পূর্বানুমোদন নিতে হবে না। ফলে আগের তুলনায় লাইসেন্সিং কর্তৃপক্ষ বর্তমানে আরও কম সময়ের মধ্যে শিপিং এজেন্ট লাইসেন্স প্রদান করতে পারবে।
২০ ঘণ্টা আগে