
আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলারের আধিপত্য কমানো তথা ডিডলারাইজেশনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। এবার দেশটি জ্বালানি তেল কেনার ক্ষেত্রে ডলার নয়, নিজ মুদ্রা রুপিতে মূল্য পরিশোধ করেছে। গত সপ্তাহের সোমবার সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।
নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ভারতের একটি শীর্ষ তেল শোধনাগার সংযুক্ত আরব আমিরাতের জাতীয় তেল কোম্পানির কাছ থেকে ১০ লাখ ব্যারেল জ্বালানি তেল কিনেছে। কিন্তু এ ক্ষেত্রে দেশটি জ্বালানির মূল্য ডলারে পরিশোধ না করে ভারতীয় রুপিতে করেছে।
সাধারণত বিশ্বের অধিকাংশ পণ্যের মতো জ্বালানি তেলের লেনদেনও ডলারেই হয়ে থাকে। কিন্তু সম্প্রতি ভারত নিজ মুদ্রার আন্তর্জাতিকীকরণের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশটি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করছে, যার ফলে দেশটি এখন থেকে জ্বালানি তেল কিনলে ডলারে নয়, রুপিতে মূল্য পরিশোধ করবে। এতে দেশটির জ্বালানি ব্যয় অনেকটাই কমে যাবে। কারণ, এতে রুপিকে ডলারে রূপান্তরিত করার কোনো অতিরিক্ত ব্যয় থাকবে না।
এই প্রথম ভারত জ্বালানি তেল কেনার ক্ষেত্রে রুপিতে মূল্য পরিশোধ করল। তবে ভারত এর আগেও রুপিতে লেনদেন করেছে। এর আগে ভারতীয় ব্যবসায়ীরা সংযুক্ত আরব আমিরাতের ক্রেতাদের কাছ থেকে রুপিতে ২৫ কেজি সোনা কিনেছেন। এর বাইরেও দেশ দুটি আন্তদেশীয় লেনদেনের ক্ষেত্রে নিজ নিজ মুদ্রা ব্যবহারের লক্ষ্যে একটি চুক্তিও স্বাক্ষর করেছে।
পশ্চিমা বিশ্বের বাইরে অনেক দেশই এখন আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডলারের বদলে নিজ নিজ মুদ্রা ব্যবহারের উদ্যোগ নিচ্ছে। এরই মধ্যে এই পথে চীন ও রাশিয়া অনেকটাই এগিয়ে গেছে। এখন ভারতও এই পথে বেশ দ্রুতগতিতেই এগিয়ে যাচ্ছে। মূলত রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্ব একগাদা নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই ডলারের আধিপত্য কমানো বা ডিডলারাইজেশনের প্রচেষ্টা এগিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলারের আধিপত্য কমানো তথা ডিডলারাইজেশনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। এবার দেশটি জ্বালানি তেল কেনার ক্ষেত্রে ডলার নয়, নিজ মুদ্রা রুপিতে মূল্য পরিশোধ করেছে। গত সপ্তাহের সোমবার সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।
নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ভারতের একটি শীর্ষ তেল শোধনাগার সংযুক্ত আরব আমিরাতের জাতীয় তেল কোম্পানির কাছ থেকে ১০ লাখ ব্যারেল জ্বালানি তেল কিনেছে। কিন্তু এ ক্ষেত্রে দেশটি জ্বালানির মূল্য ডলারে পরিশোধ না করে ভারতীয় রুপিতে করেছে।
সাধারণত বিশ্বের অধিকাংশ পণ্যের মতো জ্বালানি তেলের লেনদেনও ডলারেই হয়ে থাকে। কিন্তু সম্প্রতি ভারত নিজ মুদ্রার আন্তর্জাতিকীকরণের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশটি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করছে, যার ফলে দেশটি এখন থেকে জ্বালানি তেল কিনলে ডলারে নয়, রুপিতে মূল্য পরিশোধ করবে। এতে দেশটির জ্বালানি ব্যয় অনেকটাই কমে যাবে। কারণ, এতে রুপিকে ডলারে রূপান্তরিত করার কোনো অতিরিক্ত ব্যয় থাকবে না।
এই প্রথম ভারত জ্বালানি তেল কেনার ক্ষেত্রে রুপিতে মূল্য পরিশোধ করল। তবে ভারত এর আগেও রুপিতে লেনদেন করেছে। এর আগে ভারতীয় ব্যবসায়ীরা সংযুক্ত আরব আমিরাতের ক্রেতাদের কাছ থেকে রুপিতে ২৫ কেজি সোনা কিনেছেন। এর বাইরেও দেশ দুটি আন্তদেশীয় লেনদেনের ক্ষেত্রে নিজ নিজ মুদ্রা ব্যবহারের লক্ষ্যে একটি চুক্তিও স্বাক্ষর করেছে।
পশ্চিমা বিশ্বের বাইরে অনেক দেশই এখন আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডলারের বদলে নিজ নিজ মুদ্রা ব্যবহারের উদ্যোগ নিচ্ছে। এরই মধ্যে এই পথে চীন ও রাশিয়া অনেকটাই এগিয়ে গেছে। এখন ভারতও এই পথে বেশ দ্রুতগতিতেই এগিয়ে যাচ্ছে। মূলত রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্ব একগাদা নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই ডলারের আধিপত্য কমানো বা ডিডলারাইজেশনের প্রচেষ্টা এগিয়ে যাচ্ছে।

সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল—রাষ্ট্রায়ত্ত এই ৬ ব্যাংকের ১ লাখ ৪৮ হাজার ২৮৮ কোটি টাকা আর হিসাবে ফিরে আসার সম্ভাবনা নেই; যা এই ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক বা ৪৬ দশমিক ৩৭ শতাংশ।
৮ ঘণ্টা আগে
মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ বাস্তবতাই এবার আসন্ন মুদ্রানীতির মূল সুর নির্ধারণ করে দিচ্ছে। গত বছরের অক্টোবরের পর নভেম্বর ও ডিসেম্বর টানা দুই মাস মূল্যস্ফীতি বাড়ায় বাংলাদেশ ব্যাংক আপাতত নীতি সুদহার কমানোর ঝুঁকিতে যেতে চাইছে না।
৮ ঘণ্টা আগে
উন্নয়ন বিবেচনায় বাংলাদেশের পুঁজিবাজার এখনো আঞ্চলিক প্রতিযোগী পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় দুই থেকে তিন বছর বা তারও বেশি সময় পিছিয়ে আছে বলে মনে করছেন বিদেশি বিনিয়োগকারীরা। মঙ্গলবার রাজধানীর বনানীতে একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের উদ্যোগে অনুষ্ঠিত ‘নির্বাচন-পরবর্তী ২০২৬ দিগন্ত...
৮ ঘণ্টা আগে
অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় থাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) শেয়ার হঠাৎ করেই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন দরপতনের পর এক টাকার নিচে নেমে যাওয়া এসব শেয়ার আজ মঙ্গলবার সর্বোচ্চ সার্কিট ব্রেকারে ঠেকে যায়। এতে প্রশ্ন উঠেছে, আর্থিকভাবে দেউলিয়া
১২ ঘণ্টা আগে