বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন, যশোরের শার্শা উপজেলা নির্বাচন ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকছে বেনাপোল বন্দরের মধ্যে আমদানি–রপ্তানি কার্যক্রম। আজ শনিবার থেকে বুধবার পর্যন্ত দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। এতে বন্দরে আটকা পড়েছে সহস্রাধিক পণ্যবোঝাই ট্রাক।
এর আগে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে নিরাপত্তার কারণে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে ২০ মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ রাখা হয়। শুধু মেডিকেল ভিসা ও ভারতীয় পাসপোর্টধারীরা বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়।
গতকাল সন্ধ্যা থেকে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ থাকলেও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ছিল। আজ শনিবার থেকে আগামী বুধবার (২২ মে) পর্যন্ত এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে ২১ মে যশোরের শার্শা উপজেলা নির্বাচন এবং ২২ মে বুদ্ধপূর্ণিমার ছুটি।
আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়ায় দুই বন্দরে আটকা পড়েছে সহস্রাধিক পণ্যবোঝাই ট্রাক। এতে বিপাকে পড়েছেন চালকেরা।
পণ্য পরিবহনকারী ট্রাকচালক জমির উদ্দীন বলেন, ‘পাঁচ দিন বন্ধের কারণে বন্দরে আটকা পড়েছি। এতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।’
বেনাপোল বন্দর আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, ভারতে নির্বাচন ও বুদ্ধপূর্ণিমার ছুটিতে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে ভারত সরকার। এতে তাদের অনেক পণ্যবাহী ট্রাক ওপারে আটকা পড়েছে।
বেনাপোল স্থলবন্দর প্যাসেঞ্জার টার্মিনালের ইনচার্জ নাহিদুল ইসলাম নাহিদ জানান, ভারতীয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞায় ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ আছে। তবে মেডিকেল ভিসা চালু আছে। ২১ মে থেকে সব ধরনের পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক এবং ২৩ মে থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।

ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন, যশোরের শার্শা উপজেলা নির্বাচন ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকছে বেনাপোল বন্দরের মধ্যে আমদানি–রপ্তানি কার্যক্রম। আজ শনিবার থেকে বুধবার পর্যন্ত দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। এতে বন্দরে আটকা পড়েছে সহস্রাধিক পণ্যবোঝাই ট্রাক।
এর আগে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে নিরাপত্তার কারণে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে ২০ মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ রাখা হয়। শুধু মেডিকেল ভিসা ও ভারতীয় পাসপোর্টধারীরা বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়।
গতকাল সন্ধ্যা থেকে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ থাকলেও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ছিল। আজ শনিবার থেকে আগামী বুধবার (২২ মে) পর্যন্ত এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে ২১ মে যশোরের শার্শা উপজেলা নির্বাচন এবং ২২ মে বুদ্ধপূর্ণিমার ছুটি।
আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়ায় দুই বন্দরে আটকা পড়েছে সহস্রাধিক পণ্যবোঝাই ট্রাক। এতে বিপাকে পড়েছেন চালকেরা।
পণ্য পরিবহনকারী ট্রাকচালক জমির উদ্দীন বলেন, ‘পাঁচ দিন বন্ধের কারণে বন্দরে আটকা পড়েছি। এতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।’
বেনাপোল বন্দর আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, ভারতে নির্বাচন ও বুদ্ধপূর্ণিমার ছুটিতে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে ভারত সরকার। এতে তাদের অনেক পণ্যবাহী ট্রাক ওপারে আটকা পড়েছে।
বেনাপোল স্থলবন্দর প্যাসেঞ্জার টার্মিনালের ইনচার্জ নাহিদুল ইসলাম নাহিদ জানান, ভারতীয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞায় ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ আছে। তবে মেডিকেল ভিসা চালু আছে। ২১ মে থেকে সব ধরনের পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক এবং ২৩ মে থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।

অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় থাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) শেয়ার হঠাৎ করেই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন দরপতনের পর এক টাকার নিচে নেমে যাওয়া এসব শেয়ার আজ মঙ্গলবার সর্বোচ্চ সার্কিট ব্রেকারে ঠেকে যায়। এতে প্রশ্ন উঠেছে, আর্থিকভাবে দেউলিয়া
২ ঘণ্টা আগে
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো প্রণয়নের লক্ষ্যে গঠিত পে কমিশন আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রতিবেদন জমা দেওয়ার পর কমিশনের সম্ভাব্য সুপারিশগুলো
৩ ঘণ্টা আগে
নিউইয়র্কে ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) আয়োজিত এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট নেটওয়ার্কিং সেশনে অংশ নিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
৮ ঘণ্টা আগে
অর্থনীতির চলমান চাপ এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতার কারণে সরকারি খরচ চালাতে আয়ের অন্যতম উৎসে বড় ধরনের টান পড়েছে। এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রাজস্ব আদায়ে। এতে করে অর্থবছরের মাঝপথেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় ঘাটতির মুখে পড়েছে।
২০ ঘণ্টা আগে