বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন, যশোরের শার্শা উপজেলা নির্বাচন ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকছে বেনাপোল বন্দরের মধ্যে আমদানি–রপ্তানি কার্যক্রম। আজ শনিবার থেকে বুধবার পর্যন্ত দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। এতে বন্দরে আটকা পড়েছে সহস্রাধিক পণ্যবোঝাই ট্রাক।
এর আগে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে নিরাপত্তার কারণে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে ২০ মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ রাখা হয়। শুধু মেডিকেল ভিসা ও ভারতীয় পাসপোর্টধারীরা বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়।
গতকাল সন্ধ্যা থেকে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ থাকলেও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ছিল। আজ শনিবার থেকে আগামী বুধবার (২২ মে) পর্যন্ত এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে ২১ মে যশোরের শার্শা উপজেলা নির্বাচন এবং ২২ মে বুদ্ধপূর্ণিমার ছুটি।
আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়ায় দুই বন্দরে আটকা পড়েছে সহস্রাধিক পণ্যবোঝাই ট্রাক। এতে বিপাকে পড়েছেন চালকেরা।
পণ্য পরিবহনকারী ট্রাকচালক জমির উদ্দীন বলেন, ‘পাঁচ দিন বন্ধের কারণে বন্দরে আটকা পড়েছি। এতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।’
বেনাপোল বন্দর আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, ভারতে নির্বাচন ও বুদ্ধপূর্ণিমার ছুটিতে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে ভারত সরকার। এতে তাদের অনেক পণ্যবাহী ট্রাক ওপারে আটকা পড়েছে।
বেনাপোল স্থলবন্দর প্যাসেঞ্জার টার্মিনালের ইনচার্জ নাহিদুল ইসলাম নাহিদ জানান, ভারতীয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞায় ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ আছে। তবে মেডিকেল ভিসা চালু আছে। ২১ মে থেকে সব ধরনের পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক এবং ২৩ মে থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।

ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন, যশোরের শার্শা উপজেলা নির্বাচন ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকছে বেনাপোল বন্দরের মধ্যে আমদানি–রপ্তানি কার্যক্রম। আজ শনিবার থেকে বুধবার পর্যন্ত দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। এতে বন্দরে আটকা পড়েছে সহস্রাধিক পণ্যবোঝাই ট্রাক।
এর আগে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে নিরাপত্তার কারণে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে ২০ মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ রাখা হয়। শুধু মেডিকেল ভিসা ও ভারতীয় পাসপোর্টধারীরা বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়।
গতকাল সন্ধ্যা থেকে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ থাকলেও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ছিল। আজ শনিবার থেকে আগামী বুধবার (২২ মে) পর্যন্ত এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে ২১ মে যশোরের শার্শা উপজেলা নির্বাচন এবং ২২ মে বুদ্ধপূর্ণিমার ছুটি।
আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়ায় দুই বন্দরে আটকা পড়েছে সহস্রাধিক পণ্যবোঝাই ট্রাক। এতে বিপাকে পড়েছেন চালকেরা।
পণ্য পরিবহনকারী ট্রাকচালক জমির উদ্দীন বলেন, ‘পাঁচ দিন বন্ধের কারণে বন্দরে আটকা পড়েছি। এতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।’
বেনাপোল বন্দর আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, ভারতে নির্বাচন ও বুদ্ধপূর্ণিমার ছুটিতে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে ভারত সরকার। এতে তাদের অনেক পণ্যবাহী ট্রাক ওপারে আটকা পড়েছে।
বেনাপোল স্থলবন্দর প্যাসেঞ্জার টার্মিনালের ইনচার্জ নাহিদুল ইসলাম নাহিদ জানান, ভারতীয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞায় ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ আছে। তবে মেডিকেল ভিসা চালু আছে। ২১ মে থেকে সব ধরনের পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক এবং ২৩ মে থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল ও আমদানি বন্ধের প্রতিশ্রুতি চেয়েছে ক্যাব যুব সংসদ।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে বিনিয়োগ, প্রযুক্তি ও অংশীদারিত্বে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।
৬ ঘণ্টা আগে
কাস্টমস শুল্ক হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ ধার্য্য করে আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
২০ ঘণ্টা আগে