Ajker Patrika

বিজিএমইএ–ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ বৈঠক

আজকের পত্রিকা ডেস্ক­
বিজিএমইএ–ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ বৈঠক। ছবি: সংগৃহীত
বিজিএমইএ–ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ বৈঠক। ছবি: সংগৃহীত

ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ ব্রেন্ডন লিঞ্চ এবং দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া অঞ্চলের ট্রেড পলিসি অ্যানালিস্ট এমিলি অ্যাশবি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন।

আজ মঙ্গলবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) ওপর বিশেষ গুরুত্ব প্রদান করে দ্বিপক্ষীয় বাণিজ্যের মূল বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়।

বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিএমইএ প্রতিনিধিদলে ছিলেন—বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান, সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব এবং বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্যগণ ইনামুল হক খান বাবলু, আসিফ আশরাফ ও আ ন ম সাইফুদ্দিন।

বৈঠকে বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পোশাক শিল্পে যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে, তার সংক্ষিপ্ত বিবরণ দেন।

আলোচনাকালে বিজিএমইএ নেতারাও বাংলাদেশের পোশাক শিল্পে কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকদের অধিকার, শ্রম আইন সংস্কার এবং পরিবেশগত টেকসই উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে শিল্পের অর্জনগুলো তুলে ধরেন।

তারা পোশাক শিল্প আন্তর্জাতিক মান পূরণের সঙ্গে সঙ্গে যেন দায়িত্বশীলতার সঙ্গে বিকশিত হয়, তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে শিল্পের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সভায় উভয় পক্ষই তৈরি পোশাক শিল্পকে আরও টেকসই ও শ্রমবান্ধব করার জন্য অব্যাহত সহযোগিতা এবং একসঙ্গে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ আরও বাড়াতে টিকফা এর মাধ্যমে ফলপ্রসূ সংলাপের ওপর জোর দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত