আজকের পত্রিকা ডেস্ক

ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ ব্রেন্ডন লিঞ্চ এবং দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া অঞ্চলের ট্রেড পলিসি অ্যানালিস্ট এমিলি অ্যাশবি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন।
আজ মঙ্গলবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) ওপর বিশেষ গুরুত্ব প্রদান করে দ্বিপক্ষীয় বাণিজ্যের মূল বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়।
বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিএমইএ প্রতিনিধিদলে ছিলেন—বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান, সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব এবং বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্যগণ ইনামুল হক খান বাবলু, আসিফ আশরাফ ও আ ন ম সাইফুদ্দিন।
বৈঠকে বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পোশাক শিল্পে যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে, তার সংক্ষিপ্ত বিবরণ দেন।
আলোচনাকালে বিজিএমইএ নেতারাও বাংলাদেশের পোশাক শিল্পে কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকদের অধিকার, শ্রম আইন সংস্কার এবং পরিবেশগত টেকসই উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে শিল্পের অর্জনগুলো তুলে ধরেন।
তারা পোশাক শিল্প আন্তর্জাতিক মান পূরণের সঙ্গে সঙ্গে যেন দায়িত্বশীলতার সঙ্গে বিকশিত হয়, তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে শিল্পের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সভায় উভয় পক্ষই তৈরি পোশাক শিল্পকে আরও টেকসই ও শ্রমবান্ধব করার জন্য অব্যাহত সহযোগিতা এবং একসঙ্গে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ আরও বাড়াতে টিকফা এর মাধ্যমে ফলপ্রসূ সংলাপের ওপর জোর দেওয়া হয়েছে।

ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ ব্রেন্ডন লিঞ্চ এবং দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া অঞ্চলের ট্রেড পলিসি অ্যানালিস্ট এমিলি অ্যাশবি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন।
আজ মঙ্গলবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) ওপর বিশেষ গুরুত্ব প্রদান করে দ্বিপক্ষীয় বাণিজ্যের মূল বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়।
বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিএমইএ প্রতিনিধিদলে ছিলেন—বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান, সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব এবং বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্যগণ ইনামুল হক খান বাবলু, আসিফ আশরাফ ও আ ন ম সাইফুদ্দিন।
বৈঠকে বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পোশাক শিল্পে যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে, তার সংক্ষিপ্ত বিবরণ দেন।
আলোচনাকালে বিজিএমইএ নেতারাও বাংলাদেশের পোশাক শিল্পে কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকদের অধিকার, শ্রম আইন সংস্কার এবং পরিবেশগত টেকসই উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে শিল্পের অর্জনগুলো তুলে ধরেন।
তারা পোশাক শিল্প আন্তর্জাতিক মান পূরণের সঙ্গে সঙ্গে যেন দায়িত্বশীলতার সঙ্গে বিকশিত হয়, তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে শিল্পের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সভায় উভয় পক্ষই তৈরি পোশাক শিল্পকে আরও টেকসই ও শ্রমবান্ধব করার জন্য অব্যাহত সহযোগিতা এবং একসঙ্গে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ আরও বাড়াতে টিকফা এর মাধ্যমে ফলপ্রসূ সংলাপের ওপর জোর দেওয়া হয়েছে।

দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার যাত্রী পরিবহন ছিল আলোচিত ও বিতর্কিত এস আলম গ্রুপের অন্যতম বড় ব্যবসা। পুরোনো সেই তথ্যের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি আর্থিক জটিলতা। গ্রুপটি সংকটে পড়ার ঠিক এক বছর আগে, আগের প্রায় ২০০টি বাসের সঙ্গে আরও ১৩৪টি বিলাসবহুল হিনো বাস নামানোর পরিকল্পনায় বড় অঙ্কের বিনিয়োগ...
৩ ঘণ্টা আগে
শিল্প ও কর্মসংস্থানের আশায় দীর্ঘ ৩৮ বছর অপেক্ষার পর এখনো কার্যকর শিল্পাঞ্চলে রূপ পায়নি কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরী। কাগজ-কলমে একে প্রায় পূর্ণ শিল্পনগরী বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে নেই শিল্পের গতি ও বিনিয়োগবান্ধব পরিবেশ। অব্যবস্থাপনা, সেবার ঘাটতি আর প্রশাসনিক জটিলতায়...
৩ ঘণ্টা আগে
ইরানকে ঘিরে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা ও তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ভেনেজুয়েলা থেকে অতিরিক্ত তেল বাজারে আসতে পারে এই সম্ভাবনাও দাম বাড়া ঠেকাতে পারেনি।
৩ ঘণ্টা আগে
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী গতি দেখিয়েছে। স্থির মূল্যে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৫০ শতাংশে। এক বছর আগে, অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে এই প্রবৃদ্ধি ছিল মাত্র ২ দশমিক ৫৮ শতাংশ।
৩ ঘণ্টা আগে