নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে নিত্যপ্রয়োজনীয পণ্য আমদানিতে ডলার সরবরাহ অব্যাহত রয়েছে। বিশেষ করে রমজান মাস বিবেচনায় খেজুর, ছোলা ও চিনির জন্য ঋণপত্র (এলসি) খোলা স্বাভাবিক রাখতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মুখপাত্র মো. মেজবাউল হক।
তিনি বলেন, দেশে ডলারের তীব্র সংকট চলছে। তবু নিত্যপণ্য আমদানি ব্যয় মেটাতে রিজার্ভ থেকে প্রতিনিয়ত ডলার সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। রমজানের জন্য পণ্যের এলসি খুলতেও সমস্যা নেই।
মেজবাউল হক জানান, চলতি অর্থবছরের সাত মাসেই রিজার্ভ থেকে পণ্য আমদানির জন্য ৯২০ কোটি ডলার বিক্রি করা হয়েছে। যা গত অর্থবছরে ছিল ৭৬২ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সদ্য বিদায়ী জানুয়ারিতে ৫ লাখ ৬৫ হাজার ৯৪১ টন চিনির ঋণপত্র খোলা হয়েছে। এটি তার আগের বছরে ছিল ৫ লাখ ১১ হাজার ৪৯৩ টন। সেই হিসাবে জানুয়ারিতে ৫৪ হাজার ৪৪৮ টন বেশি চিনির ঋণপত্র খোলা হয়েছে।
আর ভোজ্য তেল আমদানির জন্য ৩ লাখ ৯০ হাজার ৮৫৩ মেট্রিক টনের ঋণপত্র খোলা হয়েছে। তা ২০২২ সালের জানুয়ারিতে ছিল ৩ লাখ ৫২ হাজার ৯৬০ মেট্রিক টন। একইভাবে গত মাসে ৪২ হাজার ৫৬৩ টন পেঁয়াজ আমদানির ঋণপত্র খোলা হয়েছে। আগের বছরের একই মাসে ছিল ৩৬ হাজার ২২৬ টন।
চলতি বছরের জানুয়ারিতে ২৯ হাজার ৪৮২ টন খেজুর আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে। তার আগের বছরের জানুয়ারিতে ছিল ১৬ হাজার ৪৯৮ মেট্রিক টন।
তবে ছোলার ক্ষেত্রে কিছুটা কম এলসি খোলা হয়েছে। গত জানুয়ারিতে ২ লাখ ২৪ হাজার ৫৬৭ টন ছোলা আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে। আগের বছরের জানুয়ারিতে ছিল ২ লাখ ৬৫ হাজার ৫৯৬ টন।

দেশে নিত্যপ্রয়োজনীয পণ্য আমদানিতে ডলার সরবরাহ অব্যাহত রয়েছে। বিশেষ করে রমজান মাস বিবেচনায় খেজুর, ছোলা ও চিনির জন্য ঋণপত্র (এলসি) খোলা স্বাভাবিক রাখতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মুখপাত্র মো. মেজবাউল হক।
তিনি বলেন, দেশে ডলারের তীব্র সংকট চলছে। তবু নিত্যপণ্য আমদানি ব্যয় মেটাতে রিজার্ভ থেকে প্রতিনিয়ত ডলার সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। রমজানের জন্য পণ্যের এলসি খুলতেও সমস্যা নেই।
মেজবাউল হক জানান, চলতি অর্থবছরের সাত মাসেই রিজার্ভ থেকে পণ্য আমদানির জন্য ৯২০ কোটি ডলার বিক্রি করা হয়েছে। যা গত অর্থবছরে ছিল ৭৬২ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সদ্য বিদায়ী জানুয়ারিতে ৫ লাখ ৬৫ হাজার ৯৪১ টন চিনির ঋণপত্র খোলা হয়েছে। এটি তার আগের বছরে ছিল ৫ লাখ ১১ হাজার ৪৯৩ টন। সেই হিসাবে জানুয়ারিতে ৫৪ হাজার ৪৪৮ টন বেশি চিনির ঋণপত্র খোলা হয়েছে।
আর ভোজ্য তেল আমদানির জন্য ৩ লাখ ৯০ হাজার ৮৫৩ মেট্রিক টনের ঋণপত্র খোলা হয়েছে। তা ২০২২ সালের জানুয়ারিতে ছিল ৩ লাখ ৫২ হাজার ৯৬০ মেট্রিক টন। একইভাবে গত মাসে ৪২ হাজার ৫৬৩ টন পেঁয়াজ আমদানির ঋণপত্র খোলা হয়েছে। আগের বছরের একই মাসে ছিল ৩৬ হাজার ২২৬ টন।
চলতি বছরের জানুয়ারিতে ২৯ হাজার ৪৮২ টন খেজুর আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে। তার আগের বছরের জানুয়ারিতে ছিল ১৬ হাজার ৪৯৮ মেট্রিক টন।
তবে ছোলার ক্ষেত্রে কিছুটা কম এলসি খোলা হয়েছে। গত জানুয়ারিতে ২ লাখ ২৪ হাজার ৫৬৭ টন ছোলা আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে। আগের বছরের জানুয়ারিতে ছিল ২ লাখ ৬৫ হাজার ৫৯৬ টন।

নতুন বছরের শুরুতেই ক্রেতা-ভোক্তাদের জন্য সুখবর আসছে চালের বাজার থেকে। নতুন মৌসুমের আমন ধানের সরবরাহে পাইজাম, গুটি, স্বর্ণা, ব্রি-২৮, শম্পা কাটারিসহ প্রায় সব ধরনের চালের দাম কমেছে। সবজির বাজারে স্বস্তি বাড়িয়েছে হরেক রকম শাক।
১৩ মিনিট আগে
পাঁচ ব্যাংক একীভূত করে গড়ে তোলা সম্মিলিত ইসলামী ব্যাংক নতুন বছরের প্রথম দিনে লেনদেন চালু করেছে। আজ বৃহস্পতিবার ব্যাংকটির বিভিন্ন শাখা থেকে চাহিদামতো সর্বোচ্চ ২ লাখ টাকা উত্তোলন করতে পেরেছেন বিলুপ্ত পাঁচ ব্যাংকের আমানতকারীরা।
৪ ঘণ্টা আগে
চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ২০২৫ সালে ২ দশমিক ২৬ মিলিয়ন ইলেকট্রিক ভেহিকেল বিক্রি করেছে, যা কোনো কোম্পানির জন্য বিশ্বব্যাপী নতুন রেকর্ড।
৫ ঘণ্টা আগে
সরকার জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণ করেছে। নতুন নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার ১০.৫৯ শতাংশ এবং সর্বনিম্ন ৮.৭৪ শতাংশ, যা ১ জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে গতকাল বৃহস্পতিবার....
৫ ঘণ্টা আগে