Ajker Patrika

সোনার দাম আবার বাড়ল, ভরি ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা

ফাইল ছবি
ফাইল ছবি

দেশের সোনার বাজারে এক দিনের ব্যবধানে বড় পরিমাণ মূল্যবৃদ্ধি ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের কারণে স্থানীয় বাজারেও দাম বেড়েছে। নতুন মূল্যহার আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্যহার অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ককৃত সোনার প্রতি ভরি এখন ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা, যা আগের তুলনায় ৮৫৭ টাকা বেশি। প্রতি গ্রামে হিসাব করলে ২২ ক্যারেট সোনার নতুন দাম ১১ হাজার ৮৯২ টাকা, যা ৭৩ টাকা বৃদ্ধি পেয়েছে।

একইভাবে ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, যা আগের চেয়ে ৮০০ টাকা বেশি। ৭০ টাকা বৃদ্ধি পেয়ে ২১ ক্যারেটের প্রতি গ্রামের দাম হয়েছে ১১ হাজার ৩৫১ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ১ লাখ ১৩ হাজার ৪৯০ টাকা, যা আগের চেয়ে ৭১৫ টাকা বেশি। প্রতি গ্রামে এই ক্যারেটের দাম বেড়ে হয়েছে ৯,৭৩০ টাকা, যা আগের তুলনায় ৬০ টাকা বেশি।

সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম হয়েছে ৯৩ হাজার ১৬০ টাকা এবং প্রতি গ্রামে ৭,৯৮৭ টাকা, যা যথাক্রমে ৫০৮ ও ৫০ টাকা বেশি।

রূপার ক্ষেত্রেও মূল্য বৃদ্ধি পেয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রূপার দাম বেড়ে হয়েছে ২ হাজার ৫৭৭ টাকা। ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা হয়েছে। সনাতন পদ্ধতিতে প্রতি ভরির রূপার দাম এখন ১ হাজার ৫৮৬ টাকা।

আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যবৃদ্ধি এবং টাকার মানের পতনই এ মূল্যবৃদ্ধির প্রধান কারণ বলে বাজুস জানিয়েছে। ঘোষিত মূল্যের সঙ্গে ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার পরিবর্তিত হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত