এএফপি, লন্ডন

তেলের দাম আবার বাড়তে শুরু করেছে। গতকাল বুধবার বৈশ্বিক শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেলেও বিনিয়োগকারীরা নজর রাখছেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয়, সেটির দিকে।
এদিকে ন্যাটো শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ সদস্যরাষ্ট্রগুলো প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে, যা বিশ্ব রাজনীতিতে বড় বার্তা বহন করছে।
মঙ্গলবার মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল সুদের হার কমানোর সম্ভাবনার কথা পুরোপুরি উড়িয়ে না দেওয়ায় ডলারের মান কমে যায়। তবে গতকাল তা কিছুটা ঘুরে দাঁড়ায়। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ মার্কিন অর্থনীতির গতি শ্লথ করতে পারে।
হারগ্রিভস ল্যান্সডাউনের অর্থনীতি ও বাজার প্রধান সুসান্নাহ স্ট্রিটার বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি স্থায়ী হবে, এ নিয়ে বাজারে একধরনের আশা তৈরি হয়েছিল। তবে এখন সেই আশায় ফাটল ধরেছে।
ট্রেড নেশনের বিশ্লেষক ডেভিড মরিসন বলেন, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে বিনিয়োগকারীরা সতর্ক। আপাতত বড় ঝুঁকি মনে না হলেও যেকোনো সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে।
মঙ্গলবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণার খবরে ওয়াল স্ট্রিট ও ইউরোপীয় বাজার চাঙা হয়ে উঠলে এশিয়ার বাজারগুলোও গতকাল ঊর্ধ্বমুখী ছিল। তবে ইউরোপের শেয়ারবাজার কিছুটা নিচে নামে এবং ওয়াল স্ট্রিটে মিশ্র সূচক দেখা যায়।
অপরিশোধিত জ্বালানি তেলের প্রধান বেঞ্চমার্ক ব্রেন্টের দাম গতকাল শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। এর আগের দিন এটি প্রায় ৭ শতাংশ পড়ে গিয়েছিল। এর আগে সোমবার যুক্তরাষ্ট্র ইরানে বোমা হামলার পরপরই ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।
গতকাল ট্রাম্প বলেন, ‘আমাদের হামলায় ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। তারা এখন বহু বছর পরমাণু অস্ত্র তৈরির মতো অবস্থায় ফিরতে পারবে না।’ তিনি জানান, যুদ্ধবিরতি ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে।
তবে মার্কিন গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া তথ্য বলছে, হামলার প্রভাব ততটা দীর্ঘস্থায়ী নয়; ইরানের কর্মসূচি শুধু কয়েক মাস পিছিয়েছে।
এসব মন্তব্য ট্রাম্প করেন নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত এক সম্মেলনে। সেখানে তিনি বলেন, ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা বাজেট বাড়ানো সবার জন্যই এক বড় বিজয়। ২০৩৫ সালের মধ্যে ন্যাটোর ৩২টি সদস্যদেশ নিজেদের মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

তেলের দাম আবার বাড়তে শুরু করেছে। গতকাল বুধবার বৈশ্বিক শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেলেও বিনিয়োগকারীরা নজর রাখছেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয়, সেটির দিকে।
এদিকে ন্যাটো শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ সদস্যরাষ্ট্রগুলো প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে, যা বিশ্ব রাজনীতিতে বড় বার্তা বহন করছে।
মঙ্গলবার মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল সুদের হার কমানোর সম্ভাবনার কথা পুরোপুরি উড়িয়ে না দেওয়ায় ডলারের মান কমে যায়। তবে গতকাল তা কিছুটা ঘুরে দাঁড়ায়। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ মার্কিন অর্থনীতির গতি শ্লথ করতে পারে।
হারগ্রিভস ল্যান্সডাউনের অর্থনীতি ও বাজার প্রধান সুসান্নাহ স্ট্রিটার বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি স্থায়ী হবে, এ নিয়ে বাজারে একধরনের আশা তৈরি হয়েছিল। তবে এখন সেই আশায় ফাটল ধরেছে।
ট্রেড নেশনের বিশ্লেষক ডেভিড মরিসন বলেন, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে বিনিয়োগকারীরা সতর্ক। আপাতত বড় ঝুঁকি মনে না হলেও যেকোনো সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে।
মঙ্গলবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণার খবরে ওয়াল স্ট্রিট ও ইউরোপীয় বাজার চাঙা হয়ে উঠলে এশিয়ার বাজারগুলোও গতকাল ঊর্ধ্বমুখী ছিল। তবে ইউরোপের শেয়ারবাজার কিছুটা নিচে নামে এবং ওয়াল স্ট্রিটে মিশ্র সূচক দেখা যায়।
অপরিশোধিত জ্বালানি তেলের প্রধান বেঞ্চমার্ক ব্রেন্টের দাম গতকাল শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। এর আগের দিন এটি প্রায় ৭ শতাংশ পড়ে গিয়েছিল। এর আগে সোমবার যুক্তরাষ্ট্র ইরানে বোমা হামলার পরপরই ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।
গতকাল ট্রাম্প বলেন, ‘আমাদের হামলায় ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। তারা এখন বহু বছর পরমাণু অস্ত্র তৈরির মতো অবস্থায় ফিরতে পারবে না।’ তিনি জানান, যুদ্ধবিরতি ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে।
তবে মার্কিন গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া তথ্য বলছে, হামলার প্রভাব ততটা দীর্ঘস্থায়ী নয়; ইরানের কর্মসূচি শুধু কয়েক মাস পিছিয়েছে।
এসব মন্তব্য ট্রাম্প করেন নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত এক সম্মেলনে। সেখানে তিনি বলেন, ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা বাজেট বাড়ানো সবার জন্যই এক বড় বিজয়। ২০৩৫ সালের মধ্যে ন্যাটোর ৩২টি সদস্যদেশ নিজেদের মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল—রাষ্ট্রায়ত্ত এই ৬ ব্যাংকের ১ লাখ ৪৮ হাজার ২৮৮ কোটি টাকা আর হিসাবে ফিরে আসার সম্ভাবনা নেই; যা এই ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক বা ৪৬ দশমিক ৩৭ শতাংশ।
১৫ ঘণ্টা আগে
মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ বাস্তবতাই এবার আসন্ন মুদ্রানীতির মূল সুর নির্ধারণ করে দিচ্ছে। গত বছরের অক্টোবরের পর নভেম্বর ও ডিসেম্বর টানা দুই মাস মূল্যস্ফীতি বাড়ায় বাংলাদেশ ব্যাংক আপাতত নীতি সুদহার কমানোর ঝুঁকিতে যেতে চাইছে না।
১৫ ঘণ্টা আগে
উন্নয়ন বিবেচনায় বাংলাদেশের পুঁজিবাজার এখনো আঞ্চলিক প্রতিযোগী পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় দুই থেকে তিন বছর বা তারও বেশি সময় পিছিয়ে আছে বলে মনে করছেন বিদেশি বিনিয়োগকারীরা। মঙ্গলবার রাজধানীর বনানীতে একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের উদ্যোগে অনুষ্ঠিত ‘নির্বাচন-পরবর্তী ২০২৬ দিগন্ত...
১৫ ঘণ্টা আগে
অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় থাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) শেয়ার হঠাৎ করেই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন দরপতনের পর এক টাকার নিচে নেমে যাওয়া এসব শেয়ার আজ মঙ্গলবার সর্বোচ্চ সার্কিট ব্রেকারে ঠেকে যায়। এতে প্রশ্ন উঠেছে, আর্থিকভাবে দেউলিয়া
১৯ ঘণ্টা আগে