এএফপি, লন্ডন

তেলের দাম আবার বাড়তে শুরু করেছে। গতকাল বুধবার বৈশ্বিক শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেলেও বিনিয়োগকারীরা নজর রাখছেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয়, সেটির দিকে।
এদিকে ন্যাটো শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ সদস্যরাষ্ট্রগুলো প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে, যা বিশ্ব রাজনীতিতে বড় বার্তা বহন করছে।
মঙ্গলবার মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল সুদের হার কমানোর সম্ভাবনার কথা পুরোপুরি উড়িয়ে না দেওয়ায় ডলারের মান কমে যায়। তবে গতকাল তা কিছুটা ঘুরে দাঁড়ায়। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ মার্কিন অর্থনীতির গতি শ্লথ করতে পারে।
হারগ্রিভস ল্যান্সডাউনের অর্থনীতি ও বাজার প্রধান সুসান্নাহ স্ট্রিটার বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি স্থায়ী হবে, এ নিয়ে বাজারে একধরনের আশা তৈরি হয়েছিল। তবে এখন সেই আশায় ফাটল ধরেছে।
ট্রেড নেশনের বিশ্লেষক ডেভিড মরিসন বলেন, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে বিনিয়োগকারীরা সতর্ক। আপাতত বড় ঝুঁকি মনে না হলেও যেকোনো সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে।
মঙ্গলবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণার খবরে ওয়াল স্ট্রিট ও ইউরোপীয় বাজার চাঙা হয়ে উঠলে এশিয়ার বাজারগুলোও গতকাল ঊর্ধ্বমুখী ছিল। তবে ইউরোপের শেয়ারবাজার কিছুটা নিচে নামে এবং ওয়াল স্ট্রিটে মিশ্র সূচক দেখা যায়।
অপরিশোধিত জ্বালানি তেলের প্রধান বেঞ্চমার্ক ব্রেন্টের দাম গতকাল শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। এর আগের দিন এটি প্রায় ৭ শতাংশ পড়ে গিয়েছিল। এর আগে সোমবার যুক্তরাষ্ট্র ইরানে বোমা হামলার পরপরই ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।
গতকাল ট্রাম্প বলেন, ‘আমাদের হামলায় ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। তারা এখন বহু বছর পরমাণু অস্ত্র তৈরির মতো অবস্থায় ফিরতে পারবে না।’ তিনি জানান, যুদ্ধবিরতি ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে।
তবে মার্কিন গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া তথ্য বলছে, হামলার প্রভাব ততটা দীর্ঘস্থায়ী নয়; ইরানের কর্মসূচি শুধু কয়েক মাস পিছিয়েছে।
এসব মন্তব্য ট্রাম্প করেন নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত এক সম্মেলনে। সেখানে তিনি বলেন, ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা বাজেট বাড়ানো সবার জন্যই এক বড় বিজয়। ২০৩৫ সালের মধ্যে ন্যাটোর ৩২টি সদস্যদেশ নিজেদের মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

তেলের দাম আবার বাড়তে শুরু করেছে। গতকাল বুধবার বৈশ্বিক শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেলেও বিনিয়োগকারীরা নজর রাখছেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয়, সেটির দিকে।
এদিকে ন্যাটো শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ সদস্যরাষ্ট্রগুলো প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে, যা বিশ্ব রাজনীতিতে বড় বার্তা বহন করছে।
মঙ্গলবার মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল সুদের হার কমানোর সম্ভাবনার কথা পুরোপুরি উড়িয়ে না দেওয়ায় ডলারের মান কমে যায়। তবে গতকাল তা কিছুটা ঘুরে দাঁড়ায়। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ মার্কিন অর্থনীতির গতি শ্লথ করতে পারে।
হারগ্রিভস ল্যান্সডাউনের অর্থনীতি ও বাজার প্রধান সুসান্নাহ স্ট্রিটার বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি স্থায়ী হবে, এ নিয়ে বাজারে একধরনের আশা তৈরি হয়েছিল। তবে এখন সেই আশায় ফাটল ধরেছে।
ট্রেড নেশনের বিশ্লেষক ডেভিড মরিসন বলেন, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে বিনিয়োগকারীরা সতর্ক। আপাতত বড় ঝুঁকি মনে না হলেও যেকোনো সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে।
মঙ্গলবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণার খবরে ওয়াল স্ট্রিট ও ইউরোপীয় বাজার চাঙা হয়ে উঠলে এশিয়ার বাজারগুলোও গতকাল ঊর্ধ্বমুখী ছিল। তবে ইউরোপের শেয়ারবাজার কিছুটা নিচে নামে এবং ওয়াল স্ট্রিটে মিশ্র সূচক দেখা যায়।
অপরিশোধিত জ্বালানি তেলের প্রধান বেঞ্চমার্ক ব্রেন্টের দাম গতকাল শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। এর আগের দিন এটি প্রায় ৭ শতাংশ পড়ে গিয়েছিল। এর আগে সোমবার যুক্তরাষ্ট্র ইরানে বোমা হামলার পরপরই ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।
গতকাল ট্রাম্প বলেন, ‘আমাদের হামলায় ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। তারা এখন বহু বছর পরমাণু অস্ত্র তৈরির মতো অবস্থায় ফিরতে পারবে না।’ তিনি জানান, যুদ্ধবিরতি ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে।
তবে মার্কিন গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া তথ্য বলছে, হামলার প্রভাব ততটা দীর্ঘস্থায়ী নয়; ইরানের কর্মসূচি শুধু কয়েক মাস পিছিয়েছে।
এসব মন্তব্য ট্রাম্প করেন নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত এক সম্মেলনে। সেখানে তিনি বলেন, ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা বাজেট বাড়ানো সবার জন্যই এক বড় বিজয়। ২০৩৫ সালের মধ্যে ন্যাটোর ৩২টি সদস্যদেশ নিজেদের মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

দেশে চলমান এলপি গ্যাসের সরবরাহ সংকট কাটাতে এবার রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে। বিপিসির নিজস্ব সক্ষমতা না থাকায় এলপি...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশে হিসাববিজ্ঞান পেশার ইতিহাসে এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। ১৭ জানুয়ারি ঢাকার হোটেল লো মেরিডিয়েনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬’। এই সম্মেলনে যোগ দিতে প্রথমবারের মতো ঢাকা আসছেন...
৮ ঘণ্টা আগে
বেজার সঙ্গে চুক্তি অনুযায়ী, জ্যান্ট অ্যাকসেসরিজ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পাঁচ একর জমিতে একটি পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী শিল্প ইউনিট স্থাপন করবে, যেখানে তুলনামূলকভাবে কম পানি ও বিদ্যুৎ ব্যবহার করা হবে এবং গ্যাসের প্রয়োজন হবে না।
১২ ঘণ্টা আগে
উন্নয়নশীল বিশ্বের প্রতি চারটি দেশের মধ্যে একটি দেশ এখনো ২০১৯ সালের তুলনায় দরিদ্র। ২০১৯ সাল ছিল কোভিড-১৯ মহামারির আগের সময়। এমনটাই জানিয়েছে, বিশ্ব ব্যাংক। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি বলেছে, নিম্নআয়ের অনেক দেশ গত বছরের শেষ পর্যন্ত ৬ বছরে বড় ধরনের নেতিবাচক ধাক্কা খেয়েছে।
১৫ ঘণ্টা আগে