বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাঈদ মাহাবুব নামে এক যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে। তবে চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করে বলছেন, ‘মারপিটের সময় আমি ঘটনাস্থলে ছিলাম না, মিথ্যা অভিযোগ করছেন ওই যুবলীগ নেতা।’
জানা গেছে, আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী বাজারে ঘটনাটি ঘটেছে। আহত যুবলীগ নেতাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত যুবলীগ নেতা সাঈদ মাহাবুব উপজেলার ভানোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আর অভিযোগ ওঠা চেয়ারম্যান একই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ নেতা সাঈদ মাহাবুব সাংবাদিকদের বলেন, ‘সকালে হলদিবাড়ী বাজারে মেয়েকে মোটরসাইকেলে নিয়ে জুস কিনতে গেলে চেয়ারম্যান ও তাঁর লোকজন আমার ওপর হামলা চালায়। একপর্যায়ে পাশে থাকা একটি হোটেল থেকে চেয়ারম্যান রফিকুল ইসলাম হাতে এঙ্গেল নিয়ে আমার মাথায় মারলে সেটা চোখের পাশে লাগে। আঘাতের স্থানে নয়টি সেলাই দিয়েছেন চিকিৎসক।’ এ ঘটনায় চেয়ারম্যানকে ১ নং আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
অভিযোগ অস্বীকার করে ভানোর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘আমি ঘটনার সময় ছিলাম না। পুলিশ আমাকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যেতে বলে। পরে আমি ঘটনাস্থলে যাই। দু’পক্ষের মধ্যে মারপিট আগেই হয়েছে। সাঈদের সঙ্গে কিছুদিন ধরে মনমালিন্য চলছে। তাই সে অভিযোগ করতেই পারে।’বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন,‘হলদিবাড়ী বাজারে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনাটি পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে এনেছে। দু’পক্ষের মধ্যে কয়েকজন আহত হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।’

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাঈদ মাহাবুব নামে এক যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে। তবে চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করে বলছেন, ‘মারপিটের সময় আমি ঘটনাস্থলে ছিলাম না, মিথ্যা অভিযোগ করছেন ওই যুবলীগ নেতা।’
জানা গেছে, আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী বাজারে ঘটনাটি ঘটেছে। আহত যুবলীগ নেতাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত যুবলীগ নেতা সাঈদ মাহাবুব উপজেলার ভানোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আর অভিযোগ ওঠা চেয়ারম্যান একই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ নেতা সাঈদ মাহাবুব সাংবাদিকদের বলেন, ‘সকালে হলদিবাড়ী বাজারে মেয়েকে মোটরসাইকেলে নিয়ে জুস কিনতে গেলে চেয়ারম্যান ও তাঁর লোকজন আমার ওপর হামলা চালায়। একপর্যায়ে পাশে থাকা একটি হোটেল থেকে চেয়ারম্যান রফিকুল ইসলাম হাতে এঙ্গেল নিয়ে আমার মাথায় মারলে সেটা চোখের পাশে লাগে। আঘাতের স্থানে নয়টি সেলাই দিয়েছেন চিকিৎসক।’ এ ঘটনায় চেয়ারম্যানকে ১ নং আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
অভিযোগ অস্বীকার করে ভানোর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘আমি ঘটনার সময় ছিলাম না। পুলিশ আমাকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যেতে বলে। পরে আমি ঘটনাস্থলে যাই। দু’পক্ষের মধ্যে মারপিট আগেই হয়েছে। সাঈদের সঙ্গে কিছুদিন ধরে মনমালিন্য চলছে। তাই সে অভিযোগ করতেই পারে।’বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন,‘হলদিবাড়ী বাজারে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনাটি পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে এনেছে। দু’পক্ষের মধ্যে কয়েকজন আহত হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।’

উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
১৪ মিনিট আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
২৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
৩০ মিনিট আগে
ভুক্তভোগী সোহান বলেন, ‘তিন বছরের ভিসায় কিরগিজস্তানে মাসিক ৫০ হাজার টাকা বেতনে টেক্সটাইল কারখানায় চাকরির কথা বলা হয়েছিল। কিন্তু আমাকে দেওয়া হয় মাত্র দুই মাসের ভিসা। বিদেশে পৌঁছানোর পর কাগজপত্র নিয়ে আমাকে একটি ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়। বাধ্য হয়ে আরও টাকা দিলে রাস্তায় ছেড়ে দেয়। পরে দেশে ফিরে আসি।’
১ ঘণ্টা আগে