ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও শহরে অপহরণে শিকার মিলন হোসেনের (২৩) লাশ উদ্ধারের পর অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশপুরের বিট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে বুধবার রাতে একই এলাকার একটি বাড়ি থেকে মিলনের লাশ উদ্ধার করে পুলিশ।
মিলন পীরগঞ্জ উপজেলার খনগাঁও চাপাপাড়া এলাকার পানজাব আলীর ছেলে। প্রায় এক মাস আগে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পেছন থেকে তিনি অপহৃত হন।
স্থানীয় বাসিন্দারা জানান, মিলনের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আজ ভোরে বিক্ষুব্ধ লোকজন বিট বাজারের ওই বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে বাড়ির জানালা-দরজা ভেঙে মালপত্র লুট করে। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের পাশে পুড়ে যাওয়া একটি ঘরের অবকাঠামোর কয়েকটি খুঁটি দাঁড়িয়ে রয়েছে। কোথাও কোথাও ধোঁয়া উড়ছে। বাড়ির মূল কাঠামো ভেঙে তাতে আগুন দেওয়া হয়েছে। রান্নাঘর ও গোয়ালঘর ভেঙে ফেলা হয়েছে। উঠানের গাছপালা কেটে ফেলা হয়েছে।
গোয়ালঘরের ইট খুলে নিচ্ছিলেন কয়েকজন। নাম প্রকাশে অনিচ্ছুক তাঁদের একজন বলেন, ‘এই বাড়ির কিছুই রাখব না। খুনির নাম-নিশানা মুছে ফেলা হবে।’
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, নিহত মিলনের এলাকার লোকজন ভাঙচুর ও অগ্নিসংযোগে নেতৃত্ব দিয়েছে। তাদের সঙ্গে স্থানীয় কিছু লোকও যোগ দিয়েছে।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুসতাক বলেন, ‘মানুষের ঢল নেমে ওই বাড়িতে হামলা চালায়। তারা আগুনও দেয়। পরিস্থিতি এতটা উত্তপ্ত ছিল যে তাদের থামানো সম্ভব হয়নি।’
নিহত মিলনের বাবা পানজাব আলী জানান, গত ২৩ ফেব্রুয়ারি তাঁর ছেলে নিখোঁজ হন। পরে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেন। ৯ মার্চ ২৫ লাখ টাকা দেন তিনি। কিন্তু এরপরও ছেলেকে ফেরত দেওয়া হয়নি। বুধবার রাতে পুলিশ মিলনের লাশ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি সহিদুর রহমান বলেন, বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে আগুন দিয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

ঠাকুরগাঁও শহরে অপহরণে শিকার মিলন হোসেনের (২৩) লাশ উদ্ধারের পর অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশপুরের বিট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে বুধবার রাতে একই এলাকার একটি বাড়ি থেকে মিলনের লাশ উদ্ধার করে পুলিশ।
মিলন পীরগঞ্জ উপজেলার খনগাঁও চাপাপাড়া এলাকার পানজাব আলীর ছেলে। প্রায় এক মাস আগে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পেছন থেকে তিনি অপহৃত হন।
স্থানীয় বাসিন্দারা জানান, মিলনের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আজ ভোরে বিক্ষুব্ধ লোকজন বিট বাজারের ওই বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে বাড়ির জানালা-দরজা ভেঙে মালপত্র লুট করে। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের পাশে পুড়ে যাওয়া একটি ঘরের অবকাঠামোর কয়েকটি খুঁটি দাঁড়িয়ে রয়েছে। কোথাও কোথাও ধোঁয়া উড়ছে। বাড়ির মূল কাঠামো ভেঙে তাতে আগুন দেওয়া হয়েছে। রান্নাঘর ও গোয়ালঘর ভেঙে ফেলা হয়েছে। উঠানের গাছপালা কেটে ফেলা হয়েছে।
গোয়ালঘরের ইট খুলে নিচ্ছিলেন কয়েকজন। নাম প্রকাশে অনিচ্ছুক তাঁদের একজন বলেন, ‘এই বাড়ির কিছুই রাখব না। খুনির নাম-নিশানা মুছে ফেলা হবে।’
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, নিহত মিলনের এলাকার লোকজন ভাঙচুর ও অগ্নিসংযোগে নেতৃত্ব দিয়েছে। তাদের সঙ্গে স্থানীয় কিছু লোকও যোগ দিয়েছে।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুসতাক বলেন, ‘মানুষের ঢল নেমে ওই বাড়িতে হামলা চালায়। তারা আগুনও দেয়। পরিস্থিতি এতটা উত্তপ্ত ছিল যে তাদের থামানো সম্ভব হয়নি।’
নিহত মিলনের বাবা পানজাব আলী জানান, গত ২৩ ফেব্রুয়ারি তাঁর ছেলে নিখোঁজ হন। পরে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেন। ৯ মার্চ ২৫ লাখ টাকা দেন তিনি। কিন্তু এরপরও ছেলেকে ফেরত দেওয়া হয়নি। বুধবার রাতে পুলিশ মিলনের লাশ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি সহিদুর রহমান বলেন, বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে আগুন দিয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১৭ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
২৫ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২৬ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
১ ঘণ্টা আগে