ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও শহরে অপহরণে শিকার মিলন হোসেনের (২৩) লাশ উদ্ধারের পর অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশপুরের বিট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে বুধবার রাতে একই এলাকার একটি বাড়ি থেকে মিলনের লাশ উদ্ধার করে পুলিশ।
মিলন পীরগঞ্জ উপজেলার খনগাঁও চাপাপাড়া এলাকার পানজাব আলীর ছেলে। প্রায় এক মাস আগে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পেছন থেকে তিনি অপহৃত হন।
স্থানীয় বাসিন্দারা জানান, মিলনের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আজ ভোরে বিক্ষুব্ধ লোকজন বিট বাজারের ওই বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে বাড়ির জানালা-দরজা ভেঙে মালপত্র লুট করে। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের পাশে পুড়ে যাওয়া একটি ঘরের অবকাঠামোর কয়েকটি খুঁটি দাঁড়িয়ে রয়েছে। কোথাও কোথাও ধোঁয়া উড়ছে। বাড়ির মূল কাঠামো ভেঙে তাতে আগুন দেওয়া হয়েছে। রান্নাঘর ও গোয়ালঘর ভেঙে ফেলা হয়েছে। উঠানের গাছপালা কেটে ফেলা হয়েছে।
গোয়ালঘরের ইট খুলে নিচ্ছিলেন কয়েকজন। নাম প্রকাশে অনিচ্ছুক তাঁদের একজন বলেন, ‘এই বাড়ির কিছুই রাখব না। খুনির নাম-নিশানা মুছে ফেলা হবে।’
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, নিহত মিলনের এলাকার লোকজন ভাঙচুর ও অগ্নিসংযোগে নেতৃত্ব দিয়েছে। তাদের সঙ্গে স্থানীয় কিছু লোকও যোগ দিয়েছে।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুসতাক বলেন, ‘মানুষের ঢল নেমে ওই বাড়িতে হামলা চালায়। তারা আগুনও দেয়। পরিস্থিতি এতটা উত্তপ্ত ছিল যে তাদের থামানো সম্ভব হয়নি।’
নিহত মিলনের বাবা পানজাব আলী জানান, গত ২৩ ফেব্রুয়ারি তাঁর ছেলে নিখোঁজ হন। পরে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেন। ৯ মার্চ ২৫ লাখ টাকা দেন তিনি। কিন্তু এরপরও ছেলেকে ফেরত দেওয়া হয়নি। বুধবার রাতে পুলিশ মিলনের লাশ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি সহিদুর রহমান বলেন, বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে আগুন দিয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

ঠাকুরগাঁও শহরে অপহরণে শিকার মিলন হোসেনের (২৩) লাশ উদ্ধারের পর অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশপুরের বিট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে বুধবার রাতে একই এলাকার একটি বাড়ি থেকে মিলনের লাশ উদ্ধার করে পুলিশ।
মিলন পীরগঞ্জ উপজেলার খনগাঁও চাপাপাড়া এলাকার পানজাব আলীর ছেলে। প্রায় এক মাস আগে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পেছন থেকে তিনি অপহৃত হন।
স্থানীয় বাসিন্দারা জানান, মিলনের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আজ ভোরে বিক্ষুব্ধ লোকজন বিট বাজারের ওই বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে বাড়ির জানালা-দরজা ভেঙে মালপত্র লুট করে। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের পাশে পুড়ে যাওয়া একটি ঘরের অবকাঠামোর কয়েকটি খুঁটি দাঁড়িয়ে রয়েছে। কোথাও কোথাও ধোঁয়া উড়ছে। বাড়ির মূল কাঠামো ভেঙে তাতে আগুন দেওয়া হয়েছে। রান্নাঘর ও গোয়ালঘর ভেঙে ফেলা হয়েছে। উঠানের গাছপালা কেটে ফেলা হয়েছে।
গোয়ালঘরের ইট খুলে নিচ্ছিলেন কয়েকজন। নাম প্রকাশে অনিচ্ছুক তাঁদের একজন বলেন, ‘এই বাড়ির কিছুই রাখব না। খুনির নাম-নিশানা মুছে ফেলা হবে।’
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, নিহত মিলনের এলাকার লোকজন ভাঙচুর ও অগ্নিসংযোগে নেতৃত্ব দিয়েছে। তাদের সঙ্গে স্থানীয় কিছু লোকও যোগ দিয়েছে।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুসতাক বলেন, ‘মানুষের ঢল নেমে ওই বাড়িতে হামলা চালায়। তারা আগুনও দেয়। পরিস্থিতি এতটা উত্তপ্ত ছিল যে তাদের থামানো সম্ভব হয়নি।’
নিহত মিলনের বাবা পানজাব আলী জানান, গত ২৩ ফেব্রুয়ারি তাঁর ছেলে নিখোঁজ হন। পরে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেন। ৯ মার্চ ২৫ লাখ টাকা দেন তিনি। কিন্তু এরপরও ছেলেকে ফেরত দেওয়া হয়নি। বুধবার রাতে পুলিশ মিলনের লাশ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি সহিদুর রহমান বলেন, বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে আগুন দিয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
৭ মিনিট আগে
সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মামাতো-ফুফাতো ভাই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ইমন দাস (২১) এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার দীপ্ত দাস (১৭)।
২৭ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আশরাফুল মৃধা (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩১ মিনিট আগে