বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

১০ শতক জমি কিনতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন বৃদ্ধ ইব্রাহিম আলী (৬৭)। জমি কেনার পর রেজিস্ট্রিও করেছেন গত বুধবার। ঢাকায় ফেরার জন্য পরিকল্পনা করছিলেন। কিন্তু গতকাল সোমবার গভীর রাতে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মসজিদের পাশের ডোবার ধার থেকে তাঁর লাশ পাওয়া গেছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামের আমিনপাড়ায় এ ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধের পাঁচ স্বজনকে আটক করা হয়েছে। এর আগে আটক স্বজনেরা কাউকে না জানিয়ে বৃদ্ধের লাশ দাফনের চেষ্টাও করেছিল বলে অভিযোগ উঠেছে।
বৃদ্ধ ইব্রাহিম আলী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামের মৃত সফির উদ্দীনের ছেলে। স্ত্রী-ছেলে সন্তান নিয়ে তিনি ঢাকায় থাকেন। সেখানে রিকশা চালিয়ে এবং মেসে রান্না করে রিকশাচালকদের খাইয়ে সংসার চালাতেন।
আটককৃতরা হলেন বেংরোল জিয়াবাড়ী গ্রামের ইয়াকুব আলী, তাঁর স্ত্রী খতেজা বেগম, নাসিরুল ইসলাম, হাসান আলী ওরফে শেয়াল ও আব্দুল জলিল। এঁরা সবাই বৃদ্ধ ইব্রাহিমের আত্মীয়।
দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম সফিকুল ইসলাম বলেন, ‘সকালে আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি লাশ ডোবার ধার থেকে তুলে এনে গোসল করিয়ে দাফনের প্রস্তুতি নিচ্ছে স্বজনেরা। অথচ ঢাকা থেকে বৃদ্ধের স্ত্রী-সন্তান কেউ আসেনি। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে সন্দেহ হলে আমি পুলিশকে বিষয়টি অবগত করি।’
স্থানীয়রা জানায়, রাতে বাড়ি ফেরার সময় আমিনপাড়া জামে মসজিদের উত্তর পার্শ্বে ডোবার ধারে আমগাছের গোড়ায় বৃদ্ধ ইব্রাহিমকে পড়ে থাকতে দেখেন ভগ্নিপতি ইয়াকুব আলী। পরে তিনি স্থানীয় পল্লিচিকিৎসককে খবর দিলে তিনি এসে ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
ইয়াকুব আলী বলেন, ‘আমি রাতে বাড়ি ফিরছিলাম। তখন প্রায় ১টা বাজে। লাইটের আলোয় ইব্রাহিম ভাইকে পড়ে থাকতে দেখে আরও লোকজনকে ডাকতে আসি। এর মধ্যেই অনেক লোকজন জড়ো হয়। পরে তার মরদেহ আমরা তুলে নিয়ে এসে ঢাকা থাকা তাঁর স্ত্রী-সন্তানকে খবর দিই।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘বৃদ্ধের মৃত্যুটি রহস্যজনক। আমরা জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছি। এ ছাড়া প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে করতে গিয়ে পুলিশ বৃদ্ধের গায়ে টানাহেঁচড়া করার দাগ পেয়েছে। গোসল করার কারণে কিছু আলামত নষ্ট হয়েছে। মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আরও পরিষ্কার ভাবে বলা যাবে।’
এদিকে খবর পেয়ে ঢাকা থেকে রওনা দিয়েছেন বৃদ্ধ ইব্রাহিমের স্ত্রী ও ছেলে আলম হোসেন। মোবাইল ফোনে আলম হোসেন বলেন, ‘বাবা মারা গেছেন, এটা আমাকে জানিয়েছে। রাস্তায় পড়েছিল, বলছে স্ট্রোক করছে। এর বাইরে কিছু বলতে পারছি না। ঢাকা থেকে রওনা দিয়েছি।’

১০ শতক জমি কিনতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন বৃদ্ধ ইব্রাহিম আলী (৬৭)। জমি কেনার পর রেজিস্ট্রিও করেছেন গত বুধবার। ঢাকায় ফেরার জন্য পরিকল্পনা করছিলেন। কিন্তু গতকাল সোমবার গভীর রাতে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মসজিদের পাশের ডোবার ধার থেকে তাঁর লাশ পাওয়া গেছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামের আমিনপাড়ায় এ ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধের পাঁচ স্বজনকে আটক করা হয়েছে। এর আগে আটক স্বজনেরা কাউকে না জানিয়ে বৃদ্ধের লাশ দাফনের চেষ্টাও করেছিল বলে অভিযোগ উঠেছে।
বৃদ্ধ ইব্রাহিম আলী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামের মৃত সফির উদ্দীনের ছেলে। স্ত্রী-ছেলে সন্তান নিয়ে তিনি ঢাকায় থাকেন। সেখানে রিকশা চালিয়ে এবং মেসে রান্না করে রিকশাচালকদের খাইয়ে সংসার চালাতেন।
আটককৃতরা হলেন বেংরোল জিয়াবাড়ী গ্রামের ইয়াকুব আলী, তাঁর স্ত্রী খতেজা বেগম, নাসিরুল ইসলাম, হাসান আলী ওরফে শেয়াল ও আব্দুল জলিল। এঁরা সবাই বৃদ্ধ ইব্রাহিমের আত্মীয়।
দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম সফিকুল ইসলাম বলেন, ‘সকালে আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি লাশ ডোবার ধার থেকে তুলে এনে গোসল করিয়ে দাফনের প্রস্তুতি নিচ্ছে স্বজনেরা। অথচ ঢাকা থেকে বৃদ্ধের স্ত্রী-সন্তান কেউ আসেনি। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে সন্দেহ হলে আমি পুলিশকে বিষয়টি অবগত করি।’
স্থানীয়রা জানায়, রাতে বাড়ি ফেরার সময় আমিনপাড়া জামে মসজিদের উত্তর পার্শ্বে ডোবার ধারে আমগাছের গোড়ায় বৃদ্ধ ইব্রাহিমকে পড়ে থাকতে দেখেন ভগ্নিপতি ইয়াকুব আলী। পরে তিনি স্থানীয় পল্লিচিকিৎসককে খবর দিলে তিনি এসে ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
ইয়াকুব আলী বলেন, ‘আমি রাতে বাড়ি ফিরছিলাম। তখন প্রায় ১টা বাজে। লাইটের আলোয় ইব্রাহিম ভাইকে পড়ে থাকতে দেখে আরও লোকজনকে ডাকতে আসি। এর মধ্যেই অনেক লোকজন জড়ো হয়। পরে তার মরদেহ আমরা তুলে নিয়ে এসে ঢাকা থাকা তাঁর স্ত্রী-সন্তানকে খবর দিই।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘বৃদ্ধের মৃত্যুটি রহস্যজনক। আমরা জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছি। এ ছাড়া প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে করতে গিয়ে পুলিশ বৃদ্ধের গায়ে টানাহেঁচড়া করার দাগ পেয়েছে। গোসল করার কারণে কিছু আলামত নষ্ট হয়েছে। মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আরও পরিষ্কার ভাবে বলা যাবে।’
এদিকে খবর পেয়ে ঢাকা থেকে রওনা দিয়েছেন বৃদ্ধ ইব্রাহিমের স্ত্রী ও ছেলে আলম হোসেন। মোবাইল ফোনে আলম হোসেন বলেন, ‘বাবা মারা গেছেন, এটা আমাকে জানিয়েছে। রাস্তায় পড়েছিল, বলছে স্ট্রোক করছে। এর বাইরে কিছু বলতে পারছি না। ঢাকা থেকে রওনা দিয়েছি।’

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৪ ঘণ্টা আগে