ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার পুলিশ তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়ের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এন্তাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে ককটেল-বোমা বিস্ফোরণের ঘটনায় রমেশ চন্দ্র সেনসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। এমনকি আত্মপক্ষ সমর্থন করে তিনি আদালতে কোনো বক্তব্যও দেননি। পুরোটা সময় রমেশ চন্দ্র সেন নিশ্চুপ ছিলেন।’
মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮০০ থেকে ১০০০ জন শিক্ষার্থী ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ে প্রধান ফটকের সামনে রাস্তার ওপর শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। এ সময় আসামিরা শিক্ষার্থীদের ওপর বেআইনিভাবে দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে। পরে ককটেল-বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনমনের ভীতি সৃষ্টি করে পালিয়ে যায়।
মামলায় রমেশ চন্দ্র সেন ছাড়াও আসামি করা করা হয়–জেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর দত্তসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের।
এর আগে গত শুক্রবার রাতে সদর উপজেলার রুহিয়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। সাবেক সংসদ রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত তিনি পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। তিনি ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮,২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে সংসদ সদস্য হিসেবে জয়ী হন।

ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার পুলিশ তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়ের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এন্তাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে ককটেল-বোমা বিস্ফোরণের ঘটনায় রমেশ চন্দ্র সেনসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। এমনকি আত্মপক্ষ সমর্থন করে তিনি আদালতে কোনো বক্তব্যও দেননি। পুরোটা সময় রমেশ চন্দ্র সেন নিশ্চুপ ছিলেন।’
মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮০০ থেকে ১০০০ জন শিক্ষার্থী ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ে প্রধান ফটকের সামনে রাস্তার ওপর শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। এ সময় আসামিরা শিক্ষার্থীদের ওপর বেআইনিভাবে দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে। পরে ককটেল-বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনমনের ভীতি সৃষ্টি করে পালিয়ে যায়।
মামলায় রমেশ চন্দ্র সেন ছাড়াও আসামি করা করা হয়–জেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর দত্তসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের।
এর আগে গত শুক্রবার রাতে সদর উপজেলার রুহিয়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। সাবেক সংসদ রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত তিনি পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। তিনি ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮,২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে সংসদ সদস্য হিসেবে জয়ী হন।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতেই প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ৭৪টি এবং দপ্তরি কাম নৈশপ্রহরীর ২৪টি পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
৪২ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মিজানুর রহমান ওরফে কানা মিজান (৩৬) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত যুবক আন্তজেলা ডাকাত দলের সদস্য ও তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৯ ঘণ্টা আগে