Ajker Patrika

ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএনপির মহাসচিবের

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৯: ০৬
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান। ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমানের বিরুদ্ধে মামলা-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় সাংবাদিকেরা। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পুলিশ প্রশাসন এর আগে আওয়ামী লীগের ধামাধরা ছিল। তারা যা বলত, তা-ই করত। ফলে যেখানে পুলিশের যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল, তারা সেই ব্যবস্থা নিত না।

ওসি শহিদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘এর আগে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। আজ আপনারা তুলেছেন, আমি বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। অভিযোগ প্রমাণিত হলে সরকারের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাব।’

এ বিষয়ে জানতে ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পাল বলেন, ‘ওসি শহিদুর রহমান অসুস্থ। বর্তমানে আমি দায়িত্বে রয়েছি। পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। আমরা যথাযথ দায়িত্ব পালন করছি এবং প্রতিটি অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থাইল্যান্ডে রাষ্ট্রীয় সফরে ৪০ যৌনকর্মীকে হোটেলে নেন প্রিন্স অ্যান্ড্রু

‘আমি স্কুলে যেতে চাই না’, আত্মহত্যার আগে বলেছিল ৯ বছরের আমাইরা

বিএনপি আলোচনায় বসতে রাজি নয়, জানালেন জামায়াত নেতা

সৌদি আরব থেকে মিসরের পথে সারজিস আলম

মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ, দোকানদার থেকে ২৫ সেকেন্ডে খেলেন ২০টি চড়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ