Ajker Patrika

হত্যা মামলায় ঠাকুরগাঁওয়ে সাবেক পৌর মেয়র বন্যা কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৮: ১৭
হত্যা মামলায় ঠাকুরগাঁওয়ে সাবেক পৌর মেয়র বন্যা কারাগারে

ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক রাকিবুল হাসান রকিসহ চারজন নিহতের মামলায় সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নিত্যানন্দ সরকার তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আসামিপক্ষের আইনজীবী ফজলে রাব্বি বকুল আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ সাবেক পৌর মেয়র বন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত আগামী ২৫ আগস্ট মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’ 

এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে পঞ্চগড়ের বোদা এলাকা থেকে বন্যাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তার আগে সদর থানায় নিহত রাকিবুল হাসানের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন বলে জানান সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ। 

মামলার আসামিরা হলেন–আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক এমপি রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি দ্রৌপদী দেবী আগারওয়ালা, সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, কাউন্সিলর একরামুদ্দৌলাসহ ৭৭ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। 

এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে এলাকা ভিত্তিক সমন্বয়ক ও বাদীর ছেলে রাকিবুল হাসান রকি, আল মামুন, শাওন পারভেজ ও আবু রায়হানকে মামলার ১৮ নম্বর আসামি একরামুদ্দৌলা ডেকে পাঠান। পরে তাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে একটি ঘরের ভেতরে ওই চারজনকে ঢুকিয়ে দিয়ে গ্যাস সিলিন্ডারে মুখে আগুন ধরিয়ে দরজা বন্ধ করে দেন। 

এ সময় অন্য আসামিরা বাইরে ছিলেন এবং স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ঘরের ভেতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে রাকিবুল হাসান রকি, শাওন পারভেজ, আবু রায়হান মারা যান। পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় আল মামুনও মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত