সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে টিভির বুম দিয়ে সাংবাদিকের মাথায় আঘাত করা সেই আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন মন্টুকে (৭০) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল আদালতে জামিনের আবেদন করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মহসিন জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী আবদুল জলিল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। আসামি মনির উদ্দিন মন্টু একজন বীর মুক্তিযোদ্ধা ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য। আহত ব্যক্তি সখীপুরে এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি এম. সাইফুল ইসলাম শাফলু।
পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাংবাদিক শাফলু দীর্ঘদিন ধরে মনির উদ্দিন প্লাজার নিচতলার একটি কক্ষ ভাড়া নিয়ে নিজের সম্পাদিত নিউজ পোর্টাল ‘নিউজ টাঙ্গাইল’ পরিচালনা করেন। গত সোমবার বেলা ১১টার দিকে ওই কক্ষটির ভাড়ার চুক্তিপত্র নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ভবনমালিক মনির উদ্দিন মন্টু অফিস কক্ষে ঢুকে টেলিভিশনের বুম (মাইক্রোফোন) দিয়ে সজোরে সাংবাদিক শাফলুর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সাংবাদিক শাফলু জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সন্ধ্যায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এই ঘটনায় ওইদিন বিকেলে সাংবাদিক শাফলুর স্ত্রী রিফাত শারমিন রিতা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন। পুলিশ ওই মামলায় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন মন্টুকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার আদালতে পাঠায়।
মামলার বাদীপক্ষের আইনজীবী আবদুল জলিল চৌধুরী জানান, আসামিপক্ষের আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করেন। বিচারক আবেদনটি নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

টাঙ্গাইলের সখীপুরে টিভির বুম দিয়ে সাংবাদিকের মাথায় আঘাত করা সেই আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন মন্টুকে (৭০) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল আদালতে জামিনের আবেদন করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মহসিন জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী আবদুল জলিল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। আসামি মনির উদ্দিন মন্টু একজন বীর মুক্তিযোদ্ধা ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য। আহত ব্যক্তি সখীপুরে এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি এম. সাইফুল ইসলাম শাফলু।
পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাংবাদিক শাফলু দীর্ঘদিন ধরে মনির উদ্দিন প্লাজার নিচতলার একটি কক্ষ ভাড়া নিয়ে নিজের সম্পাদিত নিউজ পোর্টাল ‘নিউজ টাঙ্গাইল’ পরিচালনা করেন। গত সোমবার বেলা ১১টার দিকে ওই কক্ষটির ভাড়ার চুক্তিপত্র নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ভবনমালিক মনির উদ্দিন মন্টু অফিস কক্ষে ঢুকে টেলিভিশনের বুম (মাইক্রোফোন) দিয়ে সজোরে সাংবাদিক শাফলুর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সাংবাদিক শাফলু জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সন্ধ্যায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এই ঘটনায় ওইদিন বিকেলে সাংবাদিক শাফলুর স্ত্রী রিফাত শারমিন রিতা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন। পুলিশ ওই মামলায় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন মন্টুকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার আদালতে পাঠায়।
মামলার বাদীপক্ষের আইনজীবী আবদুল জলিল চৌধুরী জানান, আসামিপক্ষের আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করেন। বিচারক আবেদনটি নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
২৪ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১ ঘণ্টা আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
১ ঘণ্টা আগে