মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে রিমান্ডে আনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। এ সময় একদল দুষ্কৃতকারী গোড়াই হাইওয়ে থানায় হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে গোপালপুর এলাকার হিমনগর গ্রামের ইমন সেখানে গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ইমন হিমনগর ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।
নিহত ইমনের ভাই সুমন বাদী হয়ে ১৯ আগস্ট মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়।
এদিকে, গত ১৪ অক্টোবর আব্দুর রাজ্জাককে ঢাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ১১ নভেম্বর তাঁকে টাঙ্গাইলে মির্জাপুর আমলী আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক ইসমত আরা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মির্জাপুর থানা ছাড়াও অপর দুই মামলায় আব্দুর রাজ্জাককে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তাঁর নামে মধুপুর থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া ৫ আগস্ট স্কুলছাত্র মারুফ হত্যাকাণ্ডের ঘটনায় করা জেলার সদর থানার মামলায় ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে রিমান্ডে আনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। এ সময় একদল দুষ্কৃতকারী গোড়াই হাইওয়ে থানায় হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে গোপালপুর এলাকার হিমনগর গ্রামের ইমন সেখানে গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ইমন হিমনগর ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।
নিহত ইমনের ভাই সুমন বাদী হয়ে ১৯ আগস্ট মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়।
এদিকে, গত ১৪ অক্টোবর আব্দুর রাজ্জাককে ঢাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ১১ নভেম্বর তাঁকে টাঙ্গাইলে মির্জাপুর আমলী আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক ইসমত আরা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মির্জাপুর থানা ছাড়াও অপর দুই মামলায় আব্দুর রাজ্জাককে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তাঁর নামে মধুপুর থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া ৫ আগস্ট স্কুলছাত্র মারুফ হত্যাকাণ্ডের ঘটনায় করা জেলার সদর থানার মামলায় ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে