মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে রিমান্ডে আনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। এ সময় একদল দুষ্কৃতকারী গোড়াই হাইওয়ে থানায় হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে গোপালপুর এলাকার হিমনগর গ্রামের ইমন সেখানে গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ইমন হিমনগর ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।
নিহত ইমনের ভাই সুমন বাদী হয়ে ১৯ আগস্ট মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়।
এদিকে, গত ১৪ অক্টোবর আব্দুর রাজ্জাককে ঢাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ১১ নভেম্বর তাঁকে টাঙ্গাইলে মির্জাপুর আমলী আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক ইসমত আরা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মির্জাপুর থানা ছাড়াও অপর দুই মামলায় আব্দুর রাজ্জাককে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তাঁর নামে মধুপুর থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া ৫ আগস্ট স্কুলছাত্র মারুফ হত্যাকাণ্ডের ঘটনায় করা জেলার সদর থানার মামলায় ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে রিমান্ডে আনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। এ সময় একদল দুষ্কৃতকারী গোড়াই হাইওয়ে থানায় হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে গোপালপুর এলাকার হিমনগর গ্রামের ইমন সেখানে গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ইমন হিমনগর ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।
নিহত ইমনের ভাই সুমন বাদী হয়ে ১৯ আগস্ট মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়।
এদিকে, গত ১৪ অক্টোবর আব্দুর রাজ্জাককে ঢাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ১১ নভেম্বর তাঁকে টাঙ্গাইলে মির্জাপুর আমলী আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক ইসমত আরা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মির্জাপুর থানা ছাড়াও অপর দুই মামলায় আব্দুর রাজ্জাককে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তাঁর নামে মধুপুর থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া ৫ আগস্ট স্কুলছাত্র মারুফ হত্যাকাণ্ডের ঘটনায় করা জেলার সদর থানার মামলায় ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
৫ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
১৯ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
২৬ মিনিট আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে