Ajker Patrika

ভূঞাপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ভূঞাপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শাহরুখ আকন্দ নাবিল (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের গোবিন্দাসী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন একই কলেজের আরও দুই শিক্ষার্থী।

নিহত নাবিল বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী ছিলেন। আহত দুই শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নাবিল ঘাটাইলের পাঁচটিকড়ী গ্রামের আলী মাহমুদ আকন্দের ছেলে।

জানা গেছে, বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির ওই তিন শিক্ষার্থী আজ সকালে যমুনা সেতু এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি আমরা জানতে পেরেছি। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত