টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম ওরফে পাকুল ওরফে আগুন পাগলা ৩৩ বছর পর র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। নিজের নাম-ঠিকানা পরিবর্তন করে মাজারে মাজারে ভক্তিমূলক গানের দলে সময় পার করছিলেন তিনি।
আজ শুক্রবার ভোররাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জপুল এলাকায় তাঁর মেয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল র্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
গ্রেপ্তার শফিকুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার গিলাবাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের মুকছেদ আলীর ছেলে।
র্যাব জানায়, ১৯৮৪ সালের ২৯ সেপ্টেম্বর টাঙ্গাইলের বাসাইল থানায় শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা হয়। এরপর থেকেই শফিকুল ইসলাম আত্মগোপনে চলে যান। ওই মামলাটি টানা পাঁচ বছর চলার পর আদালত ১৯৮৯ সালে শফিকুলের অনুপস্থিতিতেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায়ের খবর পেয়ে শফিকুল নিজের নাম পরিবর্তন করে নাম রাখেন মো. হেলাল উদ্দিন চিশতী। একই সঙ্গে বাবার নাম মুকছেদ আলীর পরিবর্তে মোসলেম উদ্দিন চিশতী ব্যবহার করে একটি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। আর সেখানে প্রকৃত ঠিকানাও পরিবর্তন করা হয়। এভাবেই তিনি নিজের আসল পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করেন এবং বিভিন্ন মাজারে ভক্তিমূলক গানের দলে নিয়মিত অংশগ্রহণ করে দিনাতিপাত করতে থাকেন। এ কারণে মাজার এলাকাগুলোতে তিনি নিজেকে আগুন পাগলা হিসেবে পরিচয় দিতেন।
টাঙ্গাইল র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের আজকের পত্রিকাকে জানান, শফিকুল ইসলাম যাবজ্জীবন কারাভোগ এড়াতে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে, জাতীয় পরিচয়পত্র তৈরির কথা স্বীকার করেছেন। তাঁকে আজ (শুক্রবার) বিকেলে বাসাইল থানায় হস্তান্তর করা হয়।

টাঙ্গাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম ওরফে পাকুল ওরফে আগুন পাগলা ৩৩ বছর পর র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। নিজের নাম-ঠিকানা পরিবর্তন করে মাজারে মাজারে ভক্তিমূলক গানের দলে সময় পার করছিলেন তিনি।
আজ শুক্রবার ভোররাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জপুল এলাকায় তাঁর মেয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল র্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
গ্রেপ্তার শফিকুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার গিলাবাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের মুকছেদ আলীর ছেলে।
র্যাব জানায়, ১৯৮৪ সালের ২৯ সেপ্টেম্বর টাঙ্গাইলের বাসাইল থানায় শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা হয়। এরপর থেকেই শফিকুল ইসলাম আত্মগোপনে চলে যান। ওই মামলাটি টানা পাঁচ বছর চলার পর আদালত ১৯৮৯ সালে শফিকুলের অনুপস্থিতিতেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায়ের খবর পেয়ে শফিকুল নিজের নাম পরিবর্তন করে নাম রাখেন মো. হেলাল উদ্দিন চিশতী। একই সঙ্গে বাবার নাম মুকছেদ আলীর পরিবর্তে মোসলেম উদ্দিন চিশতী ব্যবহার করে একটি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। আর সেখানে প্রকৃত ঠিকানাও পরিবর্তন করা হয়। এভাবেই তিনি নিজের আসল পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করেন এবং বিভিন্ন মাজারে ভক্তিমূলক গানের দলে নিয়মিত অংশগ্রহণ করে দিনাতিপাত করতে থাকেন। এ কারণে মাজার এলাকাগুলোতে তিনি নিজেকে আগুন পাগলা হিসেবে পরিচয় দিতেন।
টাঙ্গাইল র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের আজকের পত্রিকাকে জানান, শফিকুল ইসলাম যাবজ্জীবন কারাভোগ এড়াতে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে, জাতীয় পরিচয়পত্র তৈরির কথা স্বীকার করেছেন। তাঁকে আজ (শুক্রবার) বিকেলে বাসাইল থানায় হস্তান্তর করা হয়।

পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
৬ মিনিট আগে
সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মামাতো-ফুফাতো ভাই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ইমন দাস (২১) এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার দীপ্ত দাস (১৭)।
২৫ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আশরাফুল মৃধা (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৯ মিনিট আগে