ধনবাড়ী প্রতিনিধি

পয়লা বৈশাখকে কেন্দ্র করে ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে বসেছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। আর মেলাকে কেন্দ্র করে রাত হলেই বসছে রমরমা জুয়ার আসর। মেলায় আগত বিভিন্ন বয়সী মানুষ অতিরিক্ত টাকার আশায় জুয়া বোর্ডে অংশ নিচ্ছেন। জুয়াড়িদের পাতা ফাঁদে টাকা ঢেলে দিচ্ছে তাঁরা। এ নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া।
গত বৃহস্পতিবার রাতে মেলার মাঠে গিয়ে দেখা যায়, মেলায় বিভিন্ন ধরনের পণ্য বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন বিক্রেতারা। মেলাও চলছে জমজমাট। মেলা উপভোগ করতে এসেছেন আশপাশের কয়েক জেলার মানুষ। আর এসবের মধ্যেই মাঠের পশ্চিম পাশে ছোট-বড় মিলিয়ে প্রায় ৭ /৮টি জুয়ার বোর্ড বসেছে। এসব বোর্ডের নির্বিঘ্নে খেলা হচ্ছে জুয়া। রীতিমতো জুয়ার উৎসবে মেতে উঠছেন আগত দর্শনার্থীদের অনেকেই। তবে, বেশি আসক্ত হচ্ছে যুবক, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্ররা। প্রতি জুয়ার বোর্ডে ২০ থেকে ৩০ হাজার টাকার খেলা হচ্ছে।
পাশের উপজেলা থেকে মেলায় আসা হুমায়ূন কবীর ও আসিফ আহমেদ বলেন, ‘এ মেলাটি একটি পুরোনো ঐতিহ্য। বহুকাল থেকেই ধনবাড়ীতে অনুষ্ঠিত হয় এই মেলা। দেশের বিভিন্ন এলাকার লোকজন মেলা দেখতে আসেন পরিবার-পরিজন নিয়ে। পাওয়া যায় বিভিন্ন ধরনের পণ্য। কিন্তু রাত বাড়ার সঙ্গে-সঙ্গেই শুরু হয় জুয়ার আসর। এটা বন্ধ করা জরুরি। প্রশাসনের দৃষ্টি কামনা করি।’
স্থানীয় বাসিন্দা আবেদ মণ্ডল বলেন, ‘নবাবি আমল থেকে এ মেলার যাত্রা। এখনো চলে আসছে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড না হয়ে সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করা হোক এটাই দাবি।’
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া বলেন, ‘খবর জানার সঙ্গে সঙ্গেই পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা দৌড়ে পালিয়ে গেছে। বসার স্থানগুলো ভেঙে দেওয়া হয়েছে। মেলাতে কোনো ভাবেই জুয়া খেলতে দেওয়া হবে না। মেলাটি ধনবাড়ীর পুরোনো ঐতিহ্য।’

পয়লা বৈশাখকে কেন্দ্র করে ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে বসেছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। আর মেলাকে কেন্দ্র করে রাত হলেই বসছে রমরমা জুয়ার আসর। মেলায় আগত বিভিন্ন বয়সী মানুষ অতিরিক্ত টাকার আশায় জুয়া বোর্ডে অংশ নিচ্ছেন। জুয়াড়িদের পাতা ফাঁদে টাকা ঢেলে দিচ্ছে তাঁরা। এ নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া।
গত বৃহস্পতিবার রাতে মেলার মাঠে গিয়ে দেখা যায়, মেলায় বিভিন্ন ধরনের পণ্য বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন বিক্রেতারা। মেলাও চলছে জমজমাট। মেলা উপভোগ করতে এসেছেন আশপাশের কয়েক জেলার মানুষ। আর এসবের মধ্যেই মাঠের পশ্চিম পাশে ছোট-বড় মিলিয়ে প্রায় ৭ /৮টি জুয়ার বোর্ড বসেছে। এসব বোর্ডের নির্বিঘ্নে খেলা হচ্ছে জুয়া। রীতিমতো জুয়ার উৎসবে মেতে উঠছেন আগত দর্শনার্থীদের অনেকেই। তবে, বেশি আসক্ত হচ্ছে যুবক, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্ররা। প্রতি জুয়ার বোর্ডে ২০ থেকে ৩০ হাজার টাকার খেলা হচ্ছে।
পাশের উপজেলা থেকে মেলায় আসা হুমায়ূন কবীর ও আসিফ আহমেদ বলেন, ‘এ মেলাটি একটি পুরোনো ঐতিহ্য। বহুকাল থেকেই ধনবাড়ীতে অনুষ্ঠিত হয় এই মেলা। দেশের বিভিন্ন এলাকার লোকজন মেলা দেখতে আসেন পরিবার-পরিজন নিয়ে। পাওয়া যায় বিভিন্ন ধরনের পণ্য। কিন্তু রাত বাড়ার সঙ্গে-সঙ্গেই শুরু হয় জুয়ার আসর। এটা বন্ধ করা জরুরি। প্রশাসনের দৃষ্টি কামনা করি।’
স্থানীয় বাসিন্দা আবেদ মণ্ডল বলেন, ‘নবাবি আমল থেকে এ মেলার যাত্রা। এখনো চলে আসছে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড না হয়ে সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করা হোক এটাই দাবি।’
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া বলেন, ‘খবর জানার সঙ্গে সঙ্গেই পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা দৌড়ে পালিয়ে গেছে। বসার স্থানগুলো ভেঙে দেওয়া হয়েছে। মেলাতে কোনো ভাবেই জুয়া খেলতে দেওয়া হবে না। মেলাটি ধনবাড়ীর পুরোনো ঐতিহ্য।’

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
৩ মিনিট আগে
১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে জেলার নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। লন্ডন থেকে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই তাঁর প্রথম সফর।
৭ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়ার বিরুদ্ধে দুর্নীতি ও ভর্তি-বাণিজ্যের অভিযোগ তুলে আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন দিদারুল আলম নামের এক অভিভাবক।
১২ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড আবেদন শুনানির সময় আদালত আসামির কাছে একাধিক এনআইডি কার্ড রাখার কারণ জানতে চান। এ সময় হামীম আদালতকে বলেন, ‘একটি আমার আসল এনআইডি কার্ড আর অন্য দুটি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে
১৫ মিনিট আগে