Ajker Patrika

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে মির্জাপুরের কিশোর তানভীর নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
আপডেট : ২১ জুলাই ২০২৫, ২১: ২৯
মাইলস্টোন স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র ছিল তানভীর হোসেন। ছবি: সংগৃহীত
মাইলস্টোন স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র ছিল তানভীর হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুরের কিশোর তানভীর হোসেন মারা গেছে। তানভীর স্কুলটির অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে উপজেলার নগর ভাতগ্রাম নয়াপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে। তানভীরের ছোট ভাই তাসরীফ হোসেন মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। বিমান বিধ্বস্তের সময় সে বাসায় থাকায় প্রাণে বেঁচে গেছে।

জানা গেছে, এক দশকের বেশি সময় ধরে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে রুবেল উত্তরা এলাকায় বসবাস করেন। তানভীরের চাচাতো ভাই সাইফুল ইসলাম ও সজীব বলেন, আজ সকালে তানভীর তার ছোট ভাই তাসরীফকে নিয়ে স্কুলে যায়। দুপুর ১২টার দিকে স্কুল ছুটি হলে তাসরীফ বাসায় চলে আসে। কোচিং থাকায় তানভীর স্কুলে থেকে যায়। বিমান বিধ্বস্তের পর তানভীরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগর ভাতগ্রাম নয়াপাড়া গ্রামের বাসিন্দা আইনজীবী সহকারী আরিফ মোল্লা জানান, বিমান বিধ্বস্তে তাঁদের গ্রামের ছেলের মৃত্যুর খবরে সবাই শোকার্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত