কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়ায় ট্রেনের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার (ইজিবাইক) ধাক্কা লেগে অটোচালক বাবা, তাঁর মেয়ে ও নাতিসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর দেড়টায় উপজেলার হাতিয়া নাম স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন, অটোচালক ঘাটাইল উপজেলার ঘারট্ট গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে তায়্যেবুল হোসেন (৫০), তাঁর মেয়ে ও কালিহাতী উপজেলার হাতিয়ার খায়রুল ইসলামের স্ত্রী তাহমিনা (২৩) ও তাঁর সাত মাস বয়সী নাতি তাওহিদ।
স্থানীয়রা জানান, নিহত তায়্যেবুল হোসেন ঘাটাইলের গারট্ট থেকে তাঁর মেয়ে তাহমিনা ও শিশু নাতি তাওহিদকে নিয়ে নিজ অটোরিকশাযোগে হাতিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে হাতিয়া অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস আন্তনগর ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক তায়্যেবুল তাঁর নাতি তাওহিদ ঘটনাস্থলে নিহত হন। আহত তাহমিনাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার মো. ইসমাইল হোসেন এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে আসার সময় হাতিয়া একটি অটোর সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় অটোচালক নানা ও নাতি ঘটনাস্থলেই মারা যান।
এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. মুস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঘারিন্দা রেলওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তার দুটি মরদেহ ও একটি মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। সুরতহাল ও মামলা শেষে স্বজনদের ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়ায় ট্রেনের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার (ইজিবাইক) ধাক্কা লেগে অটোচালক বাবা, তাঁর মেয়ে ও নাতিসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর দেড়টায় উপজেলার হাতিয়া নাম স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন, অটোচালক ঘাটাইল উপজেলার ঘারট্ট গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে তায়্যেবুল হোসেন (৫০), তাঁর মেয়ে ও কালিহাতী উপজেলার হাতিয়ার খায়রুল ইসলামের স্ত্রী তাহমিনা (২৩) ও তাঁর সাত মাস বয়সী নাতি তাওহিদ।
স্থানীয়রা জানান, নিহত তায়্যেবুল হোসেন ঘাটাইলের গারট্ট থেকে তাঁর মেয়ে তাহমিনা ও শিশু নাতি তাওহিদকে নিয়ে নিজ অটোরিকশাযোগে হাতিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে হাতিয়া অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস আন্তনগর ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক তায়্যেবুল তাঁর নাতি তাওহিদ ঘটনাস্থলে নিহত হন। আহত তাহমিনাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার মো. ইসমাইল হোসেন এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে আসার সময় হাতিয়া একটি অটোর সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় অটোচালক নানা ও নাতি ঘটনাস্থলেই মারা যান।
এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. মুস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঘারিন্দা রেলওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তার দুটি মরদেহ ও একটি মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। সুরতহাল ও মামলা শেষে স্বজনদের ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১৯ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
২০ মিনিট আগে
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
৩৬ মিনিট আগে