
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে উত্তোলন করা ২০ হাজার ঘনফুট বালু জব্দ এবং বালু উত্তোলনকাজে ব্যবহৃত ৫০টি নৌকা ধ্বংস করা হয়।

শীতে মৌলভীবাজারে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার এই জেলায় বেশি শীত পড়েছে। দিন কিংবা রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকে এই অঞ্চল। কিছুদিন ধরে বেশির ভাগ সময় কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলে না।

বক্তারা বলেন, হোটেল–রেস্তোরাঁশ্রমিকদের নেই চাকরির নিশ্চয়তা ও জীবনের নিরাপত্তা। প্রচলিত শ্রম আইন উপেক্ষা করে অনেক মালিক স্বেচ্ছাচারীভাবে প্রতিষ্ঠান পরিচালনা করছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বর্তমান মজুরি দিয়ে শ্রমিকদের মাসের কয়েক দিন চলাও কঠিন হয়ে পড়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে গত এক বছরে একটা খুবই ভয়ংকর কালচারের শুরু হয়েছে—মব ভায়োলেন্স, মবোক্রেসি, যা গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে।’