সিলেট প্রতিনিধি

উদীয়মান বাংলাদেশি আমেরিকান রাজনীতিবিদ শেপা উদ্দিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের ফ্রাঙ্কলিন টাউনশিপের কাউন্সিলর। স্বীয় নেতৃত্বগুণে স্থানীয় ডেমোক্রেট দলের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি এসেছেন বাংলাদেশে। দেখছেন পূর্বপুরুষের ভিটে। সন্ধান করছেন শেকড়ের।
গতকাল রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেটের উদ্যোগে নগরীর দরগাগেটে ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমেদ মিউজিয়ামে শেপা উদ্দিনের সম্মানে আয়োজন করা হয় সুধী সমাবেশ। সুধী সমাবেশে শেপা উদ্দিন তুলে ধরেন বাংলাদেশ নিয়ে ভাবনা।
এ সময় শেপা উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, ‘বহুজাতিক দেশ আমেরিকায় বাংলাদেশিরাও উৎসের সঙ্গে সম্পর্ক রেখে এগিয়ে যাচ্ছে। নিজেদের শেকড়ের সঙ্গে সম্পর্ক ও যোগসূত্র স্থাপন করে আমেরিকান বাংলাদেশি প্রজন্ম যোগ্যতার পরিচয় দিচ্ছে। এ যোগ্যতাকে এগিয়ে নেওয়াই হবে আমাদের প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের অগ্রাধিকার। একই সঙ্গে বাংলাদেশের অগ্রযাত্রায় বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক সুদৃঢ় করা প্রয়োজন।’
পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেটের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহারের সভাপতিত্বে আয়োজিত এই সুধী সমাবেশে শেপা উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন ট্রাস্টের সদস্য আব্দুল করিম কিম।
আব্দুল করিম কিম জানান, শেপা উদ্দিন মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রামের মো. আজম উদ্দিনের মেয়ে। তাঁর বাবা আজম উদ্দিন ছিলেন বাংলাদেশি আমেরিকান সমাজের নেতা। তাঁর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে ব্যাপক জমায়েত হয়ে ছিল প্যাটার্সনে। একজন সাধারণ মানুষ নীরবে একটি কমিউনিটি নির্মাণ করে গেছেন। করে গেছেন অসাধারণ সব কাজ। আমেরিকার বহুজাতিক সমাজে রেখে গেছেন যোগ্য সন্তানদের। কাউন্সিল উওম্যান শেপা উদ্দিন সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছেন। সে সব কর্মকাণ্ডে প্রবাসীদের সম্পৃক্ততা বাড়ানো ও সিলেট অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী নাগরিকদের সুবিধা-অসুবিধা নিয়ে তিনি ধারণা অর্জন করছেন।
সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. জহিরুল হক শাকিল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমাজ বিজ্ঞানী প্রফেসর কামাল আহমেদ চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক এনামুল মুনির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী প্রমুখ।

উদীয়মান বাংলাদেশি আমেরিকান রাজনীতিবিদ শেপা উদ্দিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের ফ্রাঙ্কলিন টাউনশিপের কাউন্সিলর। স্বীয় নেতৃত্বগুণে স্থানীয় ডেমোক্রেট দলের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি এসেছেন বাংলাদেশে। দেখছেন পূর্বপুরুষের ভিটে। সন্ধান করছেন শেকড়ের।
গতকাল রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেটের উদ্যোগে নগরীর দরগাগেটে ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমেদ মিউজিয়ামে শেপা উদ্দিনের সম্মানে আয়োজন করা হয় সুধী সমাবেশ। সুধী সমাবেশে শেপা উদ্দিন তুলে ধরেন বাংলাদেশ নিয়ে ভাবনা।
এ সময় শেপা উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, ‘বহুজাতিক দেশ আমেরিকায় বাংলাদেশিরাও উৎসের সঙ্গে সম্পর্ক রেখে এগিয়ে যাচ্ছে। নিজেদের শেকড়ের সঙ্গে সম্পর্ক ও যোগসূত্র স্থাপন করে আমেরিকান বাংলাদেশি প্রজন্ম যোগ্যতার পরিচয় দিচ্ছে। এ যোগ্যতাকে এগিয়ে নেওয়াই হবে আমাদের প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের অগ্রাধিকার। একই সঙ্গে বাংলাদেশের অগ্রযাত্রায় বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক সুদৃঢ় করা প্রয়োজন।’
পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেটের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহারের সভাপতিত্বে আয়োজিত এই সুধী সমাবেশে শেপা উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন ট্রাস্টের সদস্য আব্দুল করিম কিম।
আব্দুল করিম কিম জানান, শেপা উদ্দিন মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রামের মো. আজম উদ্দিনের মেয়ে। তাঁর বাবা আজম উদ্দিন ছিলেন বাংলাদেশি আমেরিকান সমাজের নেতা। তাঁর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে ব্যাপক জমায়েত হয়ে ছিল প্যাটার্সনে। একজন সাধারণ মানুষ নীরবে একটি কমিউনিটি নির্মাণ করে গেছেন। করে গেছেন অসাধারণ সব কাজ। আমেরিকার বহুজাতিক সমাজে রেখে গেছেন যোগ্য সন্তানদের। কাউন্সিল উওম্যান শেপা উদ্দিন সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছেন। সে সব কর্মকাণ্ডে প্রবাসীদের সম্পৃক্ততা বাড়ানো ও সিলেট অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী নাগরিকদের সুবিধা-অসুবিধা নিয়ে তিনি ধারণা অর্জন করছেন।
সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. জহিরুল হক শাকিল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমাজ বিজ্ঞানী প্রফেসর কামাল আহমেদ চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক এনামুল মুনির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী প্রমুখ।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে